সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক ৫০ টি সাধারণ জ্ঞান এমসিকিউ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন।
বাংলাদেশ বিষয়াবলী থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান
১. দেশের প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রক (CGA) কে?
ক) মাহমুদা হক চৌধুরী
খ) ফাহমিদা ইসলাম
গ) রাজিয়া বেগম
ঘ) ফারজানা ইসলাম
সঠিক উত্তর : ফাহমিদা ইসলাম
২. বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?
ক) ৪২টি
খ) ৪৩টি
গ) ৪৪টি
ঘ) ৪৫টি
সঠিক উত্তর : ৪৪টি
৩. দেশের সর্বশেষ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় কোনটি?
ক) বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)
খ) বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)
গ) ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
ঘ) তৃণমূল বিএনপি
সঠিক উত্তর : বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)
৪. সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয় কবে?
ক) ১ আগস্ট ২০২৩
খ) ১০ আগস্ট ২০২৩
গ) ১৭ আগস্ট ২০২৩
ঘ) ২৫ আগস্ট ২০২৩
সঠিক উত্তর : ১৭ আগস্ট ২০২৩
৫. দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কী ?
ক) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
খ) চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে
গ) পূর্বাচল এক্সপ্রেসওয়ে
ঘ) ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে
সঠিক উত্তর : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৬. দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হবে কবে?
ক) ২ সেপ্টেম্বর ২০২৩
খ) ৮ সেপ্টেম্বর ২০২৩
গ) ১২ সেপ্টেম্বর ২০২৩
ঘ) ১৬ সেপ্টেম্বর ২০২৩
সঠিক উত্তর : ২ সেপ্টেম্বর ২০২৩
৭. ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল এলিভেটেড অংশের দৈর্ঘ্য কত?
ক) ১৯.৭৩ কিমি
খ) ৩৯.৫৪ কিমি
গ) ২৭ কিমি
ঘ) ৪৬.৭৩ কিমি
সঠিক উত্তর : ১৯.৭৩ কিমি
৮. দেশে ১৭তম GI পণ্য কোনটি?
ক) ব্ল্যাক বেঙ্গল ছাগল
খ) রাজশাহীর সিল্ক
গ) নাটোরের কাঁচাগোল্লা
ঘ) কুমিল্লার রসমালাই
সঠিক উত্তর : নাটোরের কাঁচাগোল্লা
৯. নিজস্ব সক্ষমতায় প্রথমবারের মতো কোন দেশীয় প্রজাতির পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন করা হয়?
ক) মুন্সীগঞ্জ ক্যাটেল
খ) ভেড়া
গ) হাঁস
ঘ) ওপরের সবগুলো
সঠিক উত্তর : ওপরের সবগুলো
১০. আগস্ট ২০২৩ পর্যন্ত বাংলাদেশে বিশ্ব স্বীকৃত সবুজ কারখানার সংখ্যা কতটি?
ক) ১৯৫টি
খ) ২০০টি
গ) ২০৫টি
ঘ) ২১০টি
সঠিক উত্তর : ২০০টি
১১. স্মার্ট বাংলাদেশ দিবস কবে?
ক) ১৭ মার্চ
খ) ১৮ অক্টোবর
গ) ২৮ সেপ্টেম্বর
ঘ) ১২ ডিসেম্বর
সঠিক উত্তর : ১২ ডিসেম্বর
১২. দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত?
ক) শ্রীমঙ্গল
খ) সিলেট
গ) পঞ্চগড়
ঘ) বান্দরবান
সঠিক উত্তর : পঞ্চগড়
১৩. বর্তমানে দেশে নিবন্ধনকৃত চা বাগানের সংখ্যা কতটি?
ক) ১৬৮টি
খ) ১৬৯টি
গ) ১৭০টি
ঘ) ১৭১টি
সঠিক উত্তর : ১৬৮টি
১৪. দেশের প্রথম শুল্ক নীতি প্রণয়ন করা হয় কবে?
ক) সেপ্টেম্বর ২০২২
খ) ডিসেম্বর ২০২২
গ) ফেব্রুয়ারি ২০২৩
ঘ) আগস্ট ২০২৩
সঠিক উত্তর : আগস্ট ২০২৩
১৫. আগস্ট ২০২৩ পর্যন্ত BFRI’র বিজ্ঞানীরা বিলুপ্ত কতটি প্রজাতির মাছের প্রজনন ও চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন করেছে?
ক) ৩৪টি
খ) ৩৬টি
গ) ৩৮টি
ঘ) ৩৯টি
সঠিক উত্তর : ৩৯টি
১৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হবে কবে ?
ক) ১৮ সেপ্টেম্বর ২০২৩
খ) ২৮ সেপ্টেম্বর ২০২৩
গ) ১৮ অক্টোবর ২০২৩
ঘ) ২৮ অক্টোবর ২০২৩
সঠিক উত্তর : ২৮ অক্টোবর ২০২৩
১৭. বর্তমানে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির বাংলাদেশ চেয়ার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রফেসরিয়াল ফেলোশিপ) কে?
ক) ড. সোনিয়া নিশাত আমিন
খ) মুনতাসীর মামুন
গ) সিরাজুল ইসলাম
ঘ) চৌধুরী হাশেম খান
সঠিক উত্তর : ড. সোনিয়া নিশাত আমিন
বিদ্যুৎকেন্দ্ৰ
১৮. মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু করা হয় কবে?
ক) ২৫ জুলাই ২০২৩
খ) ২৯ জুলাই ২০২৩
গ) ৩১ জুলাই ২০২৩
ঘ) ১ আগস্ট ২০২৩
সঠিক উত্তর : ২৯ জুলাই ২০২৩
১৯. দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎকেন্দ্রের নাম কী?
ক) তিস্তা সোলার লিমিটেড
খ) টেকনাফ সোলার টেক এনার্জি লিমিটেড
গ) এনারগন মোংলা সোলার পার্ক
ঘ) সুতিয়াখালী সৌর বিদ্যুৎকেন্দ্র
সঠিক উত্তর : তিস্তা সোলার লিমিটেড
২০. দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
ক) টেকনাফ, কক্সবাজার
খ) সুতিয়াখালী, ময়মনসিংহ
গ) মোংলা, বাগেরহাট
ঘ) সুন্দরগঞ্জ, গাইবান্ধা
সঠিক উত্তর : সুন্দরগঞ্জ, গাইবান্ধা
২১. দেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
ক) টেকনাফ, কক্সবাজার
খ) কালীগঞ্জ, লালমনিরহাট
গ) কাপ্তাই, রাঙ্গামাটি
ঘ) সুতিয়াখালী, ময়মনসিংহ
সঠিক উত্তর : কাপ্তাই, রাঙ্গামাটি
আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান
২২. ১৪ আগস্ট ২০২৩ পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন কে?
ক) আরিফ আলভি
খ) নাদিম রাজা
গ) অসিম মুনির
ঘ) আনোয়ারুল হক কাকার
সঠিক উত্তর : আনোয়ারুল হক কাকার
২৩. কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী কে?
ক) স্যাম রেনসি
খ) হুন মানেত
গ) নরোদম সিহামনি
ঘ) হুন সিহানুক
সঠিক উত্তর : হুন মানেত
২৪. থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে?
ক) স্রেথা থাভিসিন
খ) চুয়ান লিকপাই
গ) থাকসিন সিনাওয়াত্রা
ঘ) সোনথি বুনিয়ারাগলিন
সঠিক উত্তর : স্রেথা থাভিসিন
২৫. ১২ আগস্ট ২০২৩ কোন দেশ ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয়?
ক) জর্ডান
খ) যুক্তরাষ্ট্র
গ) ইসরায়েল
ঘ) সৌদি আরব
সঠিক উত্তর : সৌদি আরব
২৬. বৈশ্বিক বায়ুবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক) ভারত
খ) জাপান
গ) চীন
ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর : চীন
২৭. ‘বিবি স্টকহোম’ (Bibby Stockholm) কী?
ক) ভাসমান কারাগার
খ) ছায়াপথ
গ) উপগ্রহ
ঘ) উল্কাপিণ্ড
সঠিক উত্তর : ভাসমান কারাগার
২৮. ২৬ জুলাই ২০২৩ কোন দেশে সামরিক অভ্যুত্থান হয়?
ক) বুরকিনা ফাসো
খ) মালি
গ) নাইজার
ঘ) গিনি
সঠিক উত্তর : নাইজার
সংস্থা-প্রতিষ্ঠান
২৯. ২৫ জুলাই ২০২৩ শ্রীলংকা কততম দেশ হিসেবে CTBT অনুমোদন করে?
ক) ১৭৬তম
খ) ১৭৮তম
গ) ১৭৯তম
ঘ) ১৮১তম
সঠিক উত্তর : ১৭৮তম
৩০. জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার (UNIDO) বর্তমান সদস্য কত?
ক) ১৬৬টি
খ) ১৬৯টি
গ) ১৭০টি
ঘ) ১৭২টি
সঠিক উত্তর : ১৭২টি
৩১. ১৮ আগস্ট ২০২৩ কোন দেশ UNIDO’র ১৭২তম সদস্যপদ লাভ করে?
ক) ফিলিস্তিন
খ) রুয়ান্ডা
গ) দক্ষিণ সুদান
ঘ) নাইজার
সঠিক উত্তর : দক্ষিণ সুদান
৩২. পশ্চিম আফ্রিকার বাণিজ্যিক সংগঠন Economic Community of West African States (ECOWAS) এর সদস্য দেশ কতটি?
ক) ১২টি
খ) ১৩টি
গ) ১৪টি
ঘ) ১৫টি
সঠিক উত্তর : ১৫টি
৩৩. ২৭ জুলাই ২০২৩ ECOSOC’র ৭৯তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক) কোলেন ভিক্সেন কেলাপিলে (বতসোয়ানা)
খ) লাচিজারা স্টোয়েভা (বুলগেরিয়া)
গ) পলা নারভেজ (চিলি)
ঘ) আবদুল্লা শহীদ (মালদ্বীপ)
সঠিক উত্তর : পলা নারভেজ (চিলি)
৩৪. সেপ্টেম্বর ২০২৩ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে?
ক) ডেনিস ফ্রান্সিস
খ) ইমরে হোল্লাই
গ) পিটার থমসন
ঘ) স্যাম কুটেসা
সঠিক উত্তর : ডেনিস ফ্রান্সিস
সম্মেলন
৩৫. ১৮তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক) ৯-১০ সেপ্টেম্বর ২০২৩
খ) ১৫-১৬ অক্টোবর ২০২৩
গ) ৯-১০ নভেম্বর ২০২৩
ঘ) ১৫-১৬ ডিসেম্বর ২০২৩
সঠিক উত্তর : ৯-১০ সেপ্টেম্বর ২০২৩
৩৬. ১৮তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) রোম, ইতালি
খ) সিউল, দক্ষিণ কোরিয়া
গ) ওসাকা, জাপান
ঘ) নয়াদিল্লি, ভারত
সঠিক উত্তর : নয়াদিল্লি, ভারত
৩৭. ২০২৪ সালে ১৯তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) রিও ডি জেনেরিও, ব্রাজিল
খ) রিয়াদ, সৌদি আরব
গ) ডারবান, দক্ষিণ আফ্রিকা
ঘ) প্যারিস, ফ্রান্স
সঠিক উত্তর : রিও ডি জেনেরিও, ব্রাজিল
রিপোর্ট-সমীক্ষা
৩৮. Lloyd’s List’র তথ্য অনুসারে বিশ্বের ব্যস্ততম কনটেইনার বন্দর কোনটি?
ক) সিঙ্গাপুর বন্দর
খ) সাংহাই বন্দর, চীন
গ) বুসান বন্দর, দ. কোরিয়া
ঘ) নিংবো জওশান বন্দর, চীন
সঠিক উত্তর : সাংহাই বন্দর, চীন
৩৯. Lloyd’s List’র তথ্য অনুসারে চট্টগ্রাম বিশ্বের কততম ব্যস্ততম কনটেইনার বন্দর?
ক) ৫৮তম
খ) ৬৭তম
গ) ৭০তম
ঘ) ৭৬তম
সঠিক উত্তর : ৬৭তম
বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা ২০২৩
৪০. রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) চীন
গ) জার্মানি
ঘ) নেদারল্যান্ডস
সঠিক উত্তর : চীন
৪১. আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) জার্মানি
গ) যুক্তরাষ্ট্র
ঘ) জাপান
সঠিক উত্তর : জার্মানি
৪২. তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) ভিয়েতনাম
গ) বাংলাদেশ
ঘ) ভারত
সঠিক উত্তর : চীন
৪৩. একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
ক) ১ম
খ) ২য়
গ) ৩য়
ঘ) ৪র্থ
সঠিক উত্তর : ২য়
৪৪. একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) ভিয়েতনাম
গ) চীন
ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর : যুক্তরাষ্ট্র
৪৫. একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাজ্য
খ) হংকং
গ) ভারত
ঘ) চীন
সঠিক উত্তর : চীন
৪৬. একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) ভিয়েতনাম
গ) চীন
ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর : যুক্তরাষ্ট্র
৪৭. একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম?
ক) ২য়
খ) ৩য়
গ) ৪র্থ
ঘ) ষষ্ঠ
সঠিক উত্তর : ৩য়
ক্রীড়াঙ্গন
৪৮. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডের নতুন অধিনায়ক কে?
ক) লিটন দাস
খ) মুশফিকুর রহিম
গ) তামিম ইকবাল
ঘ) সাকিব আল হাসান
সঠিক উত্তর : সাকিব আল হাসান
৪৯. ২০২৩ সালের নবম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ?
ক) স্পেন
খ) ইংল্যান্ড
গ) সুইডেন
ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর : স্পেন
৫০. ২০২৫ সালে ১৩তম আইসিসি নারী বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
ক) ভারত
খ) বাংলাদেশ
গ) দক্ষিণ আফ্রিকা
ঘ) পাকিস্তান
সঠিক উত্তর : ভারত