প্রকৃতির পঞ্চম বল

সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থিত পদার্থবিজ্ঞানবিষয়ক গবেষণাগার ফার্মিল্যাবের (Fermilab) বিজ্ঞানীরা জানান, তারা সম্ভবত প্রকৃতির জানা ৪টি বলের বাইরে নতুন আরেকটি বলের অস্তিত্ব আবিষ্কারের কাছাকাছি রয়েছেন ।
অতি-পারমাণবিক কণা মিউয়ন পদার্থবিজ্ঞানের বর্তমান তত্ত্বের দেখানো পথ অনুযায়ী, প্রত্যাশিত আচরণ করছে না, এমন অনেক প্রমাণ পান তারা। মিউয়নের ওপর অজানা একটি বল কাজ করছে বলে বিশ্বাস এ বিজ্ঞানীদের।
তবে এ ফলাফলের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও তথ্য প্রয়োজন । ২০২১ সালে ফার্মিল্যাবের গবেষক দল প্রথম প্রকৃতিতে পঞ্চম আরেকটি বল সক্রিয় থাকতে পারে বলে জানান।
‘জি মাইনাস টু’ নামের একটি গবেষণায় মিউয়ন কণাকে প্রায় ১৫ মিটার ব্যাসের একটি রিংয়ের মধ্যে ত্বরণায়িত করেন । এখানে কণাগুলোকে তারা প্রায় আলোর গতির কাছাকাছি গতিতে হাজারবারের মতো ঘোরান ।
তারা দেখতে পান, কণাগুলো সম্ভবত ‘অজানা একটি বলের কারণে এমন আচরণ করছে যা স্ট্যান্ডার্ড মডেল নামের বর্তমান তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না।
প্রাত্যহিক জীবনে আমরা যে বলগুলোর অভিজ্ঞতা লাভ করি সেগুলো মূলত প্রকৃতির ৪টি মৌলিক বলের অংশ। এ বলগুলো হলো— মহাকর্ষীয় বল, বিদ্যুৎচৌম্বকীয় বল, সবল নিউক্লীয় বল ও দুর্বল নিউক্লীয় বল।
এই মহাবিশ্বের সব ধরনের বস্তু ও কণাগুলো কীভাবে পরস্পরের উপর ক্রিয়া করবে তা এই বলগুলোই নির্ধারণ করে ।