পরিবেশবান্ধব কারখানার মাইলফলক

Preparation BD
By -
0

তৈরি পোশাক ও বস্ত্র খাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ২০০ পরিবেশবান্ধব কারখানা স্থাপনের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। ৮ আগস্ট গাজীপুরের লিডা টেক্সটাইল অ্যান্ড ডায়িং ও লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিবেশবান্ধব সনদ অর্জন মাধ্যমে এটি অর্জিত হয়।

  • বিশ্বে কয়েকটি প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিলেও অন্যতম হলো যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে। এই সনদের নাম ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন’ (এলইইডি)।
  • বাংলাদেশের অধিকাংশ কারখানাকে সনদ দেয় ইউএসজিবিসি ।
  • দেশে ২০১২ সালে একটি কারখানা প্রথম পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পায়।
  • বিজিএমইএর তথ্যানুযায়ী, দেশে লিড সনদ পাওয়া ২০০ কারখানার মধ্যে ৭৩টি লিড প্লাটিনাম, ১১৩ গোল্ড, ১০ সিলভার ও ৪টি সার্টিফায়েড সনদ পেয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !