১৯ অক্টোবর ২০২৩ দেশের ৩৯ জেলায় ১৫০টি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সড়ক ও জনপথ অধিদপ্তরের (RHD) নির্মাণ করা এসব সেতুর পাশাপাশি বিভিন্ন মহাসড়কে ১৪টি ওভারপাসও রয়েছে।
সেতুগুলোর মোট দৈর্ঘ্য ৯,৪৫৪ মিটার। এর মধ্যে বিভিন্ন মহাসড়কে অবস্থিত জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলী সেতু প্রতিস্থাপন করে নতুন ১৫টি Reinforced Cement Concrete (RCC) সেতু নির্মাণ করা হয়।
উল্লেখ্য, ৭ নভেম্বর ২০২২ দেশের ২৫টি জেলায় ১০০টি সেতু উদ্বোধন করা হয়।
বিভাগওয়ারি সেতু
বিভাগ | সংখ্যা |
ময়মনসিংহ | ৪০ |
ঢাকা | ৩২ |
চট্টগ্রাম | ২৭ |
রাজশাহী | ২২ |
খুলনা | ১২ |
বরিশাল | ৮ |
রংপুর | ৮ |
সিলেট | ১ |