বন অধিদপ্তর এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ১১ আগস্ট ২০২৩। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন।
বন অধিদপ্তর এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বাংলা অংশের প্রশ্ন সমাধান
১. ‘ভোজন’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উত্তর : ভুজ + অনট ।
২. ‘পূর্ণেন্দু’ কোন সন্ধি?
উত্তর : স্বরসন্ধি ।
৩. ‘এ দেহে প্রাণ নেই’-বাক্যের দেহে শব্দটিতে কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : অধিকরণে ৭মী।
৪. ‘বন্য” শব্দের চলিত রূপ কোনটি?
উত্তর : বুনো ।
৫. ‘কচুকাটা করা’ বাগধারাটির অর্থ কি?
উত্তর : ধ্বংস করা ।
৬. ‘ভর্ৎসনা’ শব্দের বিপরীতার্থক শব্দ
উত্তর : প্রশংসা ।
৭. ‘রাজ্ঞী’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
উত্তর : রাজ্ + নী ।
৮. ‘ছেলেটি চালাক’-এ বাক্যে ‘চালাক’ কোন জাতীয় বিশেষণ?
উত্তর : গুন বাচক ।
৯. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
উত্তর : ৮টি।
১০. ‘ঐরাবত’ শব্দের প্রতিশব্দ কোনটি?
উত্তর : দ্বিপ ।
১১. উপসর্গ কোনটি?
উত্তর : অতি ।
১২. কোন বানানটি শুদ্ধ?
উত্তর : পাষাণ ।
১৩. মৌলিক শব্দ কোনটি?
উত্তর : গোলাপ ।
১৪. কোনটি তদ্ভব শব্দ?
উত্তর : চাঁদ।
১৫. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কি?
উত্তর : বিটপী ।
১৬. ‘জজ সাহেব’ কোন সমাসের উদাহরণ?
উত্তর : কর্মধারয়।
১৭. নিচের কোনটি অনুসর্গ?
উত্তর : ব্যতীত ।
১৮. ‘দোলনচাপা’ কাব্যের লেখক কে?
উত্তর : কাজী নজরুল ইসলাম।
১৯. ‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসটি কার লেখা?
উত্তর : প্যারীচাঁদ মিত্র।
২০. ‘পদাবলি’ কে লিখেছেন?
উত্তর : রবীন্দ্রনাথ
বন অধিদপ্তর এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ইংরেজি অংশের প্রশ্ন সমাধান
২১. Which spelling is correct ?
উত্তর : Embarrassment
২২. Comparative form of ‘He is as clever as a fox.
উত্তর : A fox is not clever than him!
২৩. The sun— we went out for a walk.
উত্তর : had set and ।
২৪. What is the synonym of the word ‘sticky?
উত্তর : Adhesive
২৫. Which one is common gender ?
উত্তর : Child
২৬. ‘He gave me five books – In this sentence which is the adjective ?
উত্তর : five ।
২৭. Which is the meaning of the idiom – ‘smell a rat’?
উত্তর : suspect something
২৮. Man cannot live alone. The word ‘alone ‘ used here as-
উত্তর : Adverb ।
২৯. They gave me a form and told me to
উত্তর : fill it in I
৩০. Man is—architect of his own fate.
উত্তর : the
৩১. We waited until the plane
উত্তর : took off
৩২. The phrase by and by’ means
উত্তর : Soon
৩৩, Antonym of Apex
উত্তর : Bottom ।
৩৪. I have – headache.
উত্তর : a
৩৫. You— better go now. The missing word in the sentence is
উত্তর : had!
৩৬. Which of the word is plural?
উত্তর : Memoranda
৩৭. The price of daily necessaries increases
উত্তর : by leaps and bounds t
৩৮. He was— to die.
উত্তর : about ।
৩৯. What is the adjective of Village ?
উত্তর : rural ।
৪০. Choose the correct sentence
উত্তর : This is a fact ।
বন অধিদপ্তর এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের গণিত অংশের প্রশ্ন সমাধান
৪১. ৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
উত্তর : ২০%।
৪২. একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১৬ দিন লাগলে, ২৮ জন শ্রমিকের কত দিন লাগবে?
উত্তর : ২০ দিন।
৪৩. a/b= 4, a + 2b = 12 হলে, a এর মান কত?
উত্তর : 8
৪৪. a = 3, b = 2 হলে, (a + b)3 এর মান কত?
উত্তর : 125 ।
৪৫. পিতা ও মাতার বয়সের গড় ৩৬ বছর। পিতা, মাতা ও মেয়ের বয়সের গড় ১৯ বছর হলে মেয়ের বয়স কত?
A) ১৪ বছর
C) ১৬ বছর
B) ১৫ বছর
D) ১৮ বছর
[Note: প্রশ্নটিতে ১৯ এর স্থলে ২৯ বছর হলে সঠিক উত্তর হতো ১৫ বছর
৪৬. একটি কলম ২৭০ টাকায় বিক্রয় করাতে ১০% ক্ষতি হয়, কলমটির ক্রয়মূল্য কত?
উত্তর : ৩০০ টাকা ।
৪৭. a +1/a = 3 হলে, a2 + 1/a2 = কত?
উত্তর : 7
৪৮.
৪৯. ৯০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি
উত্তর : ৯০° ।
৫০. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
A) ৮৭
B) ৬৩
C) ৭২
D) কোনটিই নয়
৫১. কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫ এর বর্গ হবে?
উত্তর : ২৫ ।
৫২. যে চতুর্ভূজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কি বলে?
উত্তর : রম্বস ।
৫৩. ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে?
উত্তর : ৩০ দিনে।
৫৪. a + b = 5 এবং a – b = 3 হলে, ab এর মান কত?
উত্তর : 4 ।
৫৫. কোনো পরীক্ষায় ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করল । উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
উত্তর : ১০%।
বন অধিদপ্তর এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধান
৫৬. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : তাজউদ্দীন আহমেদ ।
৫৭. মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
উত্তর : ২নং সেক্টর।
৫৮. মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘গেরিলা’ এর পরিচালক কে?
উত্তর : নাসির উদ্দীন ইউসুফ ।
৫৯. পার্বত্য চট্টগ্রাম প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভূক্ত ছিল?
উত্তর : হরিকেল।
৬০. বাংলায় দ্বৈতশাসনের প্রবর্তক কে?
উত্তর : লর্ড ক্লাইভ ।
৬১. Zoom কোন দেশের তৈরীকৃত অডিও-ভিডিও যোগাযোগ প্লাটফর্ম?
উত্তর : যুক্তরাষ্ট্র ।
৬২. UN CBD (Convention on Biological Diversity) এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
উত্তর : মন্ট্রিল ।
৬৩. আন্তর্জাতিক বন দিবস কত তারিখে পালন করা হয়?
উত্তর : ২১ মার্চ।
৬৪. কোনটি UNESCO World Heritage Site নয়?
উত্তর : টাঙ্গুয়ার হাওড়।
৬৫. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন তারিখে কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারি হিসাবে ঘোষণা করে?
উত্তর : ১১ মার্চ ২০২০ ।
৬৬. মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
উত্তর : OCR
৬৭. কোনটি কম্পিউটারের সংরক্ষণ Key বাটন?
উত্তর : F12
৬৮. সামাজিক যোগাযোগ মাধ্যম LinkedIn-এর উদ্ভাবক কে?
উত্তর : রেইড হফম্যান ।
৬৯. ‘Bluetooth’ নিচের কোন প্রযুক্তি ব্যবহার করে?
উত্তর : Radio
৭০. সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ উন্নয়ন ও বন সংরক্ষণের কথা বলা হয়েছে?
উত্তর : ১৮(ক)