চীনকে টপকে শীর্ষে বাংলাদেশ

Preparation BD
By -
0

ইউরোপীয় ইউনিয়নের (EU) বাজারে তৈরি পোশাক রপ্তানির পরিমাণে চীনকে প্রথমবারের মতো টপকে শীর্ষে পৌঁছে যায় বাংলাদেশ। ২০২২ সালে EU’র বাজারে অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশ সর্বোচ্চ ১৩৩ কোটি কেজির সমপরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে। রপ্তানি হওয়া পোশাকের পরিমাণে বাংলাদেশ এগিয়ে গেলেও অর্থের হিসাবে চীনের পেছনে রয়েছে।

শীর্ষ ৫ রপ্তানিকারক দেশ

দেশপরিমাণ রপ্তানি
বাংলাদেশ১৩৩২,২৮৯
চীন১৩১৩,০১৫
তুরস্ক৪৭১,১৯৮
ভারত২১৪৮৬
ভিয়েতনাম১৫৪৫৭

Note : পরিমাণ কোটি কেজি, রপ্তানি কোটি ডলার।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !