ডাড স্কলারশিপ

Preparation BD
By -
0

উন্নত এবং বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে জার্মানিকে বলা হয় গবেষণার তীর্থস্থান। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের জন্য রয়েছে জার্মানভিত্তিক ডাড স্কলারশিপ। ১৯২৫ সালে German Academic Exchange Service (DAAD) তাদের কার্যক্রম শুরু করে। এ স্কলারশিপের জন্য সাধারণত ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে। আবেদনে বয়সের সীমাবদ্ধতা নেই ।

সুযোগ-সুবিধা

টিউশন ও পরীক্ষার ফি মওকুফ । মাসিক ভাতা পিএইচডি করার জন্য ১,২০০ ইউরো, স্নাতকোত্তরের জন্য ৯৩৪ ইউরো । বিমান ভাড়া। স্বাস্থ্যবিমা, বাড়ি ভাড়া এবং পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা।

আবেদনের যোগ্যতা

প্রার্থীকে উন্নয়নশীল দেশের হতে হবে। স্নাতকোত্তরের জন্য ন্যূনতম বিএসসি ডিগ্রি। ২ বছরের কাজের অভিজ্ঞতা I IELTS স্কোর ন্যূনতম ৬.৫। সিজিপিএ ন্যূনতম ২.৭৫ । আর পিএইচডি গবেষণার জন্য সিজিপিএ ৩.০০ থাকা বাধ্যতামূলক । জার্মান ভাষার জন্য বি-১ লেভেলের প্রশংসাপত্র প্রয়োজন; যা আবেদনের সময় দেখাতে হয়।

আরো পড়ুন

প্রয়োজনীয় কাগজপত্র

অনলাইন আবেদন ফরম। পাসপোর্ট। ইউরোপাস অনলাইন ফরম্যাটের সিভি। সব একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট ॥ মোটিভেশন লেটার, সাইন ও সিলসহ দুটি রিকমেন্ডেশন লেটার । IELTS স্কোর। কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট। অফার লেটার। পাবলিকেশনের কপি (যদি থাকে) ।

আবেদনের প্রক্রিয়া

  • স্কলারশিপের আওতাভুক্ত কোর্স থেকে পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাছাই করে আবেদন করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের নির্বাচন করবে এবং আপনি যদি নির্বাচিত হন তাহলে তারাই আপনাকে ডাড স্কলারশিপে আবেদন করতে বলবে।
  • এরপর https://www.meindaad.de/en/ লিংকের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে।
Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !