আন্তর্জাতিক সংস্থা থেকে বিগত সালে আসা প্রশ্ন

Preparation BD
By -
0

আন্তর্জাতিক সংস্থা থেকে বিগত সালে আসা প্রশ্নগুলো নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই গুরুত্বপূর্ণ হবে।

WTO (World Trade Organization)

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? [৩০তম বিসিএস
উত্তর : WTO.

প্রশ্ন : WTO প্রতিষ্ঠিত হয় কবে? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহ, সাইফার কর্মকর্তা ২০২২
উত্তর : ১৯৯৫ ।

প্রশ্ন : GATT কখন WTO-তে রূপান্তরিত হয়? [NSI’র সহকারী পরিচালক-২০১৫]উত্তর : ১৯৯৫ সালে ।

প্রশ্ন : WTO-এর পূর্ণরূপ কোনটি? [সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১৫]উত্তর : World Trade Organization

প্রশ্ন : The Uruguay Round negotiations led to the creation of- [SIBL Probationary Officer 2017]উত্তর : WTO.

প্রশ্নঃ does not belong to the World Bank Group. [NBL’র Probationary Officer 2013]উত্তর : WTO.

প্রশ্ন: When was the World Trade Organization (WTO) established? [PBL’র Junior Officer 2012]উত্তর : 1 January 1995

প্রশ্ন : Which of the following organizations was the ancestor of the World Trade Organization (WTO)? [DBL’র Probationary Officer 2012]উত্তর : GATT.

প্রশ্ন : The watchdog of international trade is : [SBL’র Officer 2011]উত্তর : WTO.

প্রশ্ন : বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত হন কোন দেশ থেকে? [চবি ২০২০-২১)
উত্তর : নাইজেরিয়া ।

প্রশ্ন : The full form of ‘GATT’ is— [জাবি ২০১৬-১৭]উত্তর : General Agreement on Tariffs and Trade.

IAEA (International Atomic Energy Agency)

প্রশ্ন : IAEA-এর সদর দপ্তর হচ্ছে : [৩৬তম বিসিএস ও ২১তম বিসিএস]উত্তর : ভিয়েনা ।

প্রশ্ন : আন্তর্জাতিক পরমাণু সংস্থা (IAEA) কোন সালে গঠিত হয়েছে? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইনস্ট্রাক্টর ২০১৯]উত্তর : ১৯৫৭ সালে ।

প্রশ্ন : The Headquarters of International Atomic Energy Agency (IAEA) is located at. [জাবি ২০১৭-১৮]উত্তর : Vienna, Austria.

UNDP (United Nations Development Programme)

প্রশ্ন : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) এর শীর্ষ পদটি কী? [৩৬তম বিসিএস]উত্তর : প্রশাসক ।

প্রশ্ন : কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম? [১৪তম বিসিএস]উত্তর : UNDP.

প্রশ্ন : জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কী? [১৩তম বিসিএস]উত্তর : UNDP.

প্রশ্ন : UNDP-এর ইংরেজি পূর্ণরূপ কী? [BBS’র জুনিয়র পরিসংখ্যান সহকারী ২০২০]উত্তর : United Nations Development Programme.

প্রশ্ন : UNDP-র উন্নয়ন পরিমাপক হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স (HDI)-এর অনুষঙ্গ নয় কোনটি? [রাবি ২০১৮-১৯]উত্তর : মাতৃমৃত্যুর হার ।

প্রশ্ন : স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ২০০৮]উত্তর : ইউএনডিপি।

UNHCR (United Nations High Commissioner for Refugees)

প্রশ্ন : জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে? [৪০তম বিসিএস!
উত্তর : ১৯৪৮।

প্রশ্ন : জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার নাম কী? [চবি ২০২০-২১]উত্তর : UNHCR.

প্রশ্ন : রোহিঙ্গা ইস্যুতে মধ্যস্থতা করছে কোন সংস্থা? [ইবি ২০১৭-১৮]উত্তর : UNHCR.

প্রশ্ন : ‘রিফিউজি’ সমস্যাটি যে সংস্থার সঙ্গে বেশি সম্পর্কিত [ ঢাবি ২০১৯-২০]উত্তর : ইউএনএইচসিআর ।

প্রশ্ন : UNHCR-এর সদর দপ্তর কোথায়? [Karmasangsthan Bank Asst. Off. 2021]উত্তর : জেনেভা ।

প্রশ্ন : Which of the following is not a principal organ of United Nations Organization ? [জাবি ২০১৭-১৮]উত্তর : Human Rights Commission.

প্রশ্ন : জাতিসংঘ কত সালে রোহিঙ্গাদেরকে বিশ্বের অন্যতম নিগৃহীত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করেছে? [জাবি ২০১৭-১৮]উত্তর : ২০১৩।

প্রশ্ন : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের নাম কী? [ঢাবি ২০১৭-১৮]উত্তর : অস্ট্রিয়ার ভোলকার তুর্ক (১৭ অক্টোবর ২০২২-বর্তমান)।

UNICEF (United Nations International Children’s Emergency Fund)

প্রশ্ন : UNICEF-এর পূর্ণরূপ কী? [IFIC ব্যাংকের অফিসার ২০১৮ ]উত্তর : United Nations Children’s Fund।

প্রশ্ন : ইপিআই প্রকল্পে সাহায্যদানকারী সংস্থা কোনটি? [BSMMU’র সিনিয়র স্টাফ নার্স ২০২০]উত্তর : ইউনিসেফ।

প্রশ্ন : জাতিসংঘ শিশু তহবিলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? / UNICEF-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? প্ৰাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ২০০৭]উত্তর : নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : কোন আন্তর্জাতিক সংস্থা শিশুদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে? [PKSF’র Assistant Manager 2019]উত্তর : UNICEF.

প্রশ্ন : Which of the following UN organizations is concerned with the welfare of children? [UCB’র Management Trainee Officer 2011]উত্তর : UNICEF

UNCTAD (United Nations Conference on Trade and Development)

প্রশ্ন : United Nations Conference on Trade and Development (UNCTAD)-এর সদর দপ্তর কোথায়? [২৬তম বিসিএস]উত্তর : জেনেভায় ।

প্রশ্ন : প্রতি বছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা? [চবি ২০১৬-১৭]উত্তর : UNCTAD.

প্রশ্ন : United Nations Conference on Trade and Development (UNCTAD)-এর সর্বোচ্চ সম্মেলন কত বছর পর পর অনুষ্ঠিত হয়? [BTV’র আধিকারিক ২০০৬]উত্তর : ৪ বছর।

SDG (Sustainable Development Goals)

প্রশ্ন : ২০১৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি কোনটি? [আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার ২০১৬]উত্তর : এসডিজি ।

প্রশ্ন : টেকসই উন্নয়ন অভীষ্ট কবে গৃহীত হয়? [১৬তম শিক্ষক নিবন্ধন ২০১৯]উত্তর : ২৫ সেপ্টেম্বর ২০১৫।

প্রশ্ন : Whose initiative SDG is? [BREB’র-উপ-সহকারী প্রকৌশলী ২০২০
উত্তর : UN.

প্রশ্ন : SDG-এর পূর্ণরূপ হলো— [ঢাবি ২০১৯-২০; চবি ২০১৮-১৯]উত্তর : Sustainable Developmental Goals.

প্রশ্ন : জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্ট এর উদ্দেশ্য হলো— [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১৯]উত্তর : বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ ।

প্রশ্ন : জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে? [প্রাবিসশি ২০১৯]উত্তর : ১৫ ৷

প্রশ্ন : SDC’র লক্ষ্য কয়টি? [৪৩তম ও ৪০তম বিসিএস]উত্তর : ১৭।

প্রশ্ন: How many targets are there for SDG? [UCB’র Probationary Officer 2021]উত্তর : 169.

প্রশ্ন : SDC’র বাস্তবায়নকাল কোন সময়? [প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর ২০১৯]উত্তর : ২০১৬-২০৩০ ।

MDG (Millennium Development Goals)

প্রশ্ন : SDG বাস্তবায়ন এর লক্ষ্যমাত্রা কোন সাল পর্যন্ত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১৯]উত্তর : ২০৩০ সাল ।

প্রশ্ন : SDC’র কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত? [সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২]উত্তর : ৪ ।

প্রশ্ন : টেকসই উন্নয়ন লক্ষ্য-৪-এর মূল প্রতিপাদ্য কী? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কো-অর্ডিনেটর ২০২০]উত্তর : ২০৩০ সালের মধ্যে সবার জন্য একীভূত, সমতামুখী, মানসম্মত ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করা।

প্রশ্ন : টেকসই উন্নয়নের (SDGs) প্রথম লক্ষ্যটির বিষয়বস্তু কী? [চবি ২০২০-২১]উত্তর : দারিদ্র্য দূরীকরণ ।

প্রশ্ন: “মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস’-এর মোট লক্ষ্য কতটি? [বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ২০১৭]উত্তর : ৮টি ।

প্রশ্ন : The target year of achieving the Millennium Development Goal is : [Agrani Bank Ltd. Officer 2013]উত্তর : 2015.

প্রশ্ন : সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত? [২৬তম বিসিএস]উত্তর : ২০১৫।

প্রশ্ন : MDG-এর অন্যতম লক্ষ্য কী? [৩৬তম বিসিএস]উত্তর : ক্ষুধা ও দারিদ্র্য দূর করা ।

জাতিসংঘ সম্পর্কিত সংস্থা

নামপূর্ণরূপপ্রতিষ্ঠা সদর দপ্তর সংস্থার প্রধান
UNDPUnited Nations Development Programme২২ নভেম্বর ১৯৬৫নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রঅসিম স্টেইনার
UNHCRUnited Nations High Commissioner for Refugees১৪ ডিসেম্বর ১৯৫০জেনেভা, সুইজারল্যান্ডফিলিপ্পো গ্রান্ডি
UNICEF United Nations International Children’s Emergency Fund১১ ডিসেম্বর ১৯৪৬নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রক্যাথেরিন এম. রাসেল
UNCTAD United Nations Conference on Trade and Development৩০ ডিসেম্বর ১৯৬৪জেনেভা, সুইজারল্যান্ডরেবেকা গ্রান্সপ্যান
IAEA International Atomic Energy Agency২৯ জুলাই ১৯৫৭ভিয়েনা, অস্ট্রিয়ারাফায়েল গ্লোসি
UNFPA United Nations Population Fund১৯৬৯নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রনাতালিয়া কানেম

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !