সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২২ অক্টোবর, ২০২৩

Preparation BD
By -
0

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২২ অক্টোবর, ২০২৩ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশা আল্লাহ!

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২২ অক্টোবর, ২০২৩

প্রশ্ন : জীবনানন্দ দাশ রচিত ‘মাল্যবান’ ও ‘সুতীর্থ’ কী ধরণের রচনা?
উত্তর : উপন্যাস

প্রশ্ন : ডেঙ্গু শক সিনড্রোমের কারনে মৃত্যু হয়-
উত্তর : ৭৪ শতাংশ।

প্রশ্ন : দেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ক. স্থাপনের জন্য বাংলাদেশ ন্যূনতম পরিশোধিত মূলধন কত?
উত্তর : ১২৫ কোটি টাকা।

প্রশ্ন : দেশে বর্তমানে মোট স্থলবন্দর কতটি ?
উত্তর : ২৪টি।

প্রশ্ন : ‘সিমবেরি’ দ্বীপ কোথায় অবস্থিত ?
উত্তর : পাপুয়া নিউগিনি ।

প্রশ্ন : ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালন করা হয় কবে?
উত্তর : ২২ অক্টোবর।

প্রশ্ন : ‘সিমবেরি’ দ্বীপ কোন দেশে অবস্থিত?
উত্তর : পাপুয়া নিউগিনি ।

প্রশ্ন : ২০২৩ সালে ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’- এর প্রথম বৈঠকের প্রতিপাদ্য কী?
উত্তর : টেকসই উন্নয়নের মাধ্যমে একসঙ্গে শক্তিশালী হওয়া।

প্রশ্ন : ইতিহাস প্রসিদ্ধ ‘সিনাই উপদ্বীপ’ কোথায় অবস্থিত?
উত্তর : মিশর

প্রশ্ন : ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর নাম কী?
উত্তর : ইয়োভ গ্যালান্ত ।

প্রশ্ন : এবছর ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারণ কী ?
উত্তর : ডেঙ্গু শক সিনড্রোম (এই সমস্যায় মৃত্যু প্রায় ৭৪%)।

প্রশ্ন : কত সালে মিশর ও ইসরায়েল শান্তি চুক্তি দ্বারা রাফাহ ক্রসিং স্বীকৃত হয়েছিল?
উত্তর : ১৯৭৯ সালে।

প্রশ্ন : কবি, লেখক ও প্রাবন্ধিক জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেন কবে?
উত্তর : ২২ অক্টোবর, ১৯৫৪।

প্রশ্ন : গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণ করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে সফর করবে ?
উত্তর : ব্রাসেলস, বেলজিয়াম (২৫ ও ২৬ অক্টোবর ) ।

প্রশ্ন : গ্লোবাল গেটওয়ে ফোরামের সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর : ব্রাসেলস, বেলজিয়াম (২৫-২৬ অক্টোবর)।

প্রশ্ন : জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UN University) কোথায় অবস্থিত?
উত্তর : টোকিও, জাপান

প্রশ্ন : জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষ্যে এই বছরের প্রতিপাদ্য
উত্তর : আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি

প্রশ্ন : দেশের প্রথম অত্যাধুনিক সমুদ্র গবেষণা কেন্দ্র নির্মিত হয়েছে কোথায় ?
উত্তর : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন : প্রতি বছর বাংলাদেশে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হয় কত তারিখে?
উত্তর : ২২ অক্টোবর ।

প্রশ্ন : প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা ইইউ এবং ইউরোপীয় কমিশনের কোন অনুষ্ঠানে প্রথম অংশগ্রহণ করতে যাচ্ছে?
উত্তর : গ্লোবাল গেটওয়ে ফোরাম ।

প্রশ্ন : ফিলিস্তিন-ইসরাইল সংঘাত বন্ধে কোন দেশ শান্তি সম্মেলন আয়োজন করেছিল ?
উত্তর : মিশর (যা কায়রো সম্মেলন নামে পরিচিত ) ।

প্রশ্ন : ফিলিস্তিনের গাজা উপত্যকা ও মিশরের মাঝে অবস্থিত একমাত্র পথের নাম কী?
উত্তর : রাফাহ ক্রসিং।

প্রশ্ন : বর্তমানে দেশে প্রচলিত ধারার ব্যাংক কতটি?
উত্তর : ১৬১টি

প্রশ্ন : বাংলা সাহিত্যের কোন কবি ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন?
উত্তর : জীবনানন্দ দাশ (১৯৫৪ সালের ২২ অক্টোবর)

প্রশ্ন : বাংলাদেশে বর্তমানে তফসিল ভুক্ত ব্যাংকের সংখ্যা কতটি?
উত্তর : ১৬১টি।

প্রশ্ন : বাংলাদেশের একমাত্র বাণিজ্যিক ঘোড়ার খামার প্রতিষ্ঠিত হয়েছে কোথায়?
উত্তর : ময়মনসিংহে।

প্রশ্ন : বান্দরবানের ম্রো জনগোষ্ঠীর সংগৃহীত প্রথম লোককাহিনি সংকলনের নাম কী?
উত্তর : ম্রোচ সাংচিয়া সম (লেখক ও গবেষক: ইয়াংঙান মো.

প্রশ্ন : বিশ্বের বিভিন্ন অঞ্চলের স্থানীয় সময় নির্ধারণ করা হয় কীসের ভিত্তিতে?
উত্তর : মূল মধ্যরেখা (১৮৮৪ সালের ২২ অক্টোবর এটি প্রতিষ্ঠা করা হয়

প্রশ্ন : বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক অলাভজনক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৯৫ সালে ।

প্রশ্ন : মিশর ও ইসরায়েল শান্তি চুক্তি দ্বারা রাফাহ ক্রসিং স্বীকৃতি হয়েছিল কতসালে?
উত্তর : ১৯৭৯ সালে।

প্রশ্ন : ম্রো জনগোষ্ঠীর লোককাহিনি নিয়ে লিখিত প্রথম সংকলনের নাম কী ?
উত্তর : ম্রো সাংচিয়া সম। (লেখক-ইয়াংঙান ম্রো)।

প্রশ্ন : রাফাহ ক্রসিং কোথায় অবস্থিত?
উত্তর : মিশর ও গাজা সীমান্তে

প্রশ্ন : শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন কে?
উত্তর : তোফায়েল আহমেদ (২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে)

প্রশ্ন : সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছরের ২২ অক্টোবর কোন দিবস পালিত হয়?
উত্তর : জাতীয় নিরাপদ সড়ক দিবস

প্রশ্ন : সদ্য উন্মোচিত বান্দরবানের ম্রো জনগোষ্ঠীর লোককাহিনি সংকলনের নাম কী?
উত্তর : ম্রোচ সাংচিয়া সম (ম্রো গল্পসমগ্র, ২১ অক্টোবর উন্মোচিত হয়)।

প্রশ্ন : সদ্য উন্মোচিত বান্দরবানের ম্রো জনগোষ্ঠীর লোককাহিনী সংকলনের নাম কী?
উত্তর : ম্রোচ সাংচিয়া সম ।

প্রশ্ন : সম্প্রতি কতটি আর্থিক প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা চালুর জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছে ?
উত্তর : ৫২টি

প্রশ্ন : সম্প্রতি ভারত মহাকাশে যে মনুষ্য নভোযান প্রেরণ করেছে তার নাম কী ?
উত্তর : গগনযান ৷

প্রশ্ন : সম্প্রতি শেষ হওয়া কায়রো শান্তি সম্মেলনে ফিলিস্তিন
উত্তর : ইসরায়েল যুদ্ধে

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !