২৮ ডিসেম্বর ২০২২ দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের পর থেকে এর নিরাপত্তা দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP)। ২৪ মে ২০২৩ মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত মেট্রোরেল পুলিশ গঠনের অনুমোদন দেয় সরকার। উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে MRT পুলিশের কার্যালয় নির্ধারণ করা হয়।
এরপর ৯ অক্টোবর ২০২৩ উত্তরা নর্থ, উত্তরা সাউথ এবং উত্তরা সেন্ট্রাল স্টেশনে এবং ১৬ অক্টোবর আগারগাঁও, কাজীপাড়া এবং শেওড়াপাড়া স্টেশনে MRT পুলিশ ট্রায়াল ডেপ্লয়মেন্ট শুরু করে।
২১ অক্টোবর ২০২৩ MRT পুলিশ মেট্রোরেলের নিরাপত্তার সকল দায়িত্ব গ্রহণ করে। ২০২৩ সালের নভেম্বরে আগারগাঁও- মতিঝিল পর্যন্ত উদ্বোধনের পর মেট্রোরেলের এ অংশেরও নিরাপত্তা দেবে MRT পুলিশ।