প্রথমবারের মতো ‘জিপিএস কিট’

Preparation BD
By -
0

১২ আগস্ট ২০২৩ টাইগারদের অনুশীলনে প্রথমবারের মতো ব্যবহার করা হয় জিপিএস প্রযুক্তি। বিশেষ এ কিট নিয়ন্ত্রণ করতে মাঠে সর্বক্ষণ উপস্থিত ছিলেন একজন টেকনিশিয়ান। সাধারণত এ জিপিএস কিট ইউরোপের ফুটবল ক্লাবগুলোতে ব্যবহার করা হয়।

এ কিটের মাধ্যমে নির্ধারণ করা যায় একজন খেলোয়াড় ম্যাচের জন্য ফিট কিনা, বোঝা যায় তার নামের পাশে থাকা সবুজ, হলুদ কিংবা লাল চিহ্ন দেখে। সবুজ মানে ফিট, লাল মানে ফিট নয় আর হলুদ মানে খেলা নিয়ে সংশয় রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !