ভয়েজারের সঙ্গে যোগাযোগ

Preparation BD
By -
0

২০২৩ সালের জুলাই মাসে Voyager 2’র সঙ্গে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA’র সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবশেষে নভোযানটির সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয় নাসার বিজ্ঞানীরা। ১ আগস্ট ২০২৩ Voyager 2 নভোযান থেকে পাঠানো সংকেত পায় বিজ্ঞানীরা ।

এর আগে জুলাই মাসে নভোযানটিকে একটি ভুল নির্দেশনা পাঠানো হয়। এরপর সেটি অবস্থান বদল করে । বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ।

এখন Voyager 2’র অ্যানটেনা পৃথিবীর দিকে ফিরে আসছে। আর এর মাধ্যমে মার্কিন মহাকাশ সংস্থাটি নিশ্চিত হয় যে মহাকাশযানটি এখনো নিরাপদ রয়েছে ও পৃথিবীতে বার্তা পাঠানোর মতো অবস্থায় আছে। উল্লেখ্য, ২০ আগস্ট ১৯৭৭ Voyager 2 উৎক্ষেপণ করা হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !