জাতিসংঘের সদ্য গঠিত বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডে ‘বাহ্যিক সদস্য’ হিসেবে নিয়োগ পান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ড. সালিমুল হক । ৩ আগস্ট ২০২৩ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ তথ্য জানান।
জাতিসংঘের গঠিত এ সায়েন্টিফিক অ্যাডভাইজরি বোর্ড বা বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডটি হাইব্রিড মডেলে কাজ করবে। সারাবিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে প্রতিনিয়ত যেসব আবিষ্কার হচ্ছে সে বিষয়ে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের ওয়াকিবহাল করা এ বোর্ডের অন্যতম প্রধান কাজ ।