বাণিজ্য মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান

Preparation BD
By -
0

বাণিজ্য মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন।

বাণিজ্য মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান বাংলা অংশ

১. ব্রেইল পদ্ধতি ব্যবহার করে—
উত্তর : দৃষ্টি প্রতিবন্ধীরা

২. বাংলা কার-বর্ণের সংখ্যা কতটি?
উত্তর : ১০।

৩. যে সমাসে পূর্বপদ ও পরপদের কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাকে কোন সমাস বলে
উত্তর : বহুব্রীহি সমাস ।

৪. নিচের কোনটি বিসর্গ ‘ও’ হয়ে গেছে?
উত্তর : তিরোধান।

৫. অর্থের সংগতি রাখার জন্য উক্তি পরিবর্তনের সময়ে কোন পদের পরিবর্তন প্রয়োজন হয়?
উত্তর : সর্বনাম।

৬. ‘আসাদের শার্ট’ কবিতার রচয়িতা কে?
উত্তর : শামসুর রাহমান ।

৭. ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

৮. ‘জয় বাংলা বাংলার জয়’ গানটির গীতিকার কে?
উত্তর : গাজী মাজহারুল আনোয়ার ।

৯. জসীম উদ্দীন রচিত ‘নিমন্ত্রণ’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর : ধানক্ষেত ।

১০. ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

বাণিজ্য মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান ইংরেজি অংশ

১১. He is — European.
উত্তর : a.

১২. ‘Swimming is a good exercise ‘ here. ‘Swimming’ is-
উত্তর : Gerund ।

১৩. The old man died — cancer
উত্তর : of ।

১৪. He ran fast lest he – miss the bus.
উত্তর : should ।

১৫. Which of the following is the synonym of ‘Benefit′?
উত্তর : Favour

১৬. Choose the correctly spelt word ?
উত্তর : Surveillance

১৭. It has been raining — Monday last.
উত্তর : since ।

১৮. We all should stand — our decision
উত্তর : by

১৯. Which is the passive form the sentence ‘Panic seized the matter
উত্তর : The writer was seized with panic!

২০. Which of the following word is singular ?
উত্তর : Physics

বাণিজ্য মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান গণিত অংশ

২১. x – y = 2p এবং px + qy = p2 + q2 হলে (x, y) = কত?
উত্তর : (p + q, q – p)

২২. সোমা ও অলকের বর্তমান বয়স ৩৫ এবং ২৫ বছর । ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
উত্তর : ৫ : ৩।

২৩. X অক্ষরেখা থেকে (৫, ৬) বিন্দুটি কত একক দূরে অবস্থিত?
উত্তর : ৬।

২৪. ২টি সংখ্যার যোগফল ৭৫ এবং একটি অপরটির ৪ গুণ সংখ্যাটি কত?
উত্তর : ৬০ ।

২৫. কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল ১৪ এবং বিয়োগফল ৮ হলে ভগ্নাংশটি নিচের কোনটি?
উত্তর : ৩/১১।

২৬. নিচের কোনটি সরলরেখার সমীকরণ নির্দেশ করে?
উত্তর : x + 2y + 5 = 0 ।

২৭. কোন শহরের বর্তমান জনসংখ্যা ১০ লক্ষ। এ শহরের জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন । ৩ বছর পরে জনসংখ্যা কত হবে?
উত্তর : ১০,৯২,৭২৭ জন ।

২৮. মিজান ৮% মুনাফায় ১০,০০০ টাকা ঋণ নিয়ে x বছর পর ১২,৪০০ পরিশোধ করেন। x এর মান কত?
উত্তর : ৩ বছর ।

২৯. একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল ১০ একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। পার্কের বাইরে চারদিকে ২ মিটার প্রস্থের একটি রাস্তা আছে। পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি বর্গাকার পুকুরের গভীরতা ২ মিটার হলে পুকুরের পানি পরিমাণ কত?
ক) ১৮৫৮২০০
খ) ১৮৫৮২৪০
গ) ১৭৫৮২৪০
ঘ) ২০৫৮০০
[Note : সঠিক উত্তর হবে ১৮৫৮৩১২।

৩০. একটি কলম ৩০ টাকায় ক্রয় করে ২০% ক্ষতিতে বিক্রয় করলে কলমটির বিক্রয়মূল্য কত?
উত্তর : ২৪।

বাণিজ্য মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান অংশ

৩১. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর : বাংলাদেশ ।

৩২. কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগর কন্যা বলা হয়?
উত্তর : কুয়াকাটা ।

৩৩. কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়?
উত্তর : সুন্দরবন।

৩৪. কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান—
উত্তর : ক্যাপ্টেন সেতারা বেগম ।

৩৫. বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশের নাম—
উত্তর : ভুটান ।

৩৬. আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
ক) এশিয়া
খ) আফ্রিকা
গ) অস্ট্রেলিয়া
ঘ) আমেরিকা
[Note: বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া । ওশেনিয়ার সর্ববৃহৎ দেশ অস্ট্রেলিয়া।]

৩৭. লেবাননের রাজধানীর নাম কি?
উত্তর : বৈরুত।

৩৮. বিশ্ব বাণিজ্য সংস্থা এর সদর দপ্তর কোথায়?
উত্তর : জেনেভা ৷

৩৯. আন্তর্জাতিক শ্রম সংস্থার সংক্ষিপ্ত রূপ কোনটি?
উত্তর : ILO

৪০. কোন ভাষায় মানুষ সবচেয়ে বেশি কথা বলে?
উত্তর : মান্দারিন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !