ইউরোপীয় ইউনিয়নের (EU) বাজারে তৈরি পোশাক রপ্তানির পরিমাণে চীনকে প্রথমবারের মতো টপকে শীর্ষে পৌঁছে যায় বাংলাদেশ। ২০২২ সালে EU’র বাজারে অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশ সর্বোচ্চ ১৩৩ কোটি কেজির সমপরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে। রপ্তানি হওয়া পোশাকের পরিমাণে বাংলাদেশ এগিয়ে গেলেও অর্থের হিসাবে চীনের পেছনে রয়েছে।
শীর্ষ ৫ রপ্তানিকারক দেশ
দেশ | পরিমাণ | রপ্তানি |
বাংলাদেশ | ১৩৩ | ২,২৮৯ |
চীন | ১৩১ | ৩,০১৫ |
তুরস্ক | ৪৭ | ১,১৯৮ |
ভারত | ২১ | ৪৮৬ |
ভিয়েতনাম | ১৫ | ৪৫৭ |
Note : পরিমাণ কোটি কেজি, রপ্তানি কোটি ডলার।