সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ নিয়ে নিচে আলোচনা করা হলো। বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩ ও আন্তর্জাতিক সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩ নিয়ে আলোচনা। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। সাধারণ জ্ঞান এর জন্য এখানে ২০২৩ সালের অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর সহযোগিতা নেওয়া হয়েছে।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে ৫০টি এমসিকিউ
বাংলাদেশ বিষয়াবলী
১. কোন দেশের সহায়তায় ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ উৎক্ষেপণ করা হবে?
ক) যুক্তরাজ্য
খ) ফ্রান্স
গ) যুক্তরাষ্ট্র
ঘ) চীন
উত্তর : ফ্রান্স
২. দেশের নবম ইপিজেড কোথায় স্থাপিত হবে?
ক) গোপালগঞ্জ
খ) গাইবান্ধা
গ) পটুয়াখালী
ঘ) যশোর
উত্তর : পটুয়াখালী
৩. বেসরকারি খাতে দেশের বৃহৎ বিদ্যুৎকেন্দ্র কোনটি?
ক) স্কয়ার পাওয়ার প্ল্যান্ট
খ) ওরিয়ন পাওয়ার প্ল্যান্ট
গ) সামিট পাওয়ার প্ল্যান্ট
ঘ) এসএস পাওয়ার প্ল্যান্ট
উত্তর : এসএস পাওয়ার প্ল্যান্ট
৪. নিম্নের কোন জেলায় চা নিলাম কেন্দ্র রয়েছে?
ক) চট্টগ্রাম
খ) পঞ্চগড়
গ) মৌলভীবাজার
ঘ) ওপরের সবগুলো
উত্তর : ওপরের সবগুলো
৫. সম্প্রতি কোন জেলার চা বাগান প্রথমবারের মতো বাংলাদেশ চা বোর্ডের নিবন্ধন পায়?
ক) খাগড়াছড়ি
খ) বান্দরবান
গ) ঠাকুরগাঁও
ঘ) দিনাজপুর
উত্তর : খাগড়াছড়ি
৬. জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিলের প্রধান কে?
ক) প্রধান বিচারপতি
খ) রাষ্ট্রপতি
গ) প্রধানমন্ত্রী
ঘ) আইনমন্ত্রী
উত্তর : প্রধানমন্ত্রী
৭. জাতীয় সংসদে ‘জাতীয় পরিচয় নিবন্ধন বিল, ২০২৩’ পাস হয় কবে?
ক) ১৩ সেপ্টেম্বর ২০২৩
খ) ১৫ সেপ্টেম্বর ২০২৩
গ) ১৭ সেপ্টেম্বর ২০২৩
ঘ) ১৯ সেপ্টেম্বর ২০২৩
উত্তর : ১৩ সেপ্টেম্বর ২০২৩
৮. জাতীয় সংসদে ‘সাইবার নিরাপত্তা বিল, ২০২৩’ পাস হয় কবে?
ক) ৮ সেপ্টেম্বর ২০২৩
খ) ১১ সেপ্টেম্বর ২০২৩
গ) ১৩ সেপ্টেম্বর ২০২৩
ঘ) ২০ সেপ্টেম্বর ২০২৩
উত্তর : ১৩ সেপ্টেম্বর ২০২৩
৯. দেশের ২৪তম প্রধান বিচারপতি কে?
ক) বিচারপতি ওবায়দুল হাসান
খ) বিচারপতি এম ইনায়েতুর রহিম
গ) বিচারপতি বোরহান উদ্দিন
ঘ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন
উত্তর : বিচারপতি ওবায়দুল হাসান
১০. জাতীয় স্থানীয় সরকার দিবস কবে?
ক) ২৫ ফেব্রুয়ারি
খ) ২৮ সেপ্টেম্বর
গ) ১৪ সেপ্টেম্বর
ঘ) ১৮ অক্টোবর
উত্তর : ২৫ ফেব্রুয়ারি
১১. বাংলাদেশে কপিরাইটের মেয়াদ কত বছর?
ক) ৪৫ বছর
খ) ৫৫ বছর
গ) ৫০ বছর
ঘ) ৬০ বছর
উত্তর : ৬০ বছর
১২. ভূমি উন্নয়ন কর মওকুফ কত বিঘা পর্যন্ত?
ক) ২০ বিঘা
খ) ২৫ বিঘা
গ) ৩০ বিঘা
ঘ) ৩৫ বিঘা
উত্তর : ২৫ বিঘা
১৩. দেশের কোন সরকারি হাসপাতালে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয়?
ক) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল
খ) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
গ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঘ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
উত্তর : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
নদ-নদী [সূত্র : NRCC]
১৪. বর্তমানে দেশে মোট নদীর সংখ্যা কত?
ক) ৯০৭টি
খ) ৯৮০টি
গ) ১,০০৮টি
ঘ) ১,১০২টি
উত্তর : ১,০০৮টি
১৫. দেশের দীর্ঘতম নদী কোনটি?
ক) পদ্মা
খ) মেঘনা
গ) ইছামতি
ঘ) সাঙ্গু
উত্তর : পদ্মা
১৬. দেশের ক্ষুদ্রতম নদী কোনটি?
ক) কলমদানী
খ) ইটবাড়িয়া
গ) গাঙ্গিনা
ঘ) বুড়িগঙ্গা
উত্তর : গাঙ্গিনা
১৭. কোন নদী সর্বাধিক জেলা দিয়ে প্রবাহিত হয়েছে?
ক) ইছামতি
খ) পদ্মা
গ) মেঘনা
ঘ) যমুনা
উত্তর : পদ্মা
১৮. কোন নদী সর্বাধিক উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে?
ক) সাঙ্গু
খ) মেঘনা
গ) পদ্মা
ঘ) ব্ৰহ্মপুত্র
উত্তর : মেঘনা
১৯. সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলার নাম কী?
ক) সুনামগঞ্জ
খ) বরিশাল
গ) চট্টগ্রাম
ঘ) ভোলা
উত্তর : সুনামগঞ্জ
আন্তর্জাতিক বিষয়াবলী
২০. ভারতের প্রথম গভীর সমুদ্রযানের নাম কী?
ক) মৎস্য ৬০০০
খ) আদিত্য-এল ১
গ) সমুদ্রযান ৫০০০
ঘ) নরেন্দ্র মোদি-১
উত্তর : মৎস্য ৬০০০
২১. সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট কে?
ক) তান কিন লিয়ান
খ) থারমান শানমুগারাতনাম
গ) এনজি কোক সং
ঘ) হালিমা ইয়াকুব
উত্তর : থারমান শানমুগারাতনাম
২২. আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে?
ক) ৭ সেপ্টেম্বর
খ) ১০ সেপ্টেম্বর
গ) ৮ সেপ্টেম্বর
ঘ) ১৩ সেপ্টেম্বর
উত্তর : ৭ সেপ্টেম্বর
২৩. বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করছে কোন দেশ?
ক) সংযুক্ত আরব আমিরাত
খ) ইরান
গ) সৌদি আরব
ঘ) কুয়েত
উত্তর : সংযুক্ত আরব আমিরাত
২৪. নিম্নের কোন ড্রোনটি ইরানের তৈরি?
ক) মোহাজের
খ) আরশ
গ) শাহেদ
ঘ) ওপরের সবগুলো
উত্তর : ওপরের সবগুলো
২৫. ভারতের সংবিধান (১২৮তম সংশোধনী) বিল, ২০২৩ অনুযায়ী, লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে নারীদের জন্য কতটি আসন সংরক্ষিত থাকবে?
ক) ১৬৬টি
খ) ১৭৮টি
গ) ১৮১টি
ঘ) ১৮৮টি
উত্তর : ১৮১টি
এই বিভাগ থেকে আরো পড়ুন :
- Current Affairs October 2022 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২২
- সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক এমসিকিউ সাধারণ জ্ঞান
- কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২২ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- প্রফেসর’স কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২২ [পিডিএফ]
- প্রফেসরের কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২২ [পিডিএফ]
- প্রফেসরের কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২২ [পিডিএফ]
- প্রফেসরের কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারী ২০২২ [পিডিএফ]
- Current Affairs August 2022 কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২২
- সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ থেকে ৫০টি এমসিকিউ
- Current Affairs July 2022 কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই ২০২২
২৬. ৫ সেপ্টেম্বর ২০২৩ ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে কোন দ্বীপ রাষ্ট্র দূতাবাস উদ্বোধন করে ?
ক) বাহরাইন
খ) অস্ট্রেলিয়া
গ) পাপুয়া নিউ গিনি
ঘ) ফিজি
উত্তর : পাপুয়া নিউ গিনি
২৭. শব্দের চেয়ে দ্রুতগতির যুদ্ধবিমান ‘এক্স-৫৯’ কোন দেশের তৈরি?
ক) যুক্তরাষ্ট্র
খ) ফ্রান্স
গ) চীন
ঘ) রাশিয়া
উত্তর : যুক্তরাষ্ট্র
২৮. ৩০ আগস্ট ২০২৩ কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে?
ক) মালি
খ) গ্যাবন
গ) নাইজার
ঘ) গিনি
উত্তর : গ্যাবন
গভীর সমুদ্র চুক্তি
২৯. গভীর সমুদ্র চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় কবে?
ক) ৪ মার্চ ২০২৩
খ) ১৯ জুন ২০২৩
গ) ২ সেপ্টেম্বর ২০২৩
ঘ) ২০ সেপ্টেম্বর ২০২৩
উত্তর : ২০ সেপ্টেম্বর ২০২৩
৩০. বাংলাদেশ কবে গভীর সমুদ্র চুক্তি স্বাক্ষর করে?
ক) ৮ সেপ্টেম্বর ২০২৩
খ) ১৪ সেপ্টেম্বর ২০২৩
গ) ৩ ১৮ সেপ্টেম্বর ২০২৩
ঘ) ২০ সেপ্টেম্বর ২০২৩
উত্তর : ২০ সেপ্টেম্বর ২০২৩
সংস্থা-প্রতিষ্ঠান
৩১. ৯ সেপ্টেম্বর ২০২৩ G-20’র ২১তম সদস্যপদ লাভ করে—
ক) আফ্রিকান ইউনিয়ন
খ) আসিয়ান
গ) সার্ক
ঘ) এপেক
উত্তর : আফ্রিকান ইউনিয়ন
৩২. G-20’র বর্তমান সদস্য—
ক) ২০টি
খ) ২১টি
গ) ২২টি
ঘ) ২৩টি
উত্তর : ২১টি
৩৩. নিম্নের কোন আঞ্চলিক সংস্থা G-20’র সদস্য?
ক) ইউরোপীয় ইউনিয়ন
খ) আফ্রিকান ইউনিয়ন
গ) ECOWAS
ঘ) ক + খ
উত্তর : ক + খ
৩৪. আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার (IRENA) বর্তমান সদস্য
ক) ১৬৬টি
খ) ১৬৭টি
গ) ১৬৮টি
ঘ) ১৬৯টি
উত্তর : ১৬৯টি
৩৫. ১৭ আগস্ট ২০২৩ IRENA’র ১৬৯তম সদস্যপদ লাভ করে-
ক) মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
খ) গুয়েতেমালা
গ) হন্ডুরাস
ঘ) পাপুয়া নিউ গিনি
উত্তর : গুয়েতেমালা
৩৬. সেপ্টেম্বর ২০২৩ জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) কততম অধিবেশন শুরু হয়?
ক) ৭৫তম
খ) ৭৬তম
গ) ৭৭তম
ঘ) ৭৮তম
উত্তর : ৭৮তম
সম্মেলন
৩৭. আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক) ১-৩ সেপ্টেম্বর ২০২৩
খ) ৪-৭ সেপ্টেম্বর ২০২৩
গ) ৫-৭ সেপ্টেম্বর ২০২৩
ঘ) ১১-১৩ সেপ্টেম্বর ২০২৩
উত্তর : ৪-৭ সেপ্টেম্বর ২০২৩
৩৮. আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) নমপেন, কম্বোডিয়া
খ) ব্যাংকক, থাইল্যান্ড
গ) হ্যানয়, ভিয়েতনাম
ঘ) জাকার্তা, ইন্দোনেশিয়া
উত্তর : জাকার্তা, ইন্দোনেশিয়া
৩৯. ২০২৪ সালে আসিয়ানের ৪৪তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) লাওস
খ) মালয়েশিয়া
গ) ফিলিপাইন
ঘ) সিঙ্গাপুর
উত্তর : লাওস
রিপোর্ট-সমীক্ষা
৪০. ২০২৩ সালের এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স অনুযায়ী বাংলাদেশের বায়ু দূষণে শীর্ষ জেলা কোনটি ?
ক) গাজীপুর
খ) ঢাকা
গ) নারায়ণগঞ্জ
ঘ) চট্টগ্রাম
উত্তর : গাজীপুর
৪১. ২০২৩ সালের ডিজিটাল জীবনমান সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক) ডেনমার্ক
খ) ফ্রান্স
গ) যুক্তরাষ্ট্র
ঘ) কানাডা
উত্তর : ফ্রান্স
৪২. ২০২৩ সালের ডিজিটাল জীবনমান সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
ক) ভিয়েতনাম
খ) ইয়েমেন
গ) ভেনিজুয়েলা ইরান
ঘ) ইরান
উত্তর : ইয়েমেন
৪৩. ২০২৩ সালের ডিজিটাল জীবনমান সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক) ৫২তম
খ) ৭৭তম
গ) ৮২তম
ঘ) ৯৪তম
উত্তর : ৮২তম
পুরস্কার
৪৪. ২০২৩ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি?
ক) করভি রাকসান্দ
খ) আতিউর রহমান
গ) আনিসুল হক
ঘ) জাহিদ হোসেন
উত্তর : করভি রাকসান্দ
৪৫. বাংলাদেশ থেকে কতজন ব্যক্তি ম্যাগসেসে পুরস্কার লাভ করেছেন?
ক) ১২ জন
খ) ১৩ জন
গ) ১৪ জন
ঘ) ১৫ জন
উত্তর : ১৩ জন
ক্রীড়াঙ্গন
৪৬. ১৬তম এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক) শ্রীলংকা
খ) পাকিস্তান
গ) ভারত
ঘ) বাংলাদেশ
উত্তর : ভারত
৪৭. ১৬তম এশিয়া কাপ ক্রিকেটে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে?
ক) মোহাম্মদ সিরাজ
খ) ম্যাথিসা পাথিরানা
গ) কুলদীপ যাদব
ঘ) বাবর আজম
উত্তর : কুলদীপ যাদব
৪৮. ২০২২-২৩ মৌসুমের উয়েফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় কে?
ক) থিবো কোর্ডোয়া
খ) কেভিন ডি ব্রুইনা
গ) আর্লিং হলান্ড
ঘ) লুকা মদরিচ
উত্তর : আর্লিং হলান্ড
৪৯. US Open 2023-এ পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?
ক) কার্লোস আলকারাজ
খ) নোভাক জোকোভিচ
গ) ইয়ানিক সিনার
ঘ) ক্যামেরন নরি
উত্তর : নোভাক জোকোভিচ
৫০. US Open 2023-এ নারী এককে চ্যাম্পিয়ন কে?
ক) কোকো গফ
খ) অ্যারিনা সারালেঙ্কা
গ) মারিয়া সাকারি
ঘ) জেলিকা পেগুলা
উত্তর : কোকো গফ