নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৮ দিন বাড়িয়ে ১২০ দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। আর এই ছুটি নারী শ্রমিক নিজের ইচ্ছা অনুযায়ী প্রসবের আগে বা পরে সুবিধামতো সময়ে নিতে পারবেন ।
এমন বিধান রেখে ৯ অক্টোবর ২০২৩ মন্ত্রিসভা বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০২৩-এর খসড়া অনুমোদন করে । বর্তমানে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১৬ সপ্তাহ (১১২ দিন) । এই ছুটি প্রসবের আগে আট সপ্তাহ ও পরে আট সপ্তাহ নেওয়ার বিষয়ে ভাগ করা ছিল।