২৬ জুলাই ২০২৩ টি-২০’তে এক ম্যাচে সর্বোচ্চ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস। আন্তর্জাতিক টি-২০ তে প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নেন।
টি-২০ বিশ্বকাপে এশিয়া পর্বের (বি) বাছাই পর্বে কুয়ালালামপুরে তিনি চীনের বিপক্ষে এ কীর্তি গড়েন । 8 ওভারে ১ মেডেনসহ ৮ রানে ৭ উইকেট তার।
৭ জনকেই করেন বোল্ড। এর আগে নাইজেরিয়ার পিটার আহোর ৫ রানে ৬ উইকেট ছিল আন্তর্জাতিক টি-২০’র সেরা। ICC’র পূর্ণাঙ্গ সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশের বিপক্ষে ভারতের দীপক চাহার ৭ রানে নেন ৬ উইকেট ।