সম্প্রতি বিভিন্ন সরকারি ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার (সাধারণ) এবং অফিসার (ক্যাশ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকে চাকরি প্রার্থীদের প্রস্তুতিকে শাণিত করতে আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আয়োজনের এ সংখ্যায় থাকছে বাংলা ৷
বাংলা সাহিত্য
প্রশ্ন : শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
উত্তর : জলাঙ্গী।
প্রশ্ন : শামসুর রাহমানের একটি উপন্যাস
উত্তর : নিয়ত মন্তাজ।
প্রশ্ন : মতিচূর গ্রন্থের রচয়িতা
উত্তর : রোকেয়া সাখাওয়াত হোসেন।
প্রশ্ন : ‘একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু।’ পঙ্ক্তিটির রচয়িতা
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : একুশের পটভূমিতে মুনীর চৌধুরী রচিত প্রথম বাংলা নাটক
উত্তর : কবর।
প্রশ্ন : ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই, সে মানুষ নহে’ বিখ্যাত উক্তিটি করেন
উত্তর : মীর মশাররফ হোসেন।
প্রশ্ন : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে উপন্যাসে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক তুলে ধরেন
উত্তর : আরণ্যক।
প্রশ্ন : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস
উত্তর : কপালকুণ্ডলা।
প্রশ্ন : বাংলা ভাষায় চলিত রীতিতে লেখা প্রথম গ্ৰন্থ
উত্তর : বীরবলের হালখাতা।
প্রশ্ন : দীনবন্ধু মিত্র রচিত ঢাকা থেকে প্রথম প্রকাশিত
উত্তর : নাটক নীলদর্পণ।
প্রশ্ন : ‘হাসু’ শিশুতোষ গ্রন্থের লেখক
উত্তর : জসীমউদ্দীন।
প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ
উত্তর : রাজবন্দীর জবানবন্দী।
প্রশ্ন : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যঙ্গাত্মক রচনা
উত্তর : ব্রজবিলাস।
প্রশ্ন : “বিদীর্ণ দর্পণে মুখ’ কাব্যগ্রন্থের কবি
উত্তর : আহসান হাবীব।
প্রশ্ন : ‘মিলির হাতে স্টেনগান’ ছোট গল্পটির লেখক
উত্তর : আখতারুজ্জামান ইলিয়াস।
প্রশ্ন : সিকান্দার আবু জাফরের ঐতিহাসিক নাটক
উত্তর : সিরাজউদ্দৌলা।
প্রশ্ন : ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’ বিখ্যাত পঙ্ক্তিটির রচয়িতা
উত্তর : সুকান্ত ভট্টাচার্য।
প্রশ্ন : ‘সাঁঝের মায়া’ গ্রন্থটির রচয়িতা
উত্তর : সুফিয়া কামাল।
প্রশ্ন : বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয়
উত্তর : উনিশ শতকে।
প্রশ্ন : ডাক ও খনার বচনের একটি বিশেষ বৈশিষ্ট্য
উত্তর : ভণিতার উপস্থিতি।
প্রশ্ন : কৃষিভিত্তিক ছড়া
উত্তর : খনার বচন।
প্রশ্ন : বৈষ্ণব পদাবলির উল্লেখযোগ্য কবি
উত্তর : জ্ঞানদাস।
প্রশ্ন : বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝায়
উত্তর : ১২০১-১৩৫০ পর্যন্ত সময়কালকে।
প্রশ্ন : মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন
উত্তর : শ্রীকৃষ্ণকীর্তন।
প্রশ্ন : বৈষ্ণব পদাবলির অধিকাংশ পদ রচিত হয়
উত্তর : ব্রজবুলি ভাষায় ৷
প্রশ্ন : “কড়চা” শব্দ দ্বারা বোঝায়
উত্তর : সংক্ষিপ্ত দিনপঞ্জি বা রোজনামচা।
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি
উত্তর : শাহ মুহম্মদ সগীর।
প্রশ্ন : আলাওল হিন্দিকাব্য ‘পদুমাবৎ’ অবলম্বনে রচনা করেন
উত্তর : পদ্মাবতী।
প্রশ্ন : কবি কঙ্ক রচিত ‘বিদ্যাসুন্দর’ একটি
উত্তর : মৈমনসিংহ গীতিকা
প্রশ্ন : বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি
উত্তর : প্রবচন, ছড়া ও ধাঁধা।
প্রশ্ন : পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক
উত্তর : ফকির গরীবুল্লাহ্।
প্রশ্ন : জয়দেব রচিত ‘গীতগোবিন্দ’ যে ভাষার
উত্তর : সংস্কৃত।
প্রশ্ন : বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন
উত্তর : রাজা রামমোহন রায়।
প্রশ্ন : বুদ্ধদেব বসু সম্পাদিত বিখ্যাত পত্রিকা
উত্তর : কবিতা।
প্রশ্ন : বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তক
উত্তর : প্রমথ চৌধুরী।
প্রশ্ন : প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকার সময়কাল
উত্তর : ১৯১৪ সাল।
প্রশ্ন : ‘কাশবনের কন্যা’ যে জাতীয় রচনা
উত্তর : উপন্যাস।
প্রশ্ন : মমতাজউদ্দীন আহমদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক
উত্তর : কী চাহ শঙ্খচিল।
প্রশ্ন : ট্র্যাডেজি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য
উত্তর : জীবানুভূতির গভীরতায়।
প্রশ্ন : ‘অবিশ্বাস্য’ উপন্যাসটির রচয়িতা
উত্তর : সৈয়দ মুজতবা আলী।
প্রশ্ন : আসাদ চৌধুরীর কাব্যগ্রন্থ
উত্তর : বিত্ত নাই বেসাতি নাই।
প্রশ্ন : সামাজিক ছোটগল্প ‘পোস্টমাস্টার’ এর লেখক
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : শান্তিপুরের কবি মোজাম্মেল হকের পত্রিকা
উত্তর : মোসলেম ভারত।
প্রশ্ন : ‘কল্পতরু’ বাংলা সাহিত্যের
উত্তর : প্রথম ব্যঙ্গ উপন্যাস।
প্রশ্ন : প্রাচীন যুগের কবি
উত্তর : জয়নন্দী বা জয়নন্দীপা
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম ইতিহাসগ্রন্থ
উত্তর : বঙ্গভাষা ও সাহিত্য।
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির
উত্তর : চন্দ্রাবতী।
প্রশ্ন : ‘কালপুরুষ’ যে লেখকের ছদ্মনাম
উত্তর : জীবনানন্দ দাশ।
প্রশ্ন : ‘ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু’ গানটির রচয়িতা
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র
উত্তর : ইন্দ্রনাথ (শ্রীকান্ত)।
প্রশ্ন : মহাকাব্য ২ ভাগে বিভক্ত
উত্তর : জাত মহাকাব্য এবং সাহিত্যিক বা অনুকৃত মহাকাব্য।
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম আধুনিক বা বিদ্রোহী কবি
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন : ‘গাঙ্গের পাড়’ গানের সংকলনটির রচয়িতা
উত্তর : জসীমউদ্দীন।
প্রশ্ন : রাজশেখর বসুর ছোট গল্প
উত্তর : গড্ডলিকা।
প্রশ্ন : অবক্ষয় যুগের কবি হলেন
উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত।
প্রশ্ন : ‘মৈথিলি কোকিল’ নামে খ্যাত
উত্তর : বিদ্যাপতি।
বাংলা ব্যাকরণ
ধ্বনি
- ভাষার মূল উপাদান ও ক্ষুদ্রতম একক— ধ্বনি।
- বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা— ২৫টি।
- ‘আ’ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি — বিবৃত।
- বাংলা ভাষায় অর্ধ্বস্বরধ্বনি— ৪টি (ই, উ, এ, ও)।
- যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে বলা হয়— ঘোষ ধ্বনি।
- ‘ল’ ও ‘স’ বর্ণ ২টির উচ্চারণ স্থান— অগ্রদন্তমূল।
ধ্বনি পরিবর্তন
- পোত > পোক্ত— অন্ত্যস্বরাগম
- তৎ + হিত > তদ্ধিত— সমীভবন
- লাফ > ফাল— ধ্বনি বিপর্যয়
- চারি > চাইর— অপিনিহিতি
- গ্রাম > গেরাম— বিপ্রকর্ষ
- মুলা > মুলো— স্বরসঙ্গতি
- ধাইমা > দাইমা— ব্যঞ্জনবিকৃতি
- মাছুয়া > মেছো— অভিশ্রুতি।
সমাস
- অন্তর্গত অপ যাহার— অন্তরীপ = নিপাতনে বহুব্রীহি
- ন কৃতজ্ঞ— অকৃতজ্ঞ = নঞ তৎপুরুষ
- উড়ে যে জাহাজ— উড়োজাহাজ = কর্মধারয়
- কলাকে বেচা– কলাবেচা = দ্বিতীয়া তৎপুরুষ
- মিলের অভাব— গরমিল = অব্যয়ীভাব সমাস
- মুখ চন্দ্রের ন্যায়— চন্দ্রমুখ = উপমিত কর্মধারয়
- বি (বিগত) হয়েছে পত্মী যার বিপত্নীক = বহুব্রীহি
- মায়ে ও ঝিয়ে মায়েঝিয়ে = অলুক দ্বন্দ্ব
- যিনি রাজা তিনিই ঋষি রাজর্ষি = কর্মধারয়।
শুদ্ধ বানান
অসূর্যম্পশ্যা, ইতোমধ্যে, ইতঃপূর্বে, উদীচী, ঐকতান, গষ, তিতিক্ষা, ন্যূনাধিক, পাণিনি, প্রাতরাশ, বয়ঃসন্ধি, ভবিষ্যদ্বাণী, মাতৃস্বসা, মুহুর্মুহু, রূপায়ণ, শশিভূষণ, স্নেহাস্পদ, সুষুপ্ত, সমভিব্যাহারে, স্বাচ্ছন্দ্য।
বাগধারা
- অগস্ত্য যাত্রা— শেষ প্রস্থান
- অজগরবৃত্তি— আলসেমি
- আঠারো মাসে বছর— দীর্ঘসূত্রিতা
- আমড়াগাছি — চাটুকারিতা
- ওজন বুঝে চলা— আত্মমর্যাদা
- কচু বনের কালা চাঁদ— অপদার্থ
- কানু ছাড়া গীত নাই— একমাত্র অবলম্বন
- গাছপাথর— হিসাবনিকাশ
- চোখে সরষে ফুল দেখা— হতবুদ্ধি
- ঢাকের বায়া— অকেজো
- মন না মতি— অস্থির মানব মন।
প্ৰত্যয়
- বচ্ + ক্ত— উক্তি = কৃৎ প্রত্যয়
- গাছ + উয়া – গাছুয়া >গেছো— গেছো = তদ্ধিত প্রত্যয়
- ঝল্ +অক— ঝলক = কৃৎ প্রত্যয়
- ঢাকা + আই— ঢাকাই= তদ্ধিত প্রত্যয়
- প্রচুর + য— প্রাচুর্য = তদ্ধিত প্রত্যয়
- বৃত্ + ইষ্ণু— বর্ধিষ্ণু = কৃৎ প্রত্যয়
- বেদ + ষ্ণ্য— বৈদ্য = তদ্ধিত প্রত্যয়
- শিশু + ষ্ণ—শৈশব= তদ্ধিত প্রত্যয়
- সর্বজন + ঈন= সর্বজনীন তদ্ধিত প্রত্যয়
- সৃ+ য – সূর্য = কৃৎ প্রত্যয়।
এককথায় প্রকাশ
- অব্যক্ত মধুর ধ্বনি- কলতান
- অনুকরণ করার ইচ্ছা— অনুচিকীর্ষা
- অন্য ভাষায় রূপান্তর— অনুবাদ
- আয় অনুসারে ব্যয় করে যে— মিতব্যয়ী
- ঈষৎ রক্তবর্ণ— আরক্ত
- ঘাম ঝরে পড়ছে এমন— গলদঘর্ম
- ত্বরায় গমন করে যে— তুরঙ্গম
- নতুন অন্নের উৎসব— নবান্ন
- বহুল প্রচলিত উক্তি – প্রবচন
- মধু পান করে যে— মধুকর/মধুপ
- যা পূর্বে ছিল এখন নেই— ভূতপূর্ব
- যিনি অনেক দেখেছেন— ভূয়োদশী
- রাতের শিশির—শবনম।
বিপরীতার্থক শব্দ
- অর্বাচীন— প্রাচীন
- ঈশান— নৈঋত
- ঊষা – সন্ধ্যা
- খাতক মহাজন
- ঘোলা— ফর্সা
- তাপ— শৈত্য
- তস্কর— সাধু
- প্রত্যপর্ণ— গ্রহণ
- যৌবন বার্ধক্য
- সিংহদার— খিড়কি।
বিভিন্ন ভাষার শব্দ
- আরবি : কানুন, কিতাব, মহকুমা, জরিপ, জরিমানা, মসজিদ, মুসলিম
- ফারসি : ফরমান, বাদশাহ, বাহাদুর, নামাজ, খোদা, দোজখ, জখম
- পর্তুগিজ : আলপিন, আলমারি, পাদরি, জানালা
- তুর্কি : উর্দি, কুলি, বাবা, বেগম, লাশ, চাকর, চাকু
- ফরাসি : কার্তুজ, ডিপো, রেনেসাঁস; সিনেমা
- ইতালিয়ান : ম্যালেরিয়া, ম্যানেজার, ম্যাজেন্টা, ফ্যাসিস্ট, সনেট।
কারক ও বিভক্তি
- অর্থ অনর্থ ঘটায়— কর্তায় শূন্য
- কাননে কুসুমকলি সকলি ফুটিল— অধিকরণে সপ্তমী
- গুণহীনে ত্যাগ কর— কর্মে সপ্তমী
- তিলে তৈল হয়— অপাদানে সপ্তমী
- দীনে দয়া কর— সম্প্রদানে সপ্তমী
- নতুন ধান্যে হবে নবান্ন করণে সপ্তমী
- ফুলের গন্ধে ঘুম আসে না— সম্বন্ধে ষষ্ঠী
- ভূতকে আবার কিসের ভয়? অপাদানে দ্বিতীয়া।
পারিভাষিক শব্দ
- Adaptation— অভিযোজন
- Allowance — ভাতা
- Brochure — পুস্তিকা
- Forfeit — বাজেয়াপ্ত করা
- Deed— দলিল
- Gratuity— আনুতোষিক
- Justice— বিচারপতি
- Monopoly— একচেটিয়া ব্যবসা
- Posthumous — মরণোত্তর
- Sabotage – অন্তর্ঘাত
- Solidarity— সংহতি।
সমার্থক শব্দ
- কাক : বায়স, পরভৃতৎ, বৃক, বলিভুক
- বিদ্যুৎ : বিজলি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী
- সূর্য : অর্ক, তপন, সবিতা, আফতাব, আদিত্য
- মেঘ : বারিদ, জলধর, জীমূত, বলাহক।
আরো পড়ুন :
অনুচ্ছেদ রচনা | |
আন্তর্জাতিক বিষয়াবলী | |
ইংরেজি ভাষা ও সাহিত্য | |
ইসলাম ধর্ম | |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | |
এইচএসসি | |
এসএসসি | |
ওয়েব ডিজাইন | |
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি | |
কারেন্ট অ্যাফেয়ার্স | |
গ্রন্থ-সমালোচনা | |
চাকরি-বাকরি | |
জীবনযাপন | |
জীববিজ্ঞান | |
জেলা পরিচিতি | |
টিপস | |
দেশ পরিচিতি | |
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি | |
নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন | |
পদার্থ বিজ্ঞান | |
পিডিএফ ডাউনলোড | |
পৌরনীতি ও নাগরিকতা | |
প্রতিষ্ঠান পরিচিতি | |
প্রবন্ধ আলোচনা | |
প্রশ্ন সমাধান | |
ফিন্যান্স ও ব্যাংকিং | |
বাংলা ভাষা ও সাহিত্য | |
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি | |
বাংলা রচনা সম্ভার | |
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | |
বাংলাদেশ বিষয়াবলী | |
বিসিএস প্রস্তুতি | |
ভাইভা প্রস্তুতি | |
ভাবসম্প্রসারণ | |
ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা | |
লেখক পরিচিতি | |
সাধারণ জ্ঞান | |
সাধারন বিজ্ঞান | |
সামাজিক বিজ্ঞান | |
স্বাস্থ্য টিপস |