কর গোয়েন্দা ইউনিট

কর গোয়েন্দা ইউনিট

কর ফাঁকিবাজদের ধরতে এবার কর গোয়েন্দা ইউনিট গঠনের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) । বিশেষায়িত এ ইউনিট চালু হলে শুধু আয়কর ফাঁকি দেয়— এমন বড় কর ফাঁকিবাজদের ধরা সহজ হবে।

নতুন এ গোয়েন্দা সেল চালুর জন্য এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদনও নেওয়া হয়। বর্তমানে NBR’র অধীনে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (CIC) নামে একটি বিশেষায়িত রাজস্ব গোয়েন্দা সেল কাজ করছে।

আরও পড়ুন :  সরকারের ধারণা | রাষ্ট্র ও সরকারের সম্পর্ক | সরকারের সংজ্ঞা

উল্লেখ্য, ভারতের অর্থনৈতিক খাতের গোয়েন্দা সংস্থা Enforcement Directorate (ED) অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান। এই সংস্থাটির আদলে কাজ করবে দেশের আয়কর গোয়েন্দারা।

Leave a Reply