বিসিএস পরীক্ষার সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি

Preparation BD
By -
0

বিসিএস পরীক্ষার সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন।

বিসিএস পরীক্ষার সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি

প্রশ্ন : কোন দেশে সমুদ্র বন্দর নাই?
উত্তর : নেপাল

প্রশ্ন : বাংলাদেশ সদস্য নয়?
উত্তর : NATO

প্রশ্ন : ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৩০

প্রশ্ন : কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত?
উত্তর : ম্যানিলা

প্রশ্ন : কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?
উত্তর : জার্মানির ফ্রাঙ্কফুর্টে

প্রশ্ন : কোথায় ঐতিহাসিক ট্রয়নগরী অবস্থিত?
উত্তর : তুরস্ক

প্রশ্ন : ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ?
উত্তর : অস্ট্রেলিয়া

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর : ডোনাল্ড ট্রাম্প

প্রশ্ন : TIFA এর পূর্ণরূপ কী?
উত্তর : Trade and Investment Framework Agreement

প্রশ্ন : ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় কবে?
উত্তর : ১৯৭৫

প্রশ্ন : পৃথিবীর গভীরতম স্থান কোনটি ?
উত্তর : মারিয়ানা ট্রেঞ্চ

প্রশ্ন : ‘বেল্ট অ্যান্ড রোড’ কার্যক্রম শুরু হয় কবে?
উত্তর : ২০১৩ সালে

প্রশ্ন : চীন-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : ১৯৬২

প্রশ্ন : বান্দা আচেহ কোথায় অবস্থিত ?
উত্তর : ইন্দোনেশিয়া

প্রশ্ন : কোনটি প্রাচীন সভ্যতা ?
উত্তর : মেসোপটেমিয়া

প্রশ্ন : ফেসবুকের সদর দফতর কোথায়?
উত্তর : ক্যালিফোর্নিয়া

প্রশ্ন : ‘ভিক্টোরিয়া ডিজার্ট’ কোথায় অবস্থিত?
উত্তর : অস্ট্রেলিয়া

বিসিএস পরীক্ষার সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি

প্রশ্ন : তিব্বত একটি
উত্তর : উপত্যকা

প্রশ্ন : Elephant Pass কোথায় অবস্থিত?
উত্তর : শ্রীলঙ্কা

প্রশ্ন : জাতিসংঘের সংস্থা নয়
উত্তর : আসিয়ান আঞ্চলিক ফোরাম

প্রশ্ন : UNFCCC মূল আলোচ্য বিষয়
উত্তর : গ্রিন হাউস গ্যাসের নি:সরণ ও প্রশমন

প্রশ্ন : ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
উত্তর : মালয়েশিয়া

প্রশ্ন : ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ হিসেবে পরিচিত কে?
উত্তর : ফ্লোরেন্স নাইটিঙ্গেল

প্রশ্ন : ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের-
উত্তর : UNIIMOG

প্রশ্ন : গণতন্ত্র দিবস কবে?
উত্তর : ১৫ সেপ্টম্বর

প্রশ্ন : টি আই (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল) এর সদর দপ্তর কোথায় ?
উত্তর : জার্মানি

প্রশ্ন : চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ
উত্তর : মিং ক্লাস

প্রশ্ন : জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
উত্তর : এডেন উপসাগরের পাশে

প্রশ্ন : ট্রাফাগাল স্কয়ার কোথায় অবস্থিত?
উত্তর : ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে

প্রশ্ন : মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?
উত্তর : মধ্য আমেরিকায়

প্রশ্ন : বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
উত্তর : ১০ ডিসেম্বর

প্রশ্ন : টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
উত্তর : ১৭টি

প্রশ্ন : আকাবা একটি –
উত্তর : সমুদ্র বন্দর

প্রশ্ন : মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম-
উত্তর : এনএলডি

প্রশ্ন : কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয় –
উত্তর : কম্বোডিয়া

প্রশ্ন : নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে ?
উত্তর : ভারত-চীন

প্রশ্ন : বাংলাদেশ কোনটির সদস্য নয়
উত্তর : OAS

প্রশ্ন : চীনের জিনিজিয়াং এর মুসলিম জনগোষ্ঠী
উত্তর : উইঘুর

প্রশ্ন : IUCN এর কাজ হল বিশ্বব্যাপী-
উত্তর : প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ

প্রশ্ন : ত্রিশ বছর ব্যাপী যুদ্ধের অবসান ঘটে
উত্তর : পিস অব ওয়েস্টফেলিয়া চুক্তি দ্বারা (1648)

প্রশ্ন : মার্কিন তালেবান চুক্তি হয় কবে ?
উত্তর : ৯ ফেব্রুয়ারি ২০২০

প্রশ্ন : WIPO এর পূর্ণরূপ কি?
উত্তর : World Intellectual Property Organization

প্রশ্ন : ‘কার্টাগেনা প্রটোকল’ কোন সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ২০০০

প্রশ্ন : ‘ ব্রেটন উডস ইনস্টিটিউট’ নিচের কোন সংস্থাকে বোঝায়?
উত্তর : আইএমএফ

প্রশ্ন : কিয়োটো প্রটোকল কত সালে গৃহীত হয়?
উত্তর : ১৯৯৭

প্রশ্ন : ভারতের সিভিল সার্ভিস দিবস কবে ?
উত্তর : ২১ এপ্রিল

প্রশ্ন : “A Passage to India” গ্রন্থটির লেখক?
উত্তর : E M Forster

প্রশ্ন : কোন দেশটি সম্প্রতি ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে?
উত্তর : সংযুক্ত আরব আমিরাত

প্রশ্ন : আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
উত্তর : চারটি

প্রশ্ন : ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
উত্তর : দক্ষিণ আমেরিকা

প্রশ্ন : নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
উত্তর : ভিয়েতনাম

প্রশ্ন : আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
উত্তর : ১৯৪৪ সালে

প্রশ্ন : ফিনল্যান্ডের কলোনী ছিল
উত্তর : সুইডেন

প্রশ্ন : এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
উত্তর : বাবেল মান্দেব প্রণালী

প্রশ্ন : ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় কত সালে?
উত্তর : ১৯১২ সালে

প্রশ্ন : জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে ‘Pandemic’ ঘোষণা করেছে?
উত্তর : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?
উত্তর : ১৯৯১

প্রশ্ন : সামরিক ভাষায় “WMD” অর্থ কী?
উত্তর : Weapon of Mass Destruction

প্রশ্ন : জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
উত্তর : UNCTAD

প্রশ্ন : আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগ মামলা করে কোন দেশ?
উত্তর : গাম্বিয়া

প্রশ্ন : বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে
উত্তর : সিয়েরা লিওন

প্রশ্ন : জাতিসংঘ নামকরণ করেন
উত্তর : রুজভেল্টে

প্রশ্ন : কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য
উত্তর : তুরস্ক

৪০-৪৫তম বিসিএস পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলি থেকে আসা সাধারণ জ্ঞান
প্রশ্ন : ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৯৪৯

প্রশ্ন : জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর কে?
উত্তর : অ্যাঞ্জেলা মারকেল

প্রশ্ন : জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
উত্তর : ১৯৪৮ সালে।

প্রশ্ন : OIC-এর কততম সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
উত্তর : ২য় শীর্ষ সম্মেলনে

প্রশ্ন : পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি,২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
উত্তর : বালাকোট।

প্রশ্ন : ‘দ্যা আইডিয়া অব জাস্টিস’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : অমর্ত্য সেন

প্রশ্ন : শ্রীলঙ্কার কোন সমূদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে?
উত্তর : হাম্বানটোটা।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
উত্তর : কিউবা।

See also কর্মসংস্থান ব্যাংক এর ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রশ্ন সমাধান
প্রশ্ন : ‘V 20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
উত্তর : জলবায়ু পরিবর্তন।

প্রশ্ন : জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৮২ সালে।

প্রশ্ন : বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : কাটোউইস, পোল্যান্ড।

প্রশ্ন : Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত?
উত্তর : উত্তর কোরিয়া,দক্ষিণ কোরিয়া

প্রশ্ন : BRICS কতৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে –
উত্তর : New Development Bank (NDB)।

প্রশ্ন : চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
উত্তর : জিবুতি

প্রশ্ন : নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
উত্তর : BIMSTEC

প্রশ্ন : নীচর কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
উত্তর : NAM

প্রশ্ন : জাতিসংঘ বিষয়ক আলোচনা পি৫ (P5) বলতে কি বুঝায়?
উত্তর : নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য।

প্রশ্ন : মিনস্ক কোন দেশের রাজধানী?
উত্তর : বেলারুশ

প্রশ্ন : সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়?
উত্তর : ফেব্রুয়ারি, ২০১৯ সালে

প্রশ্ন : কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
উত্তর : অস্ট্রিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !