শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফাইনাল মডেল টেস্ট

Preparation BD
By -
0


শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফাইনাল মডেল টেস্ট নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। উত্তরগুলো নিচের পিডিএফ থেকে মিলিয়ে নিন।

https://youtu.be/g8ngXLhyQuc?si=OAmtax8YI0q4b1RL

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফাইনাল মডেল টেস্ট

১. “মৈমনসিংহ গীতিকা’ সংগ্রহ করেন—
ক) দক্ষিণারঞ্জন মিত্র
খ) অচিন্ত্যকুমার সেনগুপ্ত
গ) চন্দ্রকুমার দে
ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

২. ‘রূপসী বাংলা’ গ্রন্থটি কে রচনা করেন?
ক) এয়াকুব আলী চৌধুরী
খ) জীবনানন্দ দাশ
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) কাজী নজরুল ইসলাম

৩. বাংলা ভাষার মূল উৎস কোনটি?
ক) কানাড়ি ভাষা
খ) হিন্দি ভাষা
গ) বৈদিক ভাষা
ঘ) প্ৰাকৃত ভাষা

৪. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
ক) বর্ণ
খ) পদ
গ) অক্ষর
ঘ) ধ্বনি

৫. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) প্যারীচাঁদ মিত্র
গ) প্রমথ চৌধুরী
ঘ) প্রমথনাথ বসু

৬. কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
ক) ঈ
খ) অ
গ) উ
ঘ) ঐ

৭. ‘পতাকা’-এর সমার্থক শব্দ কোনটি?
ক) কেতন
খ) মার্গ
গ) নলিন
ঘ) ভাজন

৮. যা কষ্টে লাভ করা যায় –
ক) অলভ্য
খ) দুর্লভ
গ) দুর্জয়
ঘ) কষ্টসাধ্য

৯. ‘পার হইয়া-এর চলিতরূপ কোনটি?
ক) পেরিয়ে
খ) পার হয়ে
গ) পার হইয়ে
ঘ) পারিয়া

১০. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না-এর উদাহরণ কোনটি?
ক) রতন
খ) আপন
গ) অগ্রনায়ক
ঘ) অনুষ্ঠান

১১. ‘শিয়ালের যুক্তি” বাগধারাটির অর্থ কী?
ক) পাণ্ডিত্যকথা
খ) অকেজো যুক্তি
গ) দীর্ঘ প্রত্যাশা
ঘ) গুরুতর যুক্তি

১২. ‘উত্তীর্ণ’-এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক) উৎ + তীর্ণ
খ) উদ্ + তীর্ণ
গ) উত + তীর্ণ
ঘ) কোনোটিই নয়

১৩. প্রমথ চৌধুরী সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম কী?
ক) ভারতী
খ) সাধনা
গ) বঙ্গদর্শন
ঘ) সবুজপত্র

১৪. নিচের কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ?
ক) মিতালি
খ) ডাকাতি
গ) জ্যাঠামি
ঘ) কোনোটিই নয়

১৫. ‘লাফিয়ে চলে যে’ এর এককথায় প্রকাশ—
ক) উরগ
খ) তুরগ
গ) প্লবগ
ঘ) বিহগ

১৬. নিচের কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?
ক) মনমাঝি
খ) পুরুষসিংহ
গ) ক্রোধানল
ঘ) শঙ্খধবল

১৭. নিচের কে মধ্যযুগের কবি নন?
ক) মুকুন্দরাম চক্রবর্তী
খ) জয়নন্দী
গ) চণ্ডীদাস
ঘ) কানা হরিদত্ত

১৮. নিচের কোনটি ব্যঞ্জনসন্ধির নিয়মে হয়েছে?
ক) রমেশ
খ) ণিজন্ত
গ) মনোযোগ
ঘ) বিদ্যালয়

১৯. ‘নীলিমা’ শব্দটি গঠিত হয়েছে—
ক) সন্ধিযোগে
খ) সমাসযোগে
গ) প্রত্যয়যোগে
ঘ) উপসর্গযোগে

২০. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক) কালো বরফ
খ) রাইফেল রোটি আওরাত
গ) আরেক ফাল্গুন
ঘ) অগ্নিসাক্ষী

২১. ঘোষীভবনের উদাহরণ কোনটি?
ক) শাক > শাগ
খ) পুকুর > পুখুর
গ) কাঠ > কাট
ঘ) বাবু> বাপু

২২. ‘ষ্ণ’ যুক্তব্যঞ্জনে কী কী বর্ণ আছে?
ক) ষ্+ণ
খ) ষ্+ন
গ) ষ্+ঞ
ঘ) ষ+ণ

২৩. ভাষা-আন্দোলনভিত্তিক নাটক কোনটি?
ক) কোকিলারা
খ) বর্ণচোরা
গ) বিবাহ
ঘ) ওরা কদম আলী

২৪. কোন ছন্দে মুক্তাক্ষর ও বদ্ধাক্ষরকে একমাত্রা গণনা করা হয়?
ক) স্বরবৃত্ত
খ) অক্ষরবৃত্ত
গ) অমিত্রাক্ষর
ঘ) মাত্রাবৃত্ত

২৫. ‘মুসলিম সাহিত্য-সমাজ’-এর লেখক নন—
ক) শেখ আবদুর রহিম
খ) কাজী আবদুল ওদুদ
গ) আবুল হুসেন
ঘ) কাজী মোতাহার হোসেন

২৬. He had a …… headache.
ক) serious
খ) bad
গ) strong
ঘ) acute

২৭. If you read, you will learn. The sentence is a
ক) compound
খ) simple
গ) negative
ঘ) complex

২৮. Asynonym for ‘synergy is–
ক) autonomy
খ) alliance
গ) antagonism
ঘ) conflict

২৯. Who is the author of ‘A Farewell to Arms ?
ক) John Milton
খ) W. B. Yeats
গ) Ernest Hemingway
ঘ) T. S. Eliot

৩০. The correct spelling is
ক) Perceve
খ) Percive
গ) Perceive
ঘ) Precieve

৩১. A drowning man for catches….. a straw.
ক) To
খ) for
গ) on
ঘ) at

৩২. I will write down the phone number …. I forget.
ক) in case
খ) unless
গ) if
ঘ) ever though

৩৩. ….. you hear the President’s speech?
ক) Have
খ) Has
গ) Had
ঘ) Did

৩৪. What is the synonym of ‘Competent?
ক) Circumspect
খ) Capable
গ) Discrete
ঘ) Prudent

৩৫. Smoking- -our health.
ক) effect
খ) affect
গ) affects
ঘ) affecting

৩৬. Put the correct article. He is …. university student.
ক) an
খ) a
গ) the
ঘ) that

৩৭. The word ‘sibling’ means-
ক) a brother
খ) a son
গ) a brother or sister
ঘ) a son or daughter

৩৮. Who, which, what are……
ক) Demonstrative pronoun
খ) Relative pronoun
গ) Reflexive pronoun
ঘ) Indefinite pronoun

৩৯. Justice delayed is justice denied’ was stated by-
ক) Disraeli
খ) Gladstone
গ) Shakespeare
ঘ) Emerson

৪০. ‘Once in a blue moon’ means-
ক) always
খ) nearly
গ) very rarely
ঘ) hourly

৪১. ……….. your help, I could not overcome the problem.
ক) For
খ) Instead of
গ) But for
ঘ) In case of

৪২. Which gender is the word ‘orphan’?
ক) Feminine
খ) Masculine
গ) Neuter
ঘ) Common

৪৩. The antonym of ‘repulse”?
ক) reside
খ) attract
গ) emphasize
ঘ) impulse

৪৪. ‘সে আমার মনের মতো লোক – Translate into English
ক) He is a man of my mind.
খ) He is a man after my heart.
গ) He is man like my mind.
ঘ) He is a man whom I like.

৪৫. Karim died ….. overeating.
ক) by
খ) for
গ) from
ঘ) due to

৪৬. Which one is plural?
ক) Scissors
খ) News
গ) Ethics
ঘ) Physics

৪৭. Which one is feminine gender?
ক) Duck
খ) Drake
গ) Hunter
ঘ) Fox

৪৮. Past participle of ‘Hang’ is ……
ক) Hanged
খ) Hanging
গ) Hane
ঘ) Hunged

৪৯. The idiom ‘Break a leg expresses-
ক) Curiosity
খ) Sorrow
গ) Agony
ঘ) Good wishes

৫০. Please come in. Here ‘in’ is ………
ক) Verb
খ) Adverb
গ) Preposition
ঘ) None of these

৫১. নিচের কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
ক) ৩৩/৫০
খ) ৮/১১
গ) ৩/৫
ঘ) ১৩/২৭

৫২. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?
ক) ৫০০ মিটার
খ) ৪০০ মিটার
গ) ২০০ মিটার
ঘ) ৩০০ মিটার

৫৩. পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২ এবং ৫ বছর পর তাদের বয়সের অনুপাত ৮ : ৩ হবে। তাদের উভয়ের বর্তমান বয়সের সমষ্টি কত বছর?
ক) ৩০
খ) ৩৫
গ) ৪০
ঘ) ৪৫

৫৪. শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকা ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
ক) ১০%
খ) ১৫%
গ) ২০%
ঘ) ৫%

৫৫. একটি বৃত্তের ব্যাসার্ধ ২০% কমালে ক্ষেত্রফল শতকরা কত কমবে?
ক) ১০%
খ) ২০%
গ) ৩৬%
ঘ) ৪০%

৫৬. (√৬৪) এর মান কত?
ক) ৫১২
খ) ১৬
গ) ৬৪
ঘ) কোনটিই নয়

৫৭. x – y = 10 এবং xy= 30 হলে x3 – y3 এর মান কত?
ক) ১৫০০
খ) ১৭০০
গ) ২১০০
ঘ) ১৯০০

৫৮. কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপর কোণটি কত ডিগ্রি?
ক) ৬০
খ) ৪০
গ) ১১০
ঘ) ১০

৫৯. (x-2) (4x + 3) এর গুণফল নিচের কোনটি?
ক) 4x2 – 5x + 6
খ) 4x2 + 5x – 6
গ) 4x2 – 11x – 6
ঘ) 4x2 – 5x – 6

৬০. নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে না?
ক) 3x – 3y = 0
খ) x + y = 5
গ) 4x + 5y = 9
ঘ) x = 1/y

৬১. একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৩ সে.মি. হলে এর অর্ধ পরিসীমা কত সে.মি?
ক) ৮ সে.মি.
খ) ৭ সে.মি.
গ) ১০ সে.মি.
ঘ) ১২ সে.মি.

৬২. ১০, ১২, ১৪, ১৮, ১৯, ২৫ সংখ্যাগুলোর মধ্যক কত?
ক) ১১
খ) ১৪
গ) ১৬
ঘ) ১৮

৬৩. একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি. এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?
ক) ২ ঘন মিটার
খ) ৩ ঘন সে.মি.
গ) ৩ ঘন মিটার
ঘ) ৪ ঘন মিটার

৬৪. ২০ থেকে ১০০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কতটি?
ক) ১৭টি
খ) ১৫টি
গ) ১৩টি
ঘ) ১১টি

৬৫. দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুইটির ল.সা.গু ৯৬ হলে, গ.সা.গু কত?
ক) ১৬
খ) ২৪
গ) ৩২
ঘ) ১২

৬৬. m-এর মান কত হলে 4x2 – mx + 9 একটি পূর্ণ বর্গ হবে?
ক) 16
খ) 12
গ) 10
ঘ) 9

৬৭. কোন সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষ বিভাজ্য নয়?
ক) ১২৬
খ) ১৪১
গ) ৩২৪
ঘ) ১৩৯

৬৮. ৯, ৩৬, ৮১, ১৪৪–– এর পরবর্তী সংখ্যা কত?
ক) ১৫৯
খ) ২২৫
গ) ২৫৬
ঘ) ২৭২

৬৯. শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায় ৩৫০ টাকার ৬ বছরের মুনাফা কত টাকা?
ক) ৩৯
খ) ৪৫
গ) ২৭০
ঘ) ১৪৭

৭০. একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২৪° বেশি হলে, কোণটি হবে?
ক) ৫৭°
খ) ৪৭°
গ) ৫৩°
ঘ) ৬৬°

৭১. ৫ ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যেন ছোট অংশটি বড় অংশের হয়। ছোট অংশটির দৈর্ঘ্য কত ফুট?
ক) ৪ ফুট
খ) ৫ ফুট
গ) ৬ ফুট
ঘ) ৮ ফুট

৭২. ap = b, bq = c এবং cr = a হলে pqr = ?
ক) 0
খ) 1
গ) 2
ঘ) 3

৭৩. ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
ক) ৮
খ) ৫
গ) ৬
ঘ) ১০

৭৪. log√3 81=?
ক) 4
খ) 27√3
গ) 8
ঘ) 1/8

৭৫. 1+3+5+ (2n+1) ধারাটির যোগফল কত হবে?
ক) (2n-1)
খ) n 2
গ) n(n+1)/2
ঘ) (n(n+1)2)2

৭৬. ৭ই মার্চ ভবন কোথায় অবস্থিত?
ক) খুলনা বিশ্ববিদ্যালয়
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
গ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়

৭৭. কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়—
ক) ২ বছর পরপর
খ) ৪ বছর পরপর
গ) ৩ বছর পরপর
ঘ) ৫ বছর পর পর

৭৮. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর ‘পেন্টাগন’ কোথায় অবস্থিত?
ক) নিউইয়র্ক
খ) শিকাগো
গ) ফ্লোরিডা
ঘ) ভার্জিনিয়া

৭৯. বাংলাদেশের একমাত্র কৃত্রিম হৃদ কোন নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে?
ক) সাঙ্গু
খ) তিস্তা
গ) পদ্মা
ঘ) কর্ণফুলী

৮০. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
ক) তাজউদ্দীন আহমদ
খ) ইউসুফ আলী
গ) এম মনসুর আলী
ঘ) এ এইচ এম কামারুজ্জামান

৮১. আদমশুমারী ও গৃহগণনার বর্তমান নাম কী?
ক) জনসংখ্যা মারি ও গৃহগণনা
খ) লোকশুমারি ও গৃহগণনা
গ) জনশুমারি ও গৃহগণনা
ঘ) কোনটিই নয়

৮২. ন্যাটোর সদস্য নয় কোন দেশটি?
ক) ইতালি
খ) তুরস্ক
গ) সুইজারল্যান্ড
ঘ) ইংল্যান্ড

৮৩. ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর কোথায় অবস্থিত?
ক) রাজশাহী
খ) খুলনা
গ) চট্টগ্রাম
ঘ) ঢাকা

৮৪. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন?
ক) ৫৮(২)
খ) ৬২(১)
গ) ৬৪ (১)
ঘ) ৪৮(১)

৮৫. স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি?
ক) নরওয়ে
খ) ইতালি
গ) ফিনল্যান্ড
ঘ) ডেনমার্ক

৮৬. বঙ্গবন্ধু কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন?
ক) ১৯৭৩
খ) ১৯৭৪
গ) ১৯৭৫
ঘ) ১৯৭২

৮৭. কোনটি স্থানীয় সরকার নয়?
ক) ইউনিয়ন পরিষদ
খ) উপজেলা পরিষদ
গ) পৌরসভা
ঘ) জেলা প্রশাসন

৮৮. নিচের কোনটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয়?
ক) Chrome
খ) Yahoo
গ) Google
ঘ) Bing

৮৯. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে?
ক) তুরস্ক
খ) ইরাক
গ) আলজেরিয়া
ঘ) ইরান

৯০. আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) জার্মানি
গ) যুক্তরাষ্ট্র
ঘ) জাপান

৯১. ‘শেখ হাসিনা সরণি’ কত লেন বিশিষ্ট?
ক) ৮
খ) ১০
গ) ১২
ঘ) ১৪

৯২. দেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত?
ক) সাভার
খ) মংলা
গ) হালিশহর
ঘ) পাকশি

৯৩. রোহিঙ্গা শরণার্থী নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে?
ক) UNDP
খ) UNCTAD
গ) UNHCR
ঘ) UNFPA

৯৪. ‘প্যারোল’ অর্থ কী ?
ক) মামলা বাতি ও মুক্তি
খ) জামিনে মুক্তি
গ) নির্বাহী আদেশে মুক্তি
ঘ) সাধারণ মুক্তি

৯৫. বিশ্বের কোন দেশ প্রথম ভাষা জাদুঘর চালু করেছে?
ক) ভারত
খ) চীন
গ) যুক্তরাষ্ট্র
ঘ) বাংলাদেশ

৯৬. মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
ক) এম. মনসুর আলী
খ) তাজউদ্দীন আহমদ
গ) মাওলানা ভাসানী
ঘ) সৈয়দ নজরুল ইসলাম

৯৭. বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের জন্য গ্রেফতার হন—
ক) ১১ মার্চ ১৯৪৮
খ) ২২ মার্চ ১৯৪৮
গ) ১১ মার্চ ১৯৫২
ঘ) ২২ মার্চ ১৯৫২

৯৮. ‘Leaving no one behind’-কোনটির মূলনীতি?
ক) এমডিজি
খ) ডেল্টা প্ল্যান
গ) এসডিজি
ঘ) রূপকল্প-২০২১

৯৯. ভার্চুয়াল রিয়ালিটিতে কী ধরনের ইমেজ তৈরি হয়?
ক) এক-মাত্রিক
খ) ত্রি-মাত্রিক
গ) দ্বি-মাত্রিক
ঘ) বহুমাত্রিক

১০০. আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে?
ক) ১৮ ডিসেম্বর
খ) ৫ মে
গ) ৫ জুন
ঘ) ১৫ জুন

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফাইনাল মডেল টেস্ট


আরো পড়ুন :


অনুচ্ছেদ রচনা

বিস্তারিত

আন্তর্জাতিক বিষয়াবলী

বিস্তারিত

ইংরেজি ভাষা  সাহিত্য

বিস্তারিত

ইসলাম ধর্ম

বিস্তারিত

ইসলামের ইতিহাস  সংস্কৃতি

বিস্তারিত

এইচএসসি

বিস্তারিত

এসএসসি

বিস্তারিত

ওয়েব ডিজাইন

বিস্তারিত

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

বিস্তারিত

কারেন্ট অ্যাফেয়ার্স

বিস্তারিত

গ্রন্থ-সমালোচনা

বিস্তারিত

চাকরি-বাকরি

বিস্তারিত

জীবনযাপন

বিস্তারিত

জীববিজ্ঞান

বিস্তারিত

জেলা পরিচিতি

বিস্তারিত

টিপস

বিস্তারিত

দেশ পরিচিতি

বিস্তারিত

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি

বিস্তারিত

নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন

বিস্তারিত

পদার্থ বিজ্ঞান

বিস্তারিত

পিডিএফ ডাউনলোড

বিস্তারিত

পৌরনীতি ও নাগরিকতা

বিস্তারিত

প্রতিষ্ঠান পরিচিতি

বিস্তারিত

প্রবন্ধ আলোচনা

বিস্তারিত

প্রশ্ন সমাধান

বিস্তারিত

ফিন্যান্স ও ব্যাংকিং

বিস্তারিত

বাংলা ভাষা ও সাহিত্য

বিস্তারিত

বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি

বিস্তারিত

বাংলা রচনা সম্ভার

বিস্তারিত

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

বিস্তারিত

বাংলাদেশ বিষয়াবলী

বিস্তারিত

বিসিএস প্রস্তুতি

বিস্তারিত

ভাইভা প্রস্তুতি

বিস্তারিত

ভাবসম্প্রসারণ

বিস্তারিত

ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

বিস্তারিত

লেখক পরিচিতি

বিস্তারিত

সাধারণ জ্ঞান

বিস্তারিত

সাধারন বিজ্ঞান

বিস্তারিত

সামাজিক বিজ্ঞান

বিস্তারিত

স্বাস্থ্য টিপস

বিস্তারিত

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !