২০ জুলাই ২০২৩ দক্ষিণ কোরিয়ার জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান-ডিএইচ শিপবিল্ডিংয়ের সাথে তৃতীয় প্রজন্মের একটি তেলবাহী ট্যাংকার জাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করে এমজেএল বাংলাদেশ। ৭৫ মিলিয়ন ডলার বা প্রায় ৮০০-কোটি টাকায় জাহাজটি কেনা হবে। তেলবাহী নতুন ট্যাংকারটি হবে এলএনজি-রেডি।
মোট সক্ষমতা হবে ১,১৫,০০ ডেডওয়েট টন। এটিই হবে বাংলাদেশের পতাকাবাহী সবচেয়ে বড় জাহাজ। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে জাহাজটি প্রথম সাগরে ভাসানো হবে। বর্তমানে ৬০টির বেশি বাংলাদেশের পতাকাবাহী জাহাজ থাকলেও, তার কোনোটির সক্ষমতাই এর থেকে বেশি নয় ।