সাম্প্রতিক সাধারণ জ্ঞান ১৯ অক্টোবর, ২০২৩

Preparation BD
By -
0

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ১৯ অক্টোবর, ২০২৩ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশা আল্লাহ!

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ১৯ অক্টোবর, ২০২৩

প্রশ্ন : বাংলাদেশ কবে ইউনেস্কোর সদস্যপদ লাভ করে?
উত্তর : ১৯ অক্টোবর, ১৯৭২।

প্রশ্ন : ‘পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর’ কোথায় অবস্থিত?
উত্তর : নেপাল ।

প্রশ্ন : ‘রাফাহ্ বর্ডার ক্রসিং’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
উত্তর : ফিলিস্তিনি এবং মিশর।

প্রশ্ন : ‘রেড আর্মি’ কোন দেশের গেরিলা সংগঠন?
উত্তর : জাপান ।

প্রশ্ন : ‘স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩’ দেওয়া হচ্ছে কোন প্রতিষ্ঠানকে?
উত্তর : বাংলাদেশ পুলিশ।

প্রশ্ন : আফ্রিকান ইউনিয়ন (এইউ) এর বর্তমান প্রধান কে?
উত্তর : মুসা ফাকি মাহামাত ।

প্রশ্ন : ১ নিবল (nibble) সমান কত বিট (bit)?
উত্তর : ৪ বিট

প্রশ্ন : OIC এর দাপ্তরিক ভাষা কয়টি?
উত্তর : ৩টি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)

প্রশ্ন : The Belt and Road Initiative (BRI) এর উদ্যোক্তা কোন দেশ?
উত্তর : চীন

প্রশ্ন : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ২য় কিস্তিতে বাংলাদেশ কত কোটি ডলার ঋণ সহায়তা পাবে ?
উত্তর : ৪৭০ কোটি মার্কিন ডলার ।

প্রশ্ন : আল আহলি – আল আরাবি হাসপাতাল কোথায় অবস্থিত ?
উত্তর : ফিলিস্তিনের মধ্য গাজা উপত্যকায় ।

প্রশ্ন : ইসরাইলে হামাসের চালান অভিযানের নাম কী ?
উত্তর : অপারেশন আল- আকসা ফ্লাড (৭ অক্টোবর ২০২৩)।

প্রশ্ন : ইসরাইলের পার্লামেন্টের নাম কী?
উত্তর : নেসেট ( Knesset)।

প্রশ্ন : ইসরায়েলের পাল্টা হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যে নামে-
উত্তর : অপারেশন আয়রন সোর্ডস।

প্রশ্ন : উদ্ভিদের যে সকল অংশ মাটির ওপর থাকে তাদের একত্রে কী –
উত্তর : ১ বিটপ।

প্রশ্ন : এশিয়া মহাদেশে কয়টি সার্বভৌম দেশ আছে?
উত্তর : ৪৯ টি

প্রশ্ন : ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় ছিল কত সালে ?
উত্তর : ২০০৭ বিশ্বকাপে ( স্কোর-ভারত ১৯২)

প্রশ্ন : কবি ফররুখ আহমদের বিখ্যাত কাব্য ‘সাত সাগরের মাঝি’ এর ইংরেজি অনুবাদের নাম কী?
উত্তর : The Sailor of the Seven Seas

প্রশ্ন : গাজা উপত্যকার মোট আয়তন কত?
উত্তর : ৩৬০ বর্গ কিলোমিটার । (উপত্যকাটি ৪১ কি.মি. দীর্ঘ এবং ১০ কিলোমিটার প্রশস্ত বিশিষ্ট অঞ্চল)।

প্রশ্ন : চিলির বর্তমান রাষ্ট্রপতির নাম কী?
উত্তর : গ্যাব্রিয়েল বোরিক।

প্রশ্ন : জাতিসংঘের তথ্যমতে ইসরাইলের হামলায় গাজায় বাস্তচ্যুত মানুষের সংখ্যা কত?
উত্তর : ১০ লক্ষেরও বেশি।

প্রশ্ন : ডিপ্লোপিয়া কাকে বলে ?
উত্তর : কোনো জিনিস দুটি করে দেখাকে চিকিৎসা বিজ্ঞানে ডিপ্লোপিয়া বলে ।

প্রশ্ন : দেশের প্রথম ‘বঙ্গবন্ধু টানেল’ উদ্বোধন করা হবে কবে?
উত্তর : ২৮ অক্টোবর, ২০২৩।

প্রশ্ন : দেশের প্রথম টানেলের নাম কী ?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (উদ্বোধন হবে ২৮ অক্টোবর)

প্রশ্ন : নেগেভ মরুভূমি কোথায় অবস্থিত ?
উত্তর : ফিলিস্তিনে।

প্রশ্ন : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র (৯১.৫ গিগাওয়াট)।

প্রশ্ন : পোখারা বিমানবন্দর কোথায় অবস্থিত ?
উত্তর : নেপালে ।

প্রশ্ন : ‘প্রজেক্ট সিন্ডিকেট’ এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : নিউইয়র্ক।

প্রশ্ন : আফগানিস্তানের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে?
উত্তর : ৬ টি।

প্রশ্ন : ফিলিস্তিনের সর্ববৃহৎ সংবাদ সংস্থার নাম কী?
উত্তর : ওয়াফা ।

প্রশ্ন : বঙ্গবন্ধু টানেল এর দৈর্ঘ্য কত?
উত্তর : ৩.৩২ কিলোমিটার।

প্রশ্ন : ‘বাঙ্গাল’ সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর : কথাসাহিত্যিক জাকির তালুকদার ।

প্রশ্ন : বিশ্ব নদী দিবস কত তারিখে পালিত হয়?
উত্তর : প্রতি বছরের সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনের নাম কী?
উত্তর : ক্যাপিটাল হিল ।

প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন?
উত্তর : ১৯ অক্টোবর, ১৮৮৮।

প্রশ্ন : রাষ্ট্রীয়ভাবে “শেখ রাসেল দিবস’ কবে থেকে পালিত হচ্ছে?
উত্তর : ২০২১ সাল থেকে।

প্রশ্ন : শততম ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেট দল কোন দেশের বিপ জয়লাভ করেছিল?
উত্তর : ভারত

প্রশ্ন : সম্প্রতি আইএমএফ কোন দেশের ঋণ সহায়তা বন্ধ ঘোষণা করেছে ?
উত্তর : শ্রীলঙ্কা (শর্তপূরন না হওয়ায়)।

প্রশ্ন : সম্প্রতি গাজায় মানবিক সহায়তার জন্য কোন নোবেলজয়ী তিন লাখ ডলার সহায়তা দেয়ার ঘোষনা দিয়েছে ?
উত্তর : মালালা ইউসুফজাই (পাকিস্তান) ।

প্রশ্ন : সম্প্রতি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে ডিজিটাল সিগনেচার সংযুক্ত করার জন্য পুলিশকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার দেওয়া হয়?
উত্তর : ‘স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩’ [বিভাগ সাধারণ: সরকারি (শ্রেষ্ঠ প্রতিষ্ঠান)]।

প্রশ্ন : সম্প্রতি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোন ফুটবলার বাংলাদেশ সফর করেছেন ?
উত্তর : রোনালদিনহো

প্রশ্ন : স্মার্ট কার্ডের জনক কে?
উত্তর : রোনাল্ড মোরেনো।

প্রশ্ন : হামাসের সশস্ত্র শাখার নাম কী?
উত্তর : আল-কাসাম ব্রিগেড ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !