সাধারণ জ্ঞান : সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

Preparation BD
By -
0

সাধারণ জ্ঞান : সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইন শা আল্লাহ!

https://youtu.be/-R_ZUspkkKk

সাধারণ জ্ঞান : সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

প্রশ্ন ➤ ‘জবালিয়া’ শরণার্থী শিবির কোথায় অবস্থিত ?
➥ ফিলিস্তিনের গাজায় ।

প্রশ্ন ➤ ‘বিশ্ব খাদ্য দিবস (World Food Day)’ কত তারিখে পালিত হয়?
➥ ১৬ অক্টোবর

প্রশ্ন ➤ ‘রাফা ক্রসিং’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
➥ মিশর-ফিলিস্তিন 1

প্রশ্ন ➤ “ মুজিব : একটি জাতির রূপকার ” চলচিত্রের পরিচালক কে ?
➥ শ্যাম-বেনেগাল, ( ভারত )।

প্রশ্ন ➤ ২০২৪ সালের অস্কারের ৯৬তম আসরে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে অংশ নিবে কোন চলচ্চিত্র?
➥ পায়ের তলায় মাটি নাই (পরিচালক- মোহাম্মদ রাব্বি মৃধা ।

প্রশ্ন ➤ ২০৩০ সালের মধ্যে মোট উৎপন্ন বিদ্যুতের কত শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে?
➥ ৩০ শতাংশ।

প্রশ্ন ➤ FAO এর তথ্যমতে, বিগত ৩০ বছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে খাদ্যশস্য ও পশু উৎপাদনে ক্ষতির পরিমাণ কত?
➥ ৩.৮ ট্রিলিয়ন ডলার।

প্রশ্ন ➤ GPRS এর পূর্ণরূপ-
➥ General Packet Radio Service

প্রশ্ন ➤ আরব – ইসরাইলের ২য় যুদ্ধ হয়েছিল কবে ?
➥ ১৯৬৭ সালে ।

প্রশ্ন ➤ আরবি ‘নাকবা’ শব্দের অর্থ কী?
➥ মহাদুর্যোগ ।

প্রশ্ন ➤ আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
➥ ৭ম

প্রশ্ন ➤ ইসরাইল কত সাল থেকে গাজা উপত্যাকা অবরুদ্ধ করে রেখেছে?
➥ ২০০৭ সাল ।

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

প্রশ্ন ➤ ইসরায়েলকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের পাঠানো প্রথম রণতরীর নাম কী?
➥ উএসএস জেরাল্ড আর ফোর্ড (USS Gerald R. Ford )

প্রশ্ন ➤ কক্সবাজার ও দোহাজারী রেলপথ কবে উদ্বোধন করা হবে?
➥ ১২ নভেম্বর, ২০২৩।

প্রশ্ন ➤ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক জিডিপির কত শতাংশ দুর্যোগের কারণে হ্রাস পেয়েছে?
➥ ৫ শতাংশ।

প্রশ্ন ➤ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন
➥ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

প্রশ্ন ➤ দেশের ২য় “ রামসার সাইট ” কোনটি ?
➥ টাঙ্গুয়ার হাওড় (প্রথম রামসার সাইট সুন্দরবন )।

প্রশ্ন ➤ দেশের কত শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে ?
➥ ২৪% ( ডব্লিউএফপির জরিপ ) ।

প্রশ্ন ➤ নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম
➥ ক্রিস্টোফার লুক্সন (ন্যাশনাল পার্টি)

প্রশ্ন ➤ ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক আরব ভূ-খণ্ড থেকে উচ্ছেদ করার ঘটনা কী নামে পরিচিত?
➥ নাকবা (নাকবা অর্থ বিপর্যয়)।

প্রশ্ন ➤ বর্তমানে দেশে মোট কয়টি নিবন্ধিত চা বাগান রয়েছে?
➥ ১৬৮ টি (সর্বোচ্চ: মৌলভীবাজারে-৯০টি)।

প্রশ্ন ➤ বর্তমানে বাংলাদেশে কত ধরনের ‘সামাজিক সুরক্ষা’ কার্যক্রম চালু আছে?
➥ ১১৩ ধরনের।

প্রশ্ন ➤ বর্তমানে বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কত মেগাওয়াট?
➥ ২৮,১৩৪ মেগাওয়াট (ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ)।

প্রশ্ন ➤ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানা ও ব্যয় অনুযায়ী, দেশে দারিদ্রের হার কত? –
➥ ১৮.৭ শতাংশ ।

প্রশ্ন ➤ বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় – বাজার কোন দেশ ?
➥ যুক্তরাষ্ট্র ( মোট রপ্তানী পণ্যের ১৭% ) ।

প্রশ্ন ➤ বাংলাদেশের কোন সিনেমা সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বুসান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে?
➥ বলী (পরিচালক- ইকবাল হোসাইন চৌধুরী)।

প্রশ্ন ➤ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তথ্যচিত্র ‘ডেটলাইন বাংলাদেশ’ নির্মাণ করেন কে?
➥ গীতা মেহতা (ভারত)।

প্রশ্ন ➤ বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) এক জরিপ অনুযায়ী, বাংলাদেশে প্রতি কত জনের মধ্যে একজন খাদ্য নিরাপত্তাহীনতায় আছেন?
➥ ৪ জন।

প্রশ্ন ➤ বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি কত জনের মধ্যে একজন খাদ্য নিরাপত্তাহীনতায় আছেন?
➥ ৪ জন।

প্রশ্ন ➤ বিশ্ব জ্বালানি তেলের কত শতাংশ উৎপাদিত হয় মধ্যপ্রাচ্যে ?
➥ ৩৬% শতাংশ ।

প্রশ্ন ➤ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে কোন ডেঙ্গু রোগের টিকা-
➥ কিউডেঙ্গা’।

প্রশ্ন ➤ বিশ্বব্যাংকের মতে, চলতি অর্থবছর বৈশ্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধির হার কত শতাংশ হবে ?
➥ ৩ শতাংশ ।

প্রশ্ন ➤ বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষায় সম্মিলিত প্রয়াস রামসার কনে চুক্তি কার্যকর হয় কত সালে?
➥ ১৯৭৫ সালে।

প্রশ্ন ➤ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জাদুঘর কোথায় অবস্থিত?
➥ পুনে, ভারত

প্রশ্ন ➤ বৈধ পথে সেপ্টেম্বর মাসে দেশে কী পরিমাণ প্রবাসী আয় এসেছে?
➥ ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার (গত ৪১ মাসে সর্বনিম্ন)।

প্রশ্ন ➤ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কয়টি অগ্রাধিকার নীতি ঘোষণা করেছে বিশ্বব্যাংক?
➥ ৪টি নীতি।

প্রশ্ন ➤ মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালু করা হবে কবে?
➥ ২৯ অক্টোবর, ২০২৩।

প্রশ্ন ➤ যুক্তরাষ্ট্রের কোন রণতরি ইসরাইলের জন্য ভূমধ্যসাগরে আসছে ?
➥ ইউএসএনএস লারামি ( টি এও – ২০৩ ) ।

প্রশ্ন ➤ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রির নাম কি ?
➥ অ্যান্টনি ব্লিঙ্কেন।

প্রশ্ন ➤ রোবোটিক সার্জারি করার জন্য কোন বাংলাদেশি চিকিৎসক প্রথম ও একমাত্র আন্তর্জাতিক সনদ লাভ করেন?
➥ সরকার কামরুন জাহান (ঝিনুক)

প্রশ্ন ➤ শাহাজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশা করেন কে?
➥ রোহানি রাহারিন (সিঙ্গাপুর)।

প্রশ্ন ➤ ভারতের নতুন সংসদ ভবনের স্থপতির নাম কী?
➥ বিমল প্যাটেল।

প্রশ্ন ➤ ‘সব হাওড়ের মা’ বা ‘মাদার অব ফিশারিজ’ নামে পরিচিত কোনটি ?
➥ টাঙ্গুয়ার হাওর

প্রশ্ন ➤ সময়ের একক নির্ধারণে কোন তেজষ্ক্রিয় পরমানু ব্যবহার করা হয়?
➥ সিজিয়াম।

প্রশ্ন ➤ সম্প্রতি ইসরাইল সরকার সেদেশে কোন আন্তর্জাতিক নিউজ চ্যানেল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে?
➥ আল-জাজিরা।

প্রশ্ন ➤ সরকার কত সালে টাঙ্গুয়ার হাওরকে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ হিসাবে ঘোষণা করে?
➥ ১৯৯৯ সালে ।

প্রশ্ন ➤ সাম্প্রতিক সময়ে আলোচিত ‘অধিকার’ কী ধরণের সংস্থা?
➥ মানবাধিকার সংগঠন

প্রশ্ন ➤ সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?
➥ মিশর

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !