৪৫তম বিসিএস পরীক্ষার বাংলা অংশের সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন।
৪৫তম বিসিএস পরীক্ষার বাংলা অংশের সমাধান
প্রশ্ন : ‘ধ্বনি’ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
উত্তর : ধ্বনি দৃশ্যমান
প্রশ্ন : স্বরান্ত অক্ষরকে কী বলে?
উত্তর : মুক্তাক্ষর
প্রশ্ন : শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
উত্তর : শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
প্রশ্ন : আরবি ‘কলম’ শব্দটি ‘কলমোস শব্দ থেকে এসেছে। ‘কলমোস’ কোন ভাষার শব্দ?
উত্তর : গ্রিক
প্রশ্ন : ‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়’ চিন্তার প্রসূতিও। মন্তব্যটি কোন ভাষা- চিন্তকের?
উত্তর : সুকুমার সেন
প্রশ্ন : সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?
উত্তর : মনোএল-দ্য-আসসুম্পসাঁও
প্রশ্ন : উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?
উত্তর : এ
প্রশ্ন : ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
উত্তর : তামসিক
আরো পড়ুন
- ৪৫তম বিসিএস প্রিলিমিনারি শেষ সময়ের পরামর্শ
- গুরুত্বপূর্ণ পত্রিকার নাম ও সম্পাদক
- বাংলায় নবাবী আমল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
- বিসিএস প্রস্তুতি বাংলা দোভাষী পুঁথি সাহিত্য
- আবু ইসহাক এর উপন্যাস সূর্য-দীঘল বাড়ী
- বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
- ৪৫ তম বিসিএস প্রস্তুতি পর্ব- ০১
- বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি বাংলা ভাষা ও সাহিত্য
- বিসিএস প্রস্তুতির প্রাককথন
- বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
প্রশ্ন : ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!’ -বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
উত্তর : অনন্বয়ী অব্যয়
প্রশ্ন : নিচের কোনটি যৌগিক শব্দ?
উত্তর : মিতালি
প্রশ্ন : ‘সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’ বাক্যটিতে কয়টি ভুল আছে?
উত্তর : ৩টি
প্রশ্ন : কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে?
উত্তর : উপপদ
প্রশ্ন : ‘তোমার নাম কী?’ এখানে কী কোন প্রকারের পদ?
উত্তর : সর্বনাম পদ
প্রশ্ন : ‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
উত্তর : গরল [গরল অর্থ সাপের বিষ]
প্রশ্ন : Rank শব্দের বাংলা পরিভাষা কী?
উত্তর : পদমর্যাদা
প্রশ্ন : চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?
উত্তর : প্রবোধচন্দ্র বাগচী
প্রশ্ন : ‘গীতগোবিন্দ’ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?
উত্তর : লক্ষ্মণ সেনের
প্রশ্ন : কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?
উত্তর : ব্রজবুলি
প্রশ্ন : নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?
উত্তর : সৈয়দ নুরুদ্দিন
প্রশ্ন : কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ?
উত্তর : রসুল বিজয়
প্রশ্ন : “বিদ্যাসাগর ও বাঙালি সমাজ” গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : বিনয় ঘোষ
প্রশ্ন : প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্ন : প্যারীচাঁদ মিত্রের “আলালের ঘরের দুলাল” প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে?
উত্তর : ১৮৫৮ সালে
প্রশ্ন : শচীন, দামিনী ও শ্রীবিলাস রচীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?
উত্তর : চতুরঙ্গ
প্রশ্ন : “তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু”- এই কবিতাংশটির রচয়িতা কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত
প্রশ্ন : মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ?
উত্তর : গো-জীবন
প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?
উত্তর : ১৬ বছর
প্রশ্ন : নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?
উত্তর : ইছামতি
প্রশ্ন : ‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর : রুদ্র-মঙ্গল
প্রশ্ন : ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন – প্রেমিক বলেছেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরকে
প্রশ্ন : ‘আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। – এখানে ‘ওর’ বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?
উত্তর : শেখ কামালকে
প্রশ্ন : আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়?
উত্তর : গাইবান্ধায়
প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ‘অমিত্রাক্ষর ছন্দ’ প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব-রূপায়ণ?
উত্তর : অক্ষরবৃত্ত ছন্দ
প্রশ্ন : “বুক তার বাংলাদেশের হৃদয়” কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর : শামসুর রাহমান
প্রশ্ন : “দুর্দিনের দিনিলিপি” স্মৃতিগ্রন্থটি কার লেখা?
উত্তর : আবুল ফজল