প্রথমবারের মতো ‘জিপিএস কিট’

প্রথমবারের মতো ‘জিপিএস কিট’

১২ আগস্ট ২০২৩ টাইগারদের অনুশীলনে প্রথমবারের মতো ব্যবহার করা হয় জিপিএস প্রযুক্তি। বিশেষ এ কিট নিয়ন্ত্রণ করতে মাঠে সর্বক্ষণ উপস্থিত ছিলেন একজন টেকনিশিয়ান।

সাধারণত এ জিপিএস কিট ইউরোপের ফুটবল ক্লাবগুলোতে ব্যবহার করা হয়। এ কিটের মাধ্যমে নির্ধারণ করা যায় একজন খেলোয়াড় ম্যাচের জন্য ফিট কিনা, বোঝা যায় তার নামের পাশে থাকা সবুজ, হলুদ কিংবা লাল চিহ্ন দেখে।

আরও পড়ুন :  বাংলা রচনা আমার দেখা নদী

সবুজ মানে ফিট, লাল মানে ফিট নয় আর হলুদ মানে খেলা নিয়ে সংশয় রয়েছে।

Leave a Reply