কৃষিকে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য টেকসই ও নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ১১ অক্টোবর ২০২৩ Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship, and Resilience (PARTNER) প্রকল্প আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এটি কৃষির উন্নয়নে এখন পর্যন্ত নেওয়া সবচেয়ে বড় প্রকল্প । PARTNER প্রকল্পটি পাঁচ বছরে বাস্তবায়ন করা হবে। জুলাই ২০২৩- জুন ২০২৮ সময়সীমায় ৬৪ জেলার ৪৯৫ উপজেলায় এটি বাস্তবায়িত হবে।
প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৭,২১৪ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১,৪৫৪ কোটি টাকা। ১৮ এপ্রিল ২০২৩ একনেক প্রকল্পটি অনুমোদন করে ।