এসএসসি পরীক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশ থেকে ৩য় অধ্যায় MCQ নিয়ে নিচে আলোচনা করা হলো। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য ভূগোল ও পরিবেশ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, এসএসসি ভূগোল ও পরিবেশ ৩য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- মানচিত্র পঠন ও ব্যবহার।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
এসএসসি ভূগোল ও পরিবেশ ৩য় অধ্যায় mcq
১. ল্যাটিন ‘mappa’ শব্দের অর্থ কী?
ক. মানচিত্র
খ. মৌজা
গ. কাপড়ের টুকরা
ঘ. ছবি
২. ১ ইঞ্চিতে ১ গজ হলে প্রতিভূ অনুপাত কত হবে?
ক. ১ : ১
খ. ১ : ১২
গ. ১ : ৩৬
ঘ. ১ : ১৮
৩. খুব কম সময়ে সহজ উপায়ে ঘরে বসে সারা বিশ্বকে জানা যায় কিসের মাধ্যমে?
ক. রেডিও
খ. মানচিত্র
গ. মোবাইল
ঘ. রেখাচিত্র
৪. ক্যাডাস্ট্রাল শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ল্যাটিন
খ. ফ্রেঞ্চ
গ. রাশিয়ান
ঘ. জার্মান
৫. কোন মানচিত্র ব্যবহার করে সরকার ভূমির মালিক থেকে কর নিয়ে থাকে?
ক. ভূচিত্রাবলি বা এটলাস
খ. দেয়াল
গ. ভূসংস্থানিক
ঘ. ক্যাডাস্ট্রাল বা মৌজা
৬. ১° = কত মিনিট?
ক. ১৬
খ. ১২
গ. ৮
ঘ. ৪
৭. ঢাকার দ্রাঘিমা ৯০° পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা ৪৫° পূর্ব। দুটি স্থানের সময়ের পার্থক্য কত?
ক. ১ ঘণ্টা
খ. ২ ঘণ্টা
গ. ৩ ঘণ্টা
ঘ. ৪ ঘণ্টা
৮. জিআইএস কোন সাল থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়?
ক. ১৯৬৪
খ. ১৯৮০
গ. ১৯৮৮
ঘ. ২০০৬
৯. ঢাকা ও কলম্বোর স্থানীয় সময়ের পার্থক্য কত?
ক. ৪০ মিনিট ৪০ সেকেন্ড
খ. ৪০ মিনিট ৪৪ সেকেন্ড
গ. ৪১ মিনিট ৪০ সেকেন্ড
ঘ. ৪১ মিনিট ৪৪ সেকেন্ড
১০. কাজের উপর ভিত্তি করে মানচিত্রকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১১. পৃথিবী বা কোনো অঞ্চল সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায় কোনটির সাহায্যে?
ক. মৌজা মানচিত্র
খ. টেলিভিশন
গ. মানচিত্র
ঘ. পোস্টার
১২. ‘মানচিত্র’ শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
ক. mappa
খ. mapa
গ. mapan
ঘ. map
১৩. আমাদের গ্রামের মানচিত্রগুলো কোন ধরনের মানচিত্রের উদাহরণ?
ক. ভূসংস্থানিক
খ. মৌজা
গ. দেয়াল
ঘ. ভূচিত্রাবলি
১৪. ভূসংস্থানিক মানচিত্রের আরেক নাম কী?
ক. মৌজা মানচিত্র
খ. স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র
গ. দেওয়াল মানচিত্র
ঘ. ভূচিত্রাবলি মানচিত্র
১৫. বাংলাদেশের মানচিত্রে সাধারণত কোন স্কেলে অনুসরণ করা হয়?
ক. যুক্তরাষ্ট্রের
খ. ব্রিটিশ
গ. ফরাসি
ঘ. স্থানীয়
১৬. ৩৬০° দ্রাঘিমা সমান কত মিনিট?
ক. ১১৪০
খ. ১১৫০
গ. ১৪০০
ঘ. ১৪৪০
১৭. ১৫° দ্রাঘিমান্তরে সময়ের পার্থক্য কত?
ক. ৩০ মিনিট
খ. ১ ঘণ্টা
গ. ২ ঘণ্টা
ঘ. ২ ঘণ্টা ১০ মিনিট
১৮. আকাশের সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে কী বলে?
ক. প্রমাণ সময়
খ. স্থানীয় সময়
গ. মধ্যাহ্নের সময়
ঘ. দিনের সময়
১৯. কানাডায় কতটি প্রমাণ সময় রয়েছে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২০. পৃথিবীর প্রমাণ সময় গণনা করা হয় কোন স্থানের দ্রাঘিমা থেকে?
ক. লন্ডন
খ. গ্রিনিচ
গ. নিউইয়র্ক
ঘ. ওয়াশিংটন
২১. GPS-এর পূর্ণরূপ কী?
ক. General Post System
খ. Global Positioning System
গ. General Positioning System
ঘ. Global Post System
২২. GIS-এর পূর্ণরূপ কী?
ক. Global Information System
খ. Geographical Identity System
গ. Global Information System
ঘ. Geographical Information System
২৩. ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে কী বলে?
ক. GPS
খ. GIS
গ. GMT
ঘ. GTM
২৪. GIS সর্বপ্রথম ব্যবহার শুরু হয় কত সালে?
ক. ১৮৬৪
খ. ১৯৩৪
গ. ১৯৬৪
ঘ. ১৯৭৪
২৫. মনা পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থান জানতে চায়। নিচের কোনটি তার চাহিদা পূরণে সহায়ক?
ক. শিক্ষক
খ. টেলিভিশন
গ. মানচিত্র
ঘ. পড়ার বই
২৬. একটি ড্রয়িং বা রেখাঙ্কন যা ভূপৃষ্ঠের কোনো ছোট বা বৃহৎ অঞ্চলকে উপস্থাপন করে তাকে কী বলে?
ক. রেখাচিত্র
খ. নকশা
গ. মানচিত্র
ঘ. এটলাস
২৭. ইংরেজি ‘map’ শব্দের বাংলা প্রতিশব্দ কী?
ক. নকশা
খ. অঙ্কন
গ. রেখাচিত্র
ঘ. মানচিত্র
২৮. ‘mappa’ শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত?
ক. ইংরেজী
খ. ল্যাটিন
গ. গ্রিক
ঘ. তুর্কি
২৯. মানচিত্রের ইংরেজি শব্দ কোনটি?
ক. Map
খ. Line
গ. Scale
ঘ. Time
৩০. মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়?
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
ঘ. চারটি
৩১. স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৩২. ভূসংস্থানিক মানচিত্রে সাংস্কৃতিক বৈচিত্র্য হিসেবে নিচের কোনটি দেখানো হয়?
ক. মালভূমি
খ. উপত্যকা
গ. উপাসনালয়
ঘ. নদী-হ্রদ
৩৩. মানচিত্রে ব্যবহৃত প্রতীককে আন্তর্জাতিক প্রতীক চিহ্ন বলা হয় কেন?
ক. সহজ বলে
খ. সর্বজনীন বলে
গ. মূল্যবান চিহ্ন বলে
ঘ. জটিল প্রতীক বলে
৩৪. একটি মানচিত্র পাঠ করতে কিসের সাহায্য নিতে হয়?
ক. সূচকের
খ. প্রতীক চিহ্নের
গ. স্কেলের
ঘ. নকশার
৩৫. একটি মানচিত্র তৈরির সময় এতে কী দিতে হয়?
ক. সাংকেতিক চিহ্ন
খ. শিরোনাম
গ. ছক বর্গ
ঘ. ভৌগোলিক ব্যাখ্যা
৩৬. মানচিত্রে দিক না থাকলে উপরের দিককে কোন দিক ধরা হয়?
ক. পূর্ব
খ. পশ্চিম
গ. উত্তর
ঘ. দক্ষিণ
৩৭. মানচিত্রে ব্যবহৃত প্রতীক কী দ্বারা নির্দেশিত হয়?
ক. সূচক
খ. তথ্য
গ. উপাত্ত
ঘ. স্কেল
৩৮. পৃথিবীকে কত ডিগ্রি দ্রাঘিমারেখা দিয়ে ভাগ করা হয়েছে?
ক. ৯০°
খ. ১৮০°
গ. ২৮০°
ঘ. ৩৬০°
৩৯. ৩৬০° দ্রাঘিমারেখাকে কী দ্বারা ভাগ করা হয়েছে?
ক. অক্ষাংশ
খ. স্থানীয় সময়
গ. প্রমাণ সময়
ঘ. মূল মধ্যরেখা
৪০. পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে?
ক. পশ্চিম থেকে পূর্ব
খ. উত্তর থেকে দক্ষিণ
গ. দক্ষিণ থেকে উত্তর
ঘ. পূর্ব থেকে পশ্চিম
৪১. পৃথিবী নিজ অক্ষের উপর ৩৬০° দ্রাঘিমা রেখা ঘুরে আসতে কত সময় লাগে?
ক. ৩৬৫ দিন
খ. ২৪ ঘণ্টা
গ. ১২ ঘণ্টা
ঘ. ৩৬৬ দিন
৪২. প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য কত মিনিট সময় ধরা হয়?
ক. ২
খ. ৪
গ. ৬
ঘ. ৮
৪৪. পৃথিবীর যে অংশ পূর্ব দিকে সেই অংশে সূর্যোদয় কখন হয়?
ক. পরে
খ. মধ্যাহ্নে
গ. আগে
ঘ. অপরাহে
৪৩. কোনো দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ১৫° হলে স্থানীয় সময়ের পার্থক্য কত হবে?
ক. ১ মিনিট
খ. ৪ মিনিট
গ. ১৫ মিনিট
ঘ. ১ ঘণ্টা
৪৫. বাংলাদেশের মধ্য দিয়ে কত ডিগ্রি দ্রাঘিমারেখা অতিক্রম করেছে?
ক. ৩০° পূর্ব
খ. ৬০° পূর্ব
গ. ৯০° পূর্ব
ঘ. ১৮০° পূর্ব
৪৬. গ্রিনিচের সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘণ্টা?
ক. ৬
খ. ৮
গ. ১০
ঘ. ১২
৪৭. গ্রিনিচে যখন মঙ্গলবার দুপুর ২টা তখন ৪৫° পশ্চিম দ্রাঘিমায় স্থানীয় সময় কত?
ক. সকাল ১১টা
খ. দুপুর ১টা
গ. দুপুর ৩টা
ঘ. বিকাল ৫টা
৪৮. ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে কোন দেশের ওপর দিয়ে?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. কানাডা
ঘ. মেক্সিকো
৪৯. কোনো একটি স্থানের গ্লোবালি অবস্থান জানতে গেলে কী উপায়ে সহজে জানা যায়?
ক. GPS
খ. GIS
গ. GMT
ঘ. GNP
৫০. জিপিএস কী দিয়ে ভূ-উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে?
ক. ট্রান্সফরমার
খ. রিসিভার
গ. ব্লুটুথ
ঘ. ড্রোন বিমান