অসমাপ্ত আত্মজীবনী প্রশ্ন উত্তর | Important 60 Question

Preparation BD
By -
0

অসমাপ্ত আত্মজীবনী প্রশ্ন উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন।

অসমাপ্ত আত্মজীবনী প্রশ্ন উত্তর
অসমাপ্ত আত্মজীবনী
গ্রন্থের নামঅসমাপ্ত আত্মজীবনী
লেখকের নামশেখ মুজিবুর রহমান
গ্রন্থের নামকরণশেখ রেহানা
ভূমিকা লেখেনশেখ হাসিনা
প্রচ্ছদসমর মজুমদার
রচনাকাল ১৯৬৬-১৯৬৯
প্রথম প্রকাশ১৯ জুন ২০১২
প্রকাশকইউপিএল
ইংরেজি সংস্করণUnfinished Memoirs
বিষয়বস্তুর সময়কালজন্মপূর্ব থেকে ১৯৫৫ খ্রি.
বিদেশি ভাষায় অনুবাদ প্রকাশ১৩টি
সর্বশেষ প্রকাশিত অনুবাদকোরিয়ান ভাষায় (১ জুলাই ২০২১)।
পৃষ্ঠা ৩২৯

গ্রন্থ সংক্রান্ত তথ্যাবলি (অসমাপ্ত আত্মজীবনী প্রশ্ন উত্তর)

প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির ভূমিকা লেখেন
উত্তর : শেখ হাসিনা।

প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’তে উল্লিখিত আন্দামান হলাে
উত্তর : ইংরেজ আমলের জেলখানা।

প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’তে উল্লেখ আছে দেশভাগের পর পাকিস্তানের রাজধানী হয়
উত্তর : করাচিতে।

প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের শেষ বাক্য
উত্তর : আমাদের হয়ে গেল।

প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’র প্রথম লাইন
উত্তর : বন্ধুবান্ধবরা বলে জীবনী লেখ।

প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির প্রচ্ছদ শিল্পী
উত্তর : সমর মজুমদার।

প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রথম প্রকাশিত হয়
উত্তর : জুন, ২০১২।

প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাণ্ডুলিপি আকারে পাওয়া যায়
উত্তর : চার খণ্ডে।

প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি সম্পাদনার কাজ করেন
উত্তর : শামসুজ্জামান খান।

প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের ইংরেজি অনুবাদক
উত্তর : প্রফেসর ফকরুল আলম।

প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে পূর্ব বাংলার রাজনীতি চিত্রায়িত হয়েছে
উত্তর : ১৯৫৪ সাল পর্যন্ত।

প্রশ্ন : ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাড়িটির বর্তমান অবস্থান
উত্তর : সড়ক নম্বর ১১, বাড়ি নম্বর ১০।

প্রশ্ন : ৩২ নম্বর সড়কের বাড়িটি শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়
উত্তর : ১৯৮১ সালের ১২ জুন।

প্রশ্ন : বাংলার বাণী’ পত্রিকার সম্পাদক ছিলেন
উত্তর : শেখ ফজলুল হক মণি।

প্রশ্ন : বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখার সময়কাল ছিল
উত্তর : ১৯৬৬-৬৯।

প্রশ্ন : বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থের প্রকাশক
উত্তর : মহিউদ্দিন আহমদ।

প্রশ্ন : বঙ্গবন্ধুর আত্মজীবনী’ গ্রন্থের গ্রন্থস্বত্ব
উত্তর : বঙ্গবন্ধু মেমােরিয়াল ট্রাস্টের।

প্রশ্ন : বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ সর্বপ্রথম অনুবাদ করা হয়
উত্তর : ইংরেজিতে।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মজীবনী লেখা শুরু করেন
উত্তর : ১৯৬৭ সালে।

বঙ্গবন্ধুর ব্যক্তি জীবন সংক্রান্ত তথ্যাবলি

প্রশ্ন : বঙ্গবন্ধুর বাড়িতে
উত্তর : চারটি দালান ছিল।

প্রশ্ন : শেখ বংশের সাথে
উত্তর : রানী রাসমণির লড়াই হয়েছিল।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবের পিতা পেশায়
উত্তর : সেরেস্তাদার ছিলেন।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিব বিবাহ করেন
উত্তর : ১২-১৩ বছর বয়সে।

প্রশ্ন : বঙ্গবন্ধুর স্ত্রীর ডাক নাম ছিল
উত্তর : রেণু।

প্রশ্ন : ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতারের পর সেনাবাহিনী ৩২ নং রােডের বাসায় পুনরায় হানা দেয়
উত্তর : ২৬ শে মার্চ রাতে।

প্রশ্ন : বঙ্গবন্ধুর জন্মের সময় বঙ্গবন্ধুর ইউনিয়ন ছিল ফরিদপুর জেলার
উত্তর : সর্ব দক্ষিণের ইউনিয়ন।

প্রশ্ন : শেখ মুজিবুর রহমানের বাড়ি গােপালগঞ্জ সদর হতে
উত্তর : চৌদ্দ মাইল দূরে।

প্রশ্ন : বঙ্গবন্ধুর প্রথম কারাবাসের স্থায়িত্ব
উত্তর : সাত দিন।

প্রশ্ন : বঙ্গবন্ধু প্রথম কারাবাস করেন
উত্তর : ১৯৩৮ সালে।

প্রশ্ন : বঙ্গবন্ধুর গ্রাম টুঙ্গিপাড়া
উত্তর : বাইগার নদীর তীরে অবস্থিত।

প্রশ্ন : বঙ্গবন্ধুর ইউনিয়নের পাশ দিয়ে
উত্তর : মধুমতি নদী প্রবাহিত হয়েছে।

প্রশ্ন : শেখ বংশের গােড়াপত্তন করেছিলেন
উত্তর : শেখ বােরহানউদ্দিন।

প্রশ্ন : শেখ মুজিবের শিক্ষাজীবন শুরু হয়
উত্তর : এম. ই. স্কুলে।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতার নাম
উত্তর : সায়েরা খাতুন।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেরিবেরি রােগে আক্রান্ত হন
উত্তর : ১৯৩৪ সালে।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বিতীয়বার আক্রান্ত হন
উত্তর : গ্লুকোমা রােগে।

প্রশ্ন : বঙ্গবন্ধু সর্বপ্রথম দেশের বাইরে যান
উত্তর : ১৯৪৩ সালে।

প্রশ্ন : বিবাহের সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের বয়স ছিল
উত্তর : ৩ বছর।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম
উত্তর : ১৯২০ সালে।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম
উত্তর : শেখ লুৎফর রহমান।

প্রশ্ন : বঙ্গবন্ধু প্রথম বিদেশ ভ্রমণ করেন
উত্তর : রেলে।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিব তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে ‘ব্ৰহ্মদেশ’ বলে যে দেশ বুঝিয়েছেন এটির বর্তমান নাম
উত্তর : মায়ানমার।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে
উত্তর : আইন বিষয়ে।

প্রশ্ন : পাকিস্তান সৃষ্টির পর হতে ১৯৪৯ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে যান
উত্তর : ৩ বার।

প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’তে উল্লেখ আছে বঙ্গবন্ধু যে ধরনের গান শুনেছিলেন আজমীর শরীফে
উত্তর : কাওয়ালি গান।

প্রশ্ন : বঙ্গবন্ধু আজমীর শরীফ দেখার পর
উত্তর : আগ্রার উদ্দেশ্যে রওয়ানা করেছিলেন।

প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইতে বঙ্গবন্ধু বিমানকে
উত্তর : হাওয়াই জাহাজ বলেছেন।

প্রশ্ন : বঙ্গবন্ধু তাজমহল দর্শন করেছিলেন
উত্তর : পূর্ণিমা রাতে।

প্রশ্ন : বঙ্গবন্ধুরা
উত্তর : ৬ ভাইবােন ছিল।

প্রশ্ন : বঙ্গবন্ধুর বাড়িতে পৌঁছাতে স্টেশন থেকে
উত্তর : মধুমতী নদী পার হতে হয়।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতায় ইসলামিয়া কলেজে পড়ার সময়
উত্তর : বেকার হােস্টেলে থাকতেন।

প্রশ্ন : ১৯৫২ সালে অনশনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির অর্ডার আসে
উত্তর : রেডিওগ্রামে।

প্রশ্ন : ১৯৫২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব হংকং সফরকালে এটি
উত্তর : যুক্তরাজ্যের অধীনে ছিল।

প্রশ্ন : বঙ্গবন্ধু প্রথম পাকিস্তানের রাজধানী করাচি সফর করেন
উত্তর : ১৯৫২ সালে।

প্রশ্ন : শেখ মুজিবুর রহমান শেরে বাংলা এ কে ফজলুল হককে সম্বােধন করতেন
উত্তর : নানা বলে।

প্রশ্ন : যুক্তফ্রন্টের মন্ত্রীসভায় বয়সে সর্বকনিষ্ঠ ছিলেন
উত্তর : শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন : গােপালগঞ্জ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দূরত্ব
উত্তর : ১৪ মাইল।

প্রশ্ন : বঙ্গবন্ধুর বর্ণনায় তাঁর একমাত্র বাজে খরচ
উত্তর : সিগারেট খাওয়া।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গোপন বিচার করে
উত্তর : মৃত্যুদণ্ড দেওয়া হয়।

প্রশ্ন : স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন : পূর্ব বাংলায় গভর্নর শাসন জারির দিন রেডিও ভাষণে প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ট্যাগ দিয়েছিলেন
উত্তর : দাঙ্গাকারী।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !