৯ আগস্ট ২০২৩ পাকিস্তানে জাতীয় পরিষদের বিলুপ্তি ঘোষণা করা হয়। ১২ আগস্ট ২০২৩ পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বেলুচিস্তান আওয়ামী পার্টির (BAP) সিনেটর আনোয়ারুল হক কাকার-এর নাম ঘোষণা করা হয়।
বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ কাকার নাম নিয়ে ঐকমত্য পোষণ করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয় । ১৪ আগস্ট ২০২৩ অষ্টম তত্ত্বাবধায়ক সরকার বা অন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকার শপথ নেন।
শপথ পাঠ করান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি । ১৯৮৫ সালে জেনারেল জিয়াউল হকের হাতেই দেশটির সংবিধানে ‘অন্তর্বর্তীকালীন সরকার’ বা ‘তত্ত্বাবধায়ক সরকার’র সূচনা হয়।
দেশটির ইতিহাসে প্রথমবারের মতো তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম মোস্তফা জাতোই ।
২০২৩ সালের আগ পর্যন্ত দেশটির ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মোট ৭ জন। তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচন আয়োজন করে। পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে এ নির্বাচন আয়োজন করতে হয় ।