চতুর্থ ভারতীয় এবং দশম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ৫০০তম ম্যাচ খেলেন বিরাট কোহলি। এ ম্যাচে সেঞ্চুরিও করেন তিনি । ৫০০তম ম্যাচে কোনো ব্যাটারের রানের তিন অঙ্ক ছোঁয়ার ঘটনা এটাই প্রথম ।
৫০০ ম্যাচে | বিরাট কোহলির রান | ২৫,৫৮২ |
৫০০ ম্যাচে | রিকি পন্টিংয়ের রান | ২৫,০৩৫ |
৫০০ ম্যাচে | শচীন টেন্ডুলকারের রান | ২৪,৮৭৪ |