১৯৫৯ সালে যাত্রা শুরু করে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (CSC)। কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য দেওয়া হয় ৮০০টি বৃত্তি (স্নাতকোত্তর, পিএইচডি ও স্প্লিট-সাইট স্টাডি)।
সুযোগ-সুবিধা
- স্নাতকোত্তর বা পিএইচডির সম্পূর্ণ টিউশন ফি বহন করবে কমনওয়েলথ কমিশন ।
- যুক্তরাজ্যে যাওয়া-আসার বিমান টিকিট ।
- লন্ডনের বাইরে থাকলে মাসিক ভাতা ।
- মাসিক ভাতার বাইরেও এককালীন অর্থ।
- ‘স্টাডি ট্রাভেল গ্র্যান্ট’ ও ‘থিসিস গ্র্যান্ট’ হিসেবে অর্থ মিলবে এ বৃত্তি পেলে ৷
আবেদনের যোগ্যতা
- কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক বা শরণার্থী হতে হবে ।
- যুক্তরাজ্যের যেকোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের আবেদন করতে হবে আর আবেদনের জন্য প্রয়োজনীয় সকল যোগ্যতা থাকতে হবে।
- দ্বিতীয় মাস্টার্স করতে চাইলে, কেন দ্বিতীয় মাস্টার্স করতে চাচ্ছেন তার কারণ দর্শাতে হবে।
- আবেদনকারীর কমপক্ষে দ্বিতীয় শ্রেণির (২:১) স্নাতক বা স্নাতকোত্তর থাকতে হবে, যা সিজিপিএ ৩.০-এর সমতুল্য। তবে সিজিপিএ যত বেশি হবে, বৃত্তি পাওয়ার সম্ভাবনা তত বেশি।
- কমনওয়েলথভুক্ত বা নিজ দেশের বাইরে অবস্থানকালে কেউ আবেদন করলে গ্রহণযোগ্য হবেন না ।
- যুক্তরাজ্যে কেউ শিক্ষারত অবস্থায় এ স্কলারশিপের জন্য বিবেচিত হবেন না ।
আবেদনের প্রক্রিয়া
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ওয়েবসাইট থেকে আবেদনের নির্দিষ্ট ফরম পূরণ করে এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর (যদি থাকে) গ্রুপ/বিষয়, পাসের বছর, মোট নম্বর/ জিপিএ/ সিজিপিএ ও প্রাপ্ত নম্বরের শতকরা হার উল্লেখ করে সত্যায়িত সনদ, ট্রান্সক্রিপ্টসহ জমা দিতে হবে । IELTS স্কোর (যদি থাকে) ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে ।
আরো পড়ুন
- ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ
- ৪৫তম বিসিএস প্রিলিমিনারি শেষ সময়ের পরামর্শ
- বিশ্ববিদ্যালয় জীবন : নিজেই নিজের অভিভাবক
- বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক লিখিত পরীক্ষার পরামর্শ
- ভাইভায় ভালাে করার কৌশল
- বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার ভাইভা প্রস্তুতি
- ভালাে সিভি তৈরির কৌশল
- বাংলাদেশ ব্যাংকে ক্যারিয়ার যা জানা জরুরি
ইনফরমেশন পয়েন্ট
আগ্রহী প্রার্থীরা http://www.ugc.gov.bd/ ঠিকানায় স্কলারশিপসংক্রান্ত বিস্তারিত সব তথ্য জানতে পারবেন।