আন্তর্জাতিক সংস্থা থেকে বিগত সালে আসা প্রশ্নগুলো নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই গুরুত্বপূর্ণ হবে।
WTO (World Trade Organization)
প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? [৩০তম বিসিএস
উত্তর : WTO.
প্রশ্ন : WTO প্রতিষ্ঠিত হয় কবে? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহ, সাইফার কর্মকর্তা ২০২২
উত্তর : ১৯৯৫ ।
প্রশ্ন : GATT কখন WTO-তে রূপান্তরিত হয়? [NSI’র সহকারী পরিচালক-২০১৫]উত্তর : ১৯৯৫ সালে ।
প্রশ্ন : WTO-এর পূর্ণরূপ কোনটি? [সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১৫]উত্তর : World Trade Organization
প্রশ্ন : The Uruguay Round negotiations led to the creation of- [SIBL Probationary Officer 2017]উত্তর : WTO.
প্রশ্নঃ does not belong to the World Bank Group. [NBL’র Probationary Officer 2013]উত্তর : WTO.
প্রশ্ন: When was the World Trade Organization (WTO) established? [PBL’র Junior Officer 2012]উত্তর : 1 January 1995
প্রশ্ন : Which of the following organizations was the ancestor of the World Trade Organization (WTO)? [DBL’র Probationary Officer 2012]উত্তর : GATT.
প্রশ্ন : The watchdog of international trade is : [SBL’র Officer 2011]উত্তর : WTO.
প্রশ্ন : বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত হন কোন দেশ থেকে? [চবি ২০২০-২১)
উত্তর : নাইজেরিয়া ।
প্রশ্ন : The full form of ‘GATT’ is— [জাবি ২০১৬-১৭]উত্তর : General Agreement on Tariffs and Trade.
IAEA (International Atomic Energy Agency)
প্রশ্ন : IAEA-এর সদর দপ্তর হচ্ছে : [৩৬তম বিসিএস ও ২১তম বিসিএস]উত্তর : ভিয়েনা ।
প্রশ্ন : আন্তর্জাতিক পরমাণু সংস্থা (IAEA) কোন সালে গঠিত হয়েছে? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইনস্ট্রাক্টর ২০১৯]উত্তর : ১৯৫৭ সালে ।
প্রশ্ন : The Headquarters of International Atomic Energy Agency (IAEA) is located at. [জাবি ২০১৭-১৮]উত্তর : Vienna, Austria.
UNDP (United Nations Development Programme)
প্রশ্ন : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) এর শীর্ষ পদটি কী? [৩৬তম বিসিএস]উত্তর : প্রশাসক ।
প্রশ্ন : কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম? [১৪তম বিসিএস]উত্তর : UNDP.
প্রশ্ন : জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কী? [১৩তম বিসিএস]উত্তর : UNDP.
প্রশ্ন : UNDP-এর ইংরেজি পূর্ণরূপ কী? [BBS’র জুনিয়র পরিসংখ্যান সহকারী ২০২০]উত্তর : United Nations Development Programme.
প্রশ্ন : UNDP-র উন্নয়ন পরিমাপক হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স (HDI)-এর অনুষঙ্গ নয় কোনটি? [রাবি ২০১৮-১৯]উত্তর : মাতৃমৃত্যুর হার ।
প্রশ্ন : স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ২০০৮]উত্তর : ইউএনডিপি।
UNHCR (United Nations High Commissioner for Refugees)
প্রশ্ন : জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে? [৪০তম বিসিএস!
উত্তর : ১৯৪৮।
প্রশ্ন : জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার নাম কী? [চবি ২০২০-২১]উত্তর : UNHCR.
প্রশ্ন : রোহিঙ্গা ইস্যুতে মধ্যস্থতা করছে কোন সংস্থা? [ইবি ২০১৭-১৮]উত্তর : UNHCR.
প্রশ্ন : ‘রিফিউজি’ সমস্যাটি যে সংস্থার সঙ্গে বেশি সম্পর্কিত [ ঢাবি ২০১৯-২০]উত্তর : ইউএনএইচসিআর ।
প্রশ্ন : UNHCR-এর সদর দপ্তর কোথায়? [Karmasangsthan Bank Asst. Off. 2021]উত্তর : জেনেভা ।
প্রশ্ন : Which of the following is not a principal organ of United Nations Organization ? [জাবি ২০১৭-১৮]উত্তর : Human Rights Commission.
প্রশ্ন : জাতিসংঘ কত সালে রোহিঙ্গাদেরকে বিশ্বের অন্যতম নিগৃহীত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করেছে? [জাবি ২০১৭-১৮]উত্তর : ২০১৩।
প্রশ্ন : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের নাম কী? [ঢাবি ২০১৭-১৮]উত্তর : অস্ট্রিয়ার ভোলকার তুর্ক (১৭ অক্টোবর ২০২২-বর্তমান)।
UNICEF (United Nations International Children’s Emergency Fund)
প্রশ্ন : UNICEF-এর পূর্ণরূপ কী? [IFIC ব্যাংকের অফিসার ২০১৮ ]উত্তর : United Nations Children’s Fund।
প্রশ্ন : ইপিআই প্রকল্পে সাহায্যদানকারী সংস্থা কোনটি? [BSMMU’র সিনিয়র স্টাফ নার্স ২০২০]উত্তর : ইউনিসেফ।
প্রশ্ন : জাতিসংঘ শিশু তহবিলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? / UNICEF-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? প্ৰাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ২০০৭]উত্তর : নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : কোন আন্তর্জাতিক সংস্থা শিশুদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে? [PKSF’র Assistant Manager 2019]উত্তর : UNICEF.
প্রশ্ন : Which of the following UN organizations is concerned with the welfare of children? [UCB’র Management Trainee Officer 2011]উত্তর : UNICEF
UNCTAD (United Nations Conference on Trade and Development)
প্রশ্ন : United Nations Conference on Trade and Development (UNCTAD)-এর সদর দপ্তর কোথায়? [২৬তম বিসিএস]উত্তর : জেনেভায় ।
প্রশ্ন : প্রতি বছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা? [চবি ২০১৬-১৭]উত্তর : UNCTAD.
প্রশ্ন : United Nations Conference on Trade and Development (UNCTAD)-এর সর্বোচ্চ সম্মেলন কত বছর পর পর অনুষ্ঠিত হয়? [BTV’র আধিকারিক ২০০৬]উত্তর : ৪ বছর।
SDG (Sustainable Development Goals)
প্রশ্ন : ২০১৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি কোনটি? [আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার ২০১৬]উত্তর : এসডিজি ।
প্রশ্ন : টেকসই উন্নয়ন অভীষ্ট কবে গৃহীত হয়? [১৬তম শিক্ষক নিবন্ধন ২০১৯]উত্তর : ২৫ সেপ্টেম্বর ২০১৫।
প্রশ্ন : Whose initiative SDG is? [BREB’র-উপ-সহকারী প্রকৌশলী ২০২০
উত্তর : UN.
প্রশ্ন : SDG-এর পূর্ণরূপ হলো— [ঢাবি ২০১৯-২০; চবি ২০১৮-১৯]উত্তর : Sustainable Developmental Goals.
প্রশ্ন : জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্ট এর উদ্দেশ্য হলো— [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১৯]উত্তর : বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ ।
প্রশ্ন : জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে? [প্রাবিসশি ২০১৯]উত্তর : ১৫ ৷
প্রশ্ন : SDC’র লক্ষ্য কয়টি? [৪৩তম ও ৪০তম বিসিএস]উত্তর : ১৭।
প্রশ্ন: How many targets are there for SDG? [UCB’র Probationary Officer 2021]উত্তর : 169.
প্রশ্ন : SDC’র বাস্তবায়নকাল কোন সময়? [প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর ২০১৯]উত্তর : ২০১৬-২০৩০ ।
MDG (Millennium Development Goals)
প্রশ্ন : SDG বাস্তবায়ন এর লক্ষ্যমাত্রা কোন সাল পর্যন্ত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১৯]উত্তর : ২০৩০ সাল ।
প্রশ্ন : SDC’র কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত? [সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২]উত্তর : ৪ ।
প্রশ্ন : টেকসই উন্নয়ন লক্ষ্য-৪-এর মূল প্রতিপাদ্য কী? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কো-অর্ডিনেটর ২০২০]উত্তর : ২০৩০ সালের মধ্যে সবার জন্য একীভূত, সমতামুখী, মানসম্মত ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করা।
প্রশ্ন : টেকসই উন্নয়নের (SDGs) প্রথম লক্ষ্যটির বিষয়বস্তু কী? [চবি ২০২০-২১]উত্তর : দারিদ্র্য দূরীকরণ ।
প্রশ্ন: “মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস’-এর মোট লক্ষ্য কতটি? [বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ২০১৭]উত্তর : ৮টি ।
প্রশ্ন : The target year of achieving the Millennium Development Goal is : [Agrani Bank Ltd. Officer 2013]উত্তর : 2015.
প্রশ্ন : সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত? [২৬তম বিসিএস]উত্তর : ২০১৫।
প্রশ্ন : MDG-এর অন্যতম লক্ষ্য কী? [৩৬তম বিসিএস]উত্তর : ক্ষুধা ও দারিদ্র্য দূর করা ।
জাতিসংঘ সম্পর্কিত সংস্থা
নাম | পূর্ণরূপ | প্রতিষ্ঠা | সদর দপ্তর | সংস্থার প্রধান |
---|---|---|---|---|
UNDP | United Nations Development Programme | ২২ নভেম্বর ১৯৬৫ | নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র | অসিম স্টেইনার |
UNHCR | United Nations High Commissioner for Refugees | ১৪ ডিসেম্বর ১৯৫০ | জেনেভা, সুইজারল্যান্ড | ফিলিপ্পো গ্রান্ডি |
UNICEF | United Nations International Children’s Emergency Fund | ১১ ডিসেম্বর ১৯৪৬ | নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র | ক্যাথেরিন এম. রাসেল |
UNCTAD | United Nations Conference on Trade and Development | ৩০ ডিসেম্বর ১৯৬৪ | জেনেভা, সুইজারল্যান্ড | রেবেকা গ্রান্সপ্যান |
IAEA | International Atomic Energy Agency | ২৯ জুলাই ১৯৫৭ | ভিয়েনা, অস্ট্রিয়া | রাফায়েল গ্লোসি |
UNFPA | United Nations Population Fund | ১৯৬৯ | নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র | নাতালিয়া কানেম |