ঠাকুরগাঁও রেশম কারখানা চালু

Preparation BD
By -
0

দীর্ঘ ২১ বছর বন্ধ থাকার পর ৩ আগস্ট ২০২৩ আবারও চালু হয় ঠাকুরগাঁও রেশম কারখানা। বেসরকারি ব্যবস্থাপনায় কারখানাটির কার্যক্রম চলবে ‘সুপ্রিয় রেশম কারখানা’ নামে। ১৯৭৫-৭৬ অর্থবছরে শহরের গোবিন্দনগর এলাকায় তৎকালীন বেসরকারি উন্নয়ন সংস্থা রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিস (RDRS) প্রায় ৩ একর জায়গায় এ কারখানাটি স্থাপন করে ।

৩০ জুন ১৯৮১ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কাছে এটি হস্তান্তর করা হয়। পরবর্তী এক দশকে সংস্কারের অভাব ও অব্যবস্থাপনার কারণে প্রতিবছর লোকসানে পড়ে বন্ধ হয়ে যায় কারখানাটি। পরবর্তীতে ৩০ নভেম্বর ২০০২ লোকসানের কারণে কারখানাটি আবার বন্ধ ঘোষণা করা হয়

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !