মহাকাশে মা ও মেয়ে

Preparation BD
By -
0

১০ আগস্ট ২০২৩ মার্কিন মহাকাশ পর্যটন প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের Galactic 02 মহাকাশযানে চড়ে প্রথমবারের মতো একসঙ্গে মহাকাশে যান অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ১৮ বছর বয়সি অ্যানাস্তাতিয়া মায়ার্স এবং তার মা কেইশা শাহাফ।

একই দিন মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে আসেন তারা। ভার্জিন গ্যালাকটিকের প্রথম এ বাণিজ্যিক মহাকাশ ভ্রমণে মা ও মেয়ের পাশাপাশি ৮০ বছর বয়সি জন গুডউইন নামের এক ব্যক্তিও ছিলেন। তিনি ১৯৭২ সালে যুক্তরাজ্যের হয়ে অলিম্পিক গেমসে অংশ নেন ।

ভার্জিন গ্যালাকটিক এ নিয়ে দ্বিতীয়বারের মতো মহাকাশ ভ্রমণের আয়োজন করল । এবারের মহাকাশ ভ্রমণের জন্য একেকজন যাত্রীকে দিতে হয়েছে সাড়ে চার লাখ মার্কিন ডলার ।

এর আগে ২৯ জুন ২০২৩ ভার্জিন গ্যালাকটিকের Galactic 01 মহাকাশযান একটি মহাকাশ ভ্রমণ সম্পন্ন করে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !