১ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় চীনের নেতৃত্বাধীন বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক ব্লক রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসেপ) যোগদানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিপরিষদের অনুমোদন পেলে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয় ।
আরসেপ সম্পর্কিত তথ্য
- আরসেপে যোগ দিলে বিশ্ববাজারে দেশের রপ্তানি বাড়বে ১৭ দশমিক ৩৭ শতাংশ; যার পরিমাণ পাঁচ বিলিয়ন ডলারের বেশি। আমদানি বাড়বে ১৪ দশমিক ৪৬ শতাংশ।
- আরসেপে যোগদানের সমীক্ষা করে ট্যারিফ কমিশন।
- ১৫টি দেশ নিয়ে আরসেপ কার্যকর হয় ১ জানুয়ারি ২০২২।
- বর্তমান সদস্য দেশগুলো হলো— চীন, জাপান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, লাওস, কম্বোডিয়া, মিয়ানমার ও ব্রুনাই ।
- আরসেপভুক্ত দেশগুলোর মোট জনসংখ্যা ২ দশমিক ৩ বিলিয়ন (বিশ্বের মোট জনসংখ্যার ৩০
শতাংশ)। আরসেপভুক্ত দেশগুলোর বাজার ২৬ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের। - ভারত যোগ দিতে পারবে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে।
- আরসেপে সদস্যপদের আবেদন করেছে শ্রীলঙ্কা ও হংকং।