দীর্ঘ ২১ বছর বন্ধ থাকার পর ৩ আগস্ট ২০২৩ আবারও চালু হয় ঠাকুরগাঁও রেশম কারখানা। বেসরকারি ব্যবস্থাপনায় কারখানাটির কার্যক্রম চলবে ‘সুপ্রিয় রেশম কারখানা’ নামে। ১৯৭৫-৭৬ অর্থবছরে শহরের গোবিন্দনগর এলাকায় তৎকালীন বেসরকারি উন্নয়ন সংস্থা রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিস (RDRS) প্রায় ৩ একর জায়গায় এ কারখানাটি স্থাপন করে ।
৩০ জুন ১৯৮১ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কাছে এটি হস্তান্তর করা হয়। পরবর্তী এক দশকে সংস্কারের অভাব ও অব্যবস্থাপনার কারণে প্রতিবছর লোকসানে পড়ে বন্ধ হয়ে যায় কারখানাটি। পরবর্তীতে ৩০ নভেম্বর ২০০২ লোকসানের কারণে কারখানাটি আবার বন্ধ ঘোষণা করা হয়