IAEA বোর্ড অব গভর্নরসের সদস্য

Preparation BD
By -
0

২৮ সেপ্টেম্বর ২০২৩ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) বোর্ড অব গভর্নরসের সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। ২০২৩- ২০২৪ মেয়াদে বাংলাদেশসহ ১১টি দেশ দুই বছরের জন্য বোর্ড অব গভর্নরসের সদস্য নির্বাচিত হয়।

এই বোর্ডের মোট সদস্য দেশের সংখ্যা ৩৫। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় IAEA’র ৬৭তম সাধারণ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনের চতুর্থ দিনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংস্থাটির দু’টি নীতিনির্ধারণী কমিটির মধ্যে বোর্ড অব গভর্নরস একটি । এই বোর্ড IAEA’র আর্থিক বিবরণী, কর্মসূচি ও বাজেট পরীক্ষা করে এবং সাধারণ সম্মেলনে সুপারিশ পাঠায়। সাধারণ সম্মেলনের অনুমোদনের ভিত্তিতে IAEA’র মহাপরিচালকও নিয়োগ দেয় বোর্ডটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !