প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

Preparation BD
By -
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ‘খাদ্য ব্যবস্থাপনা+২ স্টকটেকিং মোমেন্ট (ইউএনএফএসএস+২) শীর্ষক সম্মেলনে যোগ দেন ২৪-২৬ জুলাই। আয়োজিত এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য টেকসই খাদ্য ব্যবস্থা : অভিন্ন যাত্রায় বৈচিত্র্যময় পথ’।

  • প্রধানমন্ত্রী ২৪ জুলাই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা ৫টি প্রস্তাব দেন। এগুলো হলো : আর্থিক প্রণোদনা, খাদ্য ও সার রপ্তানির বিধি-নিষেধগুলো তুলে নেওয়া, বৈশ্বিক ও আঞ্চলিক ফুড ব্যাংক প্রতিষ্ঠা, প্রযুক্তি বিনিময়, খাদ্য অপচয় রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ।
  • ২৪ জুলাই এফএও সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন করেন।

উল্লেখ্য, এফএও প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ১৬ অক্টোবর। বাংলাদেশ এতে যোগদান করে ১৯৭৩ সালে। ২০২২ সালের ৮- ১১ মার্চ ঢাকায় প্রথমবারের মতো সংস্থাটির এশিয়া-প্রশান্ত আঞ্চলিক সম্মেলনের (৩৬তম) আয়োজন করে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !