প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

Preparation BD
By -
0


প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিচে আলোচনা করা হলো। বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গণিত ও সাধারণ জ্ঞান অংশ আলাদা করে আলোচনা করা হয়েছে। আশা করি লেখাটি আপনাদের অনেক সহায়ক হবে।

বাংলা ভাষা

প্রশ্ন : মর্সিয়া শব্দের উৎস ভাষা ও অর্থ
উত্তর : যথাক্রমে আরবি ও শোক প্রকাশ করা ।

প্রশ্ন : ‘চন্দ্র’ শব্দের তদ্ভব রূপ
উত্তর : চাঁদ ।

প্রশ্ন : ‘প্রাণভয়’ যে ধরনের সমাস
উত্তর : মধ্যপদলোপী কর্মধারয় সমাস।

প্রশ্ন : ‘কৃশানু’ শব্দের সমার্থক শব্দ
উত্তর : অগ্নি ।

প্রশ্ন : ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন
উত্তর : ই. এম. মিলফোর্ড ।

প্রশ্ন : ‘প্রতিদিন’ শব্দে ‘প্রতি’ যে ধরনের উপসর্গ
উত্তর : সংস্কৃত।

প্রশ্ন : ‘ঊনপঞ্চাশ বায়’ বাগধারাটির অর্থ
উত্তর : পাগলামি ।

প্রশ্ন : নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ
উত্তর : অন্যান্য ও সীমন্ত ।

প্রশ্ন : “তোমাকে ঢাকা যেতেই হবে।” বাক্যটি যে ধরনের বাচ্য
উত্তর : ভাববাচ্য।

প্রশ্ন : ‘কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে’ এক কথায়
উত্তর : আত্মনিষ্ঠ।

প্রশ্ন : ‘অন্তরীপ’ শব্দের ব্যাসবাক্য
উত্তর : অন্তর্গত অপ যার ।

প্রশ্ন : বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ সংখ্যা
উত্তর : ৮টি।

প্রশ্ন : ‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না’ এক কথায়
উত্তর : অজ্ঞাতকুলশীল ।

প্রশ্ন : “আগামী সাত দিন স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।” বাক্যে ‘স্কুল’
উত্তর : কর্ম কারকে শূন্য বিভক্তি।

প্রশ্ন : ২০২৪ সালের জানুয়ারি মাসে যে সাহিত্যিকের জন্ম দ্বিশতবর্ষ পালিত হয়
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত ।

প্রশ্ন : সাধু ভাষায় যে শব্দের প্রাধান্য বেশি
উত্তর : তৎসম ।

প্রশ্ন : ‘জানুয়ারি’ মাসের নাম লিখতে হ্রস্ব ই-কার হয়েছে যে কারণে
উত্তর : অতৎসম ।

প্রশ্ন : অবস্থাবাচক বিশেষণের উদাহরণ
উত্তর : রোগা ছেলে ও মুমূর্ষু রোগী ।

প্রশ্ন : ‘মৈয়মনসিংহ গীতিকা’-এর শতবর্ষ উদযাপিত হয়
উত্তর : ২০২৩ সালে ।

প্রশ্ন : “তিনি স্বত্রীক শহরে থাকেন।” বাক্যটির শুদ্ধরূপ
উত্তর : তিনি সস্ত্রীক শহরে থাকেন ।

প্রশ্ন : ‘ব্যাকরণ’ শব্দের অক্ষর সংখ্যা
উত্তর : ৩টি।

বাংলা সাহিত্য

প্রশ্ন : “যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা।” বিখ্যাত এ কবিতাংশের রচয়িতা
উত্তর : নির্মলেন্দু গুণ ।

প্রশ্ন : ‘সবুজ পত্র’ পত্রিকার সম্পাদক ছিলেন
উত্তর : প্রমথ চৌধুরী।

প্রশ্ন : বাংলা সাহিত্যের আদি কবি হিসেবে বিবেচিত
উত্তর : লুই পাদ ৷

প্রশ্ন : ভারত চন্দ্রকে ‘রায়গুণাকর’ উপাধি প্রধানকারী জমিদার
উত্তর : রাজা কৃষ্ণ চন্দ্ৰ ৷

প্রশ্ন : ‘তিলোত্তমা’ যে উপন্যাসের প্রধান চরিত্র
উত্তর : দুর্গেশনন্দিনী ।

প্রশ্ন : ‘মুজিব-লেলিন-ইন্দিরা’ কাব্যগ্রন্থের রচয়িতা
উত্তর : নির্মলেন্দু গুণ ।

প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘কাবিলের বোন’-এর রচয়িতা
উত্তর : কবি আল মাহমুদ ৷

প্রশ্ন : “অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে” বাক্যে ‘তোমার ছায়া’ নির্দেশ করে
উত্তর : জন্মভূমির আশ্রয়কে।

English Grammar

প্রশ্ন : The price of essentials has gone down. Here ‘down’ is an
উত্তর : Adverb.

প্রশ্ন : Bangladesh cricket team ……….. their wonderful victory over New Zealand.
উত্তর : on.

প্রশ্ন : She plucked some flowers. The Passive form of the sentence is-
উত্তর : Some flowers were plucked by her.

প্রশ্ন : The noun of the word ‘extreme’ is
উত্তর : extremity.

প্রশ্ন : ……… sharks, whales and dolphins are warm blooded mammals.
উত্তর : Unlike.

প্রশ্ন : He said that he had come to see me. The Direct speech is
উত্তর : He said, “I have come to see you.”

প্রশ্ন : Travellers ……… their reservations well in advance if they want to fly during the Eid.
উত্তর : had better get.

প্রশ্ন : To lead a well-balanced life, you need to have other interests ……… studying.
উত্তর : besides.

প্রশ্ন : The phrase ‘look into something’ means-
উত্তর : to investigate.

প্রশ্ন : You should apologize for what you have done. This sentence is a
উত্তর : Complex sentence.

Translation

  • শেষ ভালো যার, সব ভালো তার।
  • — All’s well that ends well.
  • এই সংবাদটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
  • — This news appeared in the newspaper.
  • সকালে পাখিরা কিচিরমিচির করে।
  • — Birds twitter at dawn.

Vocabulary

Words SynonymsAntonyms
AdequateAmple/SufficientLacking/Scant
CasualAccidental/FortuitousCalculated/Planned
UnityConjunction/ ConcordVariety/Discord

Literature

  • ‘The Tempest’ of William Shakespeare is known as Shakespeare’s swansong.
  • ‘Thyrsis’, ‘Rugby Chapel’ are famous elegy written by- Matthew Arnold.
  • The poet who is known as an English epic poet in English literature is John Milton.

গণিত

প্রশ্ন : যে লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে
⇒ ১৪১।

প্রশ্ন : বাজারে কফির দাম ১০% কমে যাওয়ায় কফির ব্যবহার শতকরা যতটুকু বাড়ালে কফি বাবদ খরচ একই থাকবে
⇒ ১১^১/৯%।

প্রশ্ন : কোনো আসল ২৫ বছরে সুদে-মুলে ৪ গুণ হলে, বার্ষিক সুদের হার
⇒ ১২%।

Hints : যতগুণ—১/ সময় (বছর) × ১০০%

প্রশ্ন : একটি রাশি অপর রাশির ৬৪% হলে, রাশি দুটির অনুপাত
⇒ ১৬:২৫।

প্রশ্ন : শতকরা বার্ষিক ৫% হার সুদে কোনো আসল যত বছরে সুদে-আসলে দ্বিগুণ হবে
⇒ ২০ বছর ।

প্রশ্ন : ১৫ জন ব্যাক্তির একটি কাজের অর্ধেক অংশ করতে ২০ দিন সময় লাগলে, ২০ জন ব্যক্তির ঐ কাজ করতে সময় লাগবে
⇒ ৩০ দিন ।

প্রশ্ন : পরপর ৩টি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল
⇒ ১৫ ৷

প্রশ্ন : ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি সংখ্যা দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা
⇒ ১/২২

প্রশ্ন : ১২টি বই থেকে ৫টি বই যত প্রকারে বাছাই করা যায়, যেখানে ২টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে
⇒ ১২০ প্রকারে।

প্রশ্ন : যদি (6x-y,13) = (1, 3x+2y) হয়, তবে (x,y)
⇒ (1,5) |

প্রশ্ন : x-1/x=2 হলে, x4 +1/x4-এর মান
⇒ 34 ।

প্রশ্ন : 16x2−xy+25 একটি পূর্ণবর্গ রাশি হলে, y-এর মান
⇒ 40 ।

প্রশ্ন : log5x= 3 হলে, x এর মান
⇒ 125 ।

[Hints: log x = b হলে, x = ab]

প্রশ্ন : সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে, অপর কোণটি
⇒ ৪০° ।

প্রশ্ন : তিন ভাইয়ের বয়সের গড় ১৬ বছর। তাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৫ বছর হলে, বাবার বয়স
⇒ ৫২ বছর।

প্রশ্ন : একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার হলে, ক্ষেত্রফল
⇒ ৬৪√৩ বর্গ মি. ।

[Hints: ক্ষেত্রফল =√3/4 a2]

প্রশ্ন : a+b+c = 9 ও ab+bc+ca = 31 হলে, a2+b2+c2-এর মান
⇒ 19।

[Hints:

a2+b2+c2=(a+b+c)2-2(ab+be+ca)]

প্রশ্ন : ৮০ ফুট দীর্ঘ ও ৭০ ফুট প্রস্থ বিশিষ্ট একটি বাগানের বাইরে চারিদিকে ৫ ফুট প্রস্থ বিশিষ্ট একটি রাস্তা আছে । রাস্তাটির ক্ষেত্রফল
⇒ ১৬০০ বর্গফুট ।

প্রশ্ন : ১৫ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা ২৪ সে.মি. হলে, কেন্দ্র থেকে উক্ত জ্যা-এর সর্বনিম্ন দূরত্ব
⇒ ৯ সে.মি. ।

প্রশ্ন : একটি সংখ্যা থেকে সংখ্যাটির ৪০% বিয়োগ করলে ৩০ অবশিষ্ট থাকে । সংখ্যাটির মান
⇒ ৫০।

সাধারণ জ্ঞান

প্রশ্ন : চীন বাংলাদেশকে ঋণ প্রদান করে যত ধরনের মুদ্রায়
উত্তর : দুই ধরনের (ডলার ও ইউয়ান)।

প্রশ্ন : ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘হাসিনা: আ ডটার’স টেল’ চলচ্চিত্রের পরিচালক
উত্তর : পিপলু খান ।

প্রশ্ন : মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশ ও ভারত সীমান্তে অবস্থিত
উত্তর : স্বাধীনতা সড়ক।

প্রশ্ন : বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরির ‘আইকন অব দ্য সিজ’ প্রথমবারের মতো যাত্রা শুরু করে
উত্তর : যুক্তরাষ্ট্রের মিয়ামি বন্দর থেকে ।

প্রশ্ন : ‘বাংলাদেশ মিনারেল, এক্সপ্লোরেশন অ্যান্ড গ্যাস কর্পোরেশন’ গঠিত হয়
উত্তর : ১৯৭২ সালে ।

প্রশ্ন : মধ্য এশিয়ার যে দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই
উত্তর : কাজাখস্তান ৷

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন
উত্তর : ১৯৭৩ সালের নভেম্বর মাসে ।

প্রশ্ন : কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বলকে বলা হয়
উত্তর : অভিকর্ষ ।

প্রশ্ন : রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কার্যক্রম শুরু করে
উত্তর : ১৯৬৪ সালে ।

প্রশ্ন : মর্যাদাপূর্ণ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ প্রবর্তন করা হয়
উত্তর : ১৯৬০ সালে ।

প্রশ্ন : নৌশক্তিকে ব্যবহার করে দেশের পররাষ্ট্রনীতি বাস্তবায়নে ‘গানবোট ডিপ্লোমেসি’ প্রবর্তন করে
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এবং বংশগতির ধারক ও বাহক বলা হয়
উত্তর : ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডকে (ডিএনএ)।

প্রশ্ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর বহুমুখী সমবায় ভাবনার আলোকে ‘বঙ্গবন্ধু মডেল গ্রাম’ নির্মাণের নির্দেশনা প্রদান করেন
উত্তর : ২০২০ সালে ।

প্রশ্ন : উপমহাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ‘বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি’ স্বাক্ষরিত হয়
উত্তর : ১৯১৬ সালে ।

প্রশ্ন : ফুসফুসের আবরণকে বলা হয়
উত্তর : প্লিউরা

প্রশ্ন : একটি লজিক গেটের আউটপুট ১ ও এর সব ইনপুট 0 হলে, গেটটি হলো
উত্তর : NAND ।

প্রশ্ন : মাতৃতান্ত্রিক খাসিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে
উত্তর : সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলবীবাজার ও সিলেটের জৈয়ন্তিকা পাহাড়ে ।

প্রশ্ন : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা আসিয়ান গঠিত হয়
উত্তর : ১৯৬৭ সালের ৮ আগস্ট ।

প্রশ্ন : রোহিঙ্গা জাতি নিধনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলাকারী দেশ
উত্তর : গাম্বিয়া ।


আরো পড়ুন :


অনুচ্ছেদ রচনা

বিস্তারিত

আন্তর্জাতিক বিষয়াবলী

বিস্তারিত

ইংরেজি ভাষা  সাহিত্য

বিস্তারিত

ইসলাম ধর্ম

বিস্তারিত

ইসলামের ইতিহাস  সংস্কৃতি

বিস্তারিত

এইচএসসি

বিস্তারিত

এসএসসি

বিস্তারিত

ওয়েব ডিজাইন

বিস্তারিত

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

বিস্তারিত

কারেন্ট অ্যাফেয়ার্স

বিস্তারিত

গ্রন্থ-সমালোচনা

বিস্তারিত

চাকরি-বাকরি

বিস্তারিত

জীবনযাপন

বিস্তারিত

জীববিজ্ঞান

বিস্তারিত

জেলা পরিচিতি

বিস্তারিত

টিপস

বিস্তারিত

দেশ পরিচিতি

বিস্তারিত

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি

বিস্তারিত

নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন

বিস্তারিত

পদার্থ বিজ্ঞান

বিস্তারিত

পিডিএফ ডাউনলোড

বিস্তারিত

পৌরনীতি ও নাগরিকতা

বিস্তারিত

প্রতিষ্ঠান পরিচিতি

বিস্তারিত

প্রবন্ধ আলোচনা

বিস্তারিত

প্রশ্ন সমাধান

বিস্তারিত

ফিন্যান্স ও ব্যাংকিং

বিস্তারিত

বাংলা ভাষা ও সাহিত্য

বিস্তারিত

বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি

বিস্তারিত

বাংলা রচনা সম্ভার

বিস্তারিত

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

বিস্তারিত

বাংলাদেশ বিষয়াবলী

বিস্তারিত

বিসিএস প্রস্তুতি

বিস্তারিত

ভাইভা প্রস্তুতি

বিস্তারিত

ভাবসম্প্রসারণ

বিস্তারিত

ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

বিস্তারিত

লেখক পরিচিতি

বিস্তারিত

সাধারণ জ্ঞান

বিস্তারিত

সাধারন বিজ্ঞান

বিস্তারিত

সামাজিক বিজ্ঞান

বিস্তারিত

স্বাস্থ্য টিপস

বিস্তারিত

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !