জাতীয়ভাবে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু

Preparation BD
By -
0

দেশের সাধারণ জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয় সর্বজনীন পেনশন স্কিম। ১৭ আগস্ট ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন ব্যবস্থার উদ্বোধন করেন।

পটভূমি

২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ- হাসিনা বয়স্ক জনগোষ্ঠীকে একটি বৃদ্ধকালীন সুরক্ষা নিশ্চিত করতে জাতীয়ভাবে সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের অঙ্গীকার করেন। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে সরকার জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্র প্রণয়ন করে। এতে দেশে একটি ব্যাপকভিত্তিক সমন্বিত অংশগ্রহণমূলক পেনশন-ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব করা হয়। ২০১৫ সালে প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ব্যাপারে প্রথম উদ্যোগ নেন।

২০১৬ সালে ভারত ঘুরে এসে অর্থ বিভাগের একটি দল একটি ধারণাপত্র তৈরি করে । ২৪ জানুয়ারি ২০২৩ জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল, ২০২৩’ পাস হয়। ৩১ জানুয়ারি ২০২৩ রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হয়। ১৩ আগস্ট ২০২৩ সরকার ‘সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা, ২০২৩’ জারি করে ।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ

পেনশন-ব্যবস্থা পরিচালনা ও বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা অর্থ বিভাগের আওতাধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষ (National Pension Authority- NPA)। NPA একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। ১২ ফেব্রুয়ারি ২০২৩ প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হলেও ২ এপ্রিল সেটি রহিত করে প্রজ্ঞাপনের মাধ্যমে পুনরায় জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়। ১ জন নির্বাহী চেয়ারম্যান ও ৪ জন সদস্যের সমন্বয়ে এ কর্তৃপক্ষ গঠিত হয়। তাদের মেয়াদ হবে নিয়োগের তারিখ থেকে ৩ বছর ।

দায়িত্ব ও কার্যাবলি

  • পেনশন পদ্ধতি চালু, সুষ্ঠু ব্যবস্থাপনা ও উন্নয়ন নিশ্চিতকরণ
  • চাঁদা দাতাগণের স্বার্থ সংরক্ষণ
  • স্কিম গ্রহণ, স্কিমে প্রবেশ যোগ্যতা ও শর্তসমূহ নির্ধারণ, অনুমোদন, স্কিম পরিচালনা, তত্ত্বাবধান
  • স্কিমে চাঁদা দাতাগণের জমাকৃত অর্থের সুরক্ষা নিশ্চিতকরণ
  • জনসাধারণের মধ্যে সবজনীন পেনশনের উদ্দেশ্য ও লক্ষ্য, অবসরকালীন নিরাপত্তা ও পেনশন সম্পর্কে ধারণা প্রদান।

শর্ত ও সুবিধা

  • জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে অন্তর্ভুক্তির বয়স : ১৮-৫০ বছর।
  • বিশেষ বিবেচনায় ৫০ বছর ঊর্ধ্ব বয়সের নাগরিকগণও সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন এবং সেক্ষেত্রে স্কিমে অংশগ্রহণের তারিখ হতে ১০ বছর চাঁদা প্রদান শেষে তিনি যে বয়সে উপনীত হবেন সে বয়স হতে আজীবন পেনশন পাবেন ।
  • সরকারি নির্দেশনা ব্যতীত সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণ সরকারি পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন না।
  • বিদেশে কর্মরত দেশি কর্মীরা এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবেন।
  • জমাকৃত অর্থ একবারে উত্তোলন করা যাবে না ।
  • পেনশন শুরু : ৬০ বছর পেরোলে।
  • ঋণ সুবিধা : জমানো টাকার ৫০% চাঁদার টাকা : কর রেয়াত সুবিধা।
  • পেনশন : আয়করমুক্ত।

চাঁদা জমা

  • মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ।
  • টানা ১০ বছর দিতে হবে।
  • মাস পার হলে পরবর্তী প্রতিদিনের জন্য বিলম্ব ফি ১%।
  • টানা তিন কিস্তি না দিলে পেনশন স্থগিত।
  • চাঁদার টাকা অগ্রিম জমা দেওয়া যাবে।
  • কর্মহীন হলে অসচ্ছল চাঁদাদাতা ঘোষণার আবেদন।
  • ব্যাংক, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস।

নমিনি

  • বেঁচে থাকলে আজীবন পেনশন, ৭৫ বছর পূর্ণ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি অবশিষ্ট সময়কালের (পেনশনারের বয়স ৭৫ বছর পর্যন্ত) জন্য মাসিক পেনশন পাবেন ।
  • নমিনি মারা গেলে নতুন নমিনি মনোনয়ন।
  • পেনশনার ও নমিনি মারা গেলে সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রদত্ত ও উত্তরাধিকার সনদের ভিত্তিতে উত্তরাধিকারী পেনশন পাবেন।

অনলাইনে নিবন্ধন

  • www.upension.gov.bd ওয়েবসাইটে।
  • ভুল তথ্য দিলে বাতিল ।
  • অনলাইন ফরম পূরণ অথবা সোনালী ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে নিবন্ধন করা যাবে এবং চাঁদা দেওয়া যাবে।

চার ধরনের স্কিম

৪টি আলাদা স্কিম নিয়ে সর্বজনীন পেনশন-ব্যবস্থার যাত্রা শুরু হয়। এগুলো হলো— প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা।

প্রবাস

বিদেশে কর্মরত বা অবস্থানকারী বাংলাদেশি নাগরিক নিম্নে উল্লেখিত চাঁদার সমপরিমাণ অর্থ বৈদেশিক মুদ্রায় প্রদানপূর্বক এ.  মে অংশগ্রহণ করতে পারবেন । তিনি দেশে প্রত্যাবর্তনের পর- সমপরিমাণ অর্থ দেশীয় মুদ্রায় পরিশোধ করতে পারবেন এবং প্রয়োজনে স্কিম পরিবর্তন করতে পারবেন, তবে পেনশন স্কিমের মেয়াদ শেষে পেনশনার দেশীয় মুদ্রায় পেনশন পাবেন।প্রবাসীরা বৈদেশিক মুদ্রায় চাঁদা দিয়ে মুনাফা ছাড়াও ২.৫% প্রণোদনা পাবেন ।

মাসিক চাঁদা ৫,০০০ টাকা৭,৫০০ টাকা১০,০০০ টাকা
বছরমাসিক পেনশন
৪২১,৭২,৩২৭ ২,৫৮,৪৯১ ৩,৪৪,৬৫৫
৪০১,৪৬,০০১২,১৯,০০১২,৯২,০০২
৩৫৯৫,৯৩৫১,৪৩,৯০২১,৯১,৮৭০
৩০৬২,৩৩০৯৩, ৪৯৫১,২৪, ৬৬০
২৫৩৯,৭৭৪৫৯,৬৬১৭৯,৫৪৮
২০২৪, ৬৩৪
৩৬,৯৫১
৪৯, ২৬৮
১৫১৪,৪৭২
২১,৭০৮
২৮, ৯৪৪
১০৭,৬৫১
১১,৪৭৭
১৫,৩০২

সুরক্ষা

অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা স্বকর্মে সুরক্ষা নিয়োজিত ব্যক্তিগণ যেমন— কৃষক, রিক্সাচালক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি, ইত্যাদি নিম্নে বর্ণিত হারে চাঁদা প্রদান করে এ স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।

মাসিক চাঁদা ১,০০০ টাকা২,০০০ টাকা৩০০০ টাকা৫,০০০ টাকা
বছরমাসিক পেনশন
৪২৩৪,৪৬৫ ৬৮,৯৩১১,০৩,৩৯৬১,৭২,৩২৭
৪০২৯,২00৫৮,৪০০৮৭,৬০১১,৪৬,০০১
৩৫১৯,১৮৭৩৮,৩৭৪৫৭,৫৬১৯৫,৯৩৫
৩০১২,৪৬৬২৪,৯৩২ ৩৭,৩৯৮৬২,৩৩০
২৫৭,৯৫৫১৫,৯১০২৩,৮৬৪৩৯,৭৭৪
২০৪,৯২৭৯,৮৫৪১৪,৭৮০২৪,৬৩৪
১৫২,৮৯৪৫, ৭৮৯৮,৬৮৩১৪,৪৭২
১০১,৫৩০৩,০৬০৪,৫৯১ ৭,৬৫১

প্রগতি

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারি বা উক্ত প্রতিষ্ঠানের মালিক বর্ণিত হারে চাঁদা প্রদান করে এ স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিষ্ঠানের পক্ষ হতে কর্মচারীগণের জন্য এই স্কিমে অংশগ্রহণের ক্ষেত্রে স্কিমের চাঁদার ৫০% কর্মচারী এবং অবশিষ্ট ৫০% প্রতিষ্ঠান প্ৰদান করবে। কোনো বেসরকারি প্রতিষ্ঠান এই স্কিমে অংশগ্রহণ না করলে, উক্ত প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারি নিজ উদ্যোগে এ স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।

মাসিক চাঁদা ২,০০০ টাকা ৩,০০০ টাকা৫,০০০ টাকা
বছরমাসিক পেনশন
৪২৬৮,৯৩১১,০৩,৩৯৬১,৭২,৩২৭
৪০৫৮,৪০০৮৭,৬০১১,৪৬,০০১
৩৫৩৮,৩৭৪৫৭,৫৬১৯৫,৯৩৫
৩০২৪,৯৩২৩৭,৩৯৮৬২,৩৩০
২৫১৫,৯১০২৩,৮৬৪৩৯,৭৭৪
২০৯,৮৫৪
১৪,৭৮০
২৪,৬৩৪
১৫৫,৭৮৯
৮,৬৮৩
১৪,৪৭২
১০৩,০৬০ 
৪,৫৯১
৭,৬৫১

সমতা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) সমতা কর্তৃক, সময় সময়, প্রকাশিত আয় সীমার ভিত্তিতে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী
স্বল্প আয়ের ব্যক্তিগণ [যাদের বর্তমান আয় সীমা বাৎসরিক অনূর্ধ্ব ৬০ হাজার টাকা] নিম্নে বর্ণিত হারে চাঁদা প্রদানপূর্বক
এ স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। সমতা স্কিমে কর্তৃপক্ষ সমপরিমাণ অর্থ জমা করবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিগণ তাদের জন্য প্রযোজ্য স্কিমে অংশ নিতে পারবেন। তবে শর্ত থাকে যে, স্কিমে অংশগ্রহণ করার আগে সংশ্লিষ্ট সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা অর্পণ করতে হবে ।

মাসিক চাঁদা ১,০০০ টাকামাসিক চাঁদা১,০০০ টাকা
বছরমাসিক পেনশনবছরমাসিক পেনশন
৪২৩৪,৪৬৫২৫৭,৯৫৫
৪০২৯,২০০২০৪,৯২৭
৩৫১৯,১৮৭১৫২,৮৯৪
৩০
১২,৪৬৬
১০
১,৫৩০

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !