ইউরোপের প্রথম বেসরকারি রকেট উৎক্ষেপণ

Preparation BD
By -
0

ইউরোপে প্রথমবারের মতো সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে রকেট উৎক্ষেপণ করা হয়। ৭ অক্টোবর ২০২৩ স্পেনের বেসরকারি কোম্পানি পিএলডি স্পেস রকেটটি উৎক্ষেপণ করে।

স্পেনের আন্দালুসিয়ার দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটি থেকে ‘মিউরা-১’ নামে রকেটটি উৎক্ষেপণ করা হয়। রকেটটি সকল ‘প্রযুক্তিগত উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হয় ।

এটি ক্যাডিজ উপসাগর থেকে ৪৬ কিমি উপরে উঠে এবং উড্ডয়নের ৫ মিনিট পর এটি আটলান্টিক মহাসাগরে অবতরণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !