বঙ্গোপসাগরে ৪৭৩ প্রজাতির মাছ

Preparation BD
By -
0

পৃথিবীর বৃহৎ ৬৪টি সামুদ্রিক ইকোসিস্টেমের মধ্যে অন্যতম ১,১৮,৮১৩ বর্গ কিমি আয়তনের জীব-বৈচিত্র্যে সমৃদ্ধ বঙ্গোপসাগর । প্রথমবারের মতো এ সাগরের বাংলাদেশ সীমানায় থাকা মাছের প্রজাতির তালিকা করেছেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (BFRI) বিজ্ঞানীরা।

৩ বছরের গবেষণায় করা সেই তালিকা অনুযায়ী, এ উপসাগরে ৪৭৩ প্রজাতির মাছ রয়েছে। এ প্রজাতির মাছের মধ্যে ২৭টি গণের অন্তর্ভুক্ত ১২০টি পরিবারের মাছ রয়েছে। দেশে মিঠাপানির ২৬১ প্রজাতির মাছের প্রজাতির পূর্ণাঙ্গ শ্রেণিবিন্যাস ও তথ্যায়ন থাকলেও বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমানায় সামুদ্রিক মৎস্য প্রজাতির শ্রেণিবিন্যাস ও তথ্যায়ন এর আগে পূর্ণাঙ্গ ছিল না ।

সর্বপ্রথম ১৯৬৯ সালে দেশে প্রথম সামুদ্রিক ও মোহনা অঞ্চলের ৪৭৪ প্রজাতির মাছের তালিকা প্রকাশিত হয় । কিন্তু সেই প্রকাশনায় শুধু নামের তালিকা দেওয়া হলেও ছিল না কোনো ছবি।

BFRI বঙ্গোপসাগরে নতুন করে ১১ প্রজাতির মাছের সন্ধান পায়। প্রজাতিগুলো হচ্ছে— টুইট্টাবলি হাঙর, হাতুরে হাঙর, লেজ হাঙর, টুইট্টা ঘাবড়ি, লতা হাঙর, নিলাম্বরী, ডোরা পরী, পিট্টলি, প্রজাপতি মাছ, চিরুনী মাছ এবং পটকা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !