প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর

প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর

আমিরাতের উপরাষ্ট্রপতি ও দুবাইয়ের শাসক মােহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে ৭ মার্চ ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে যান। সফরকালে আল মাকতুমের সঙ্গে শেখ হাসিনার বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করাসহ বাণিজ্য ও বিনিয়ােগ বাড়ানাের সিদ্ধান্ত হয়।

৮ মার্চ ২০২২ দুবাই এক্সিবিশন সেন্টারে দুই দেশের মধ্যে চারটি সমঝােতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। স্মারক চারটি উচ্চতর শিক্ষা এবং বিজ্ঞান গবেষণা বিষয়ে সহযােগিতা।

আরও পড়ুন :  একুশের স্মৃতি বর্ধমান হাউস এখন জাদুঘর

স্মারক; বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (BISS) এবং এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস অ্যান্ড রিসার্চের (ECSSR) মধ্যে সহযােগিতা বিনিময়ে সমঝােতা স্মারক; কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়ে দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে একটি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (FBCCI) ও সংযুক্ত আরব আমিরাত চেম্বার্স অ্যান্ড কমার্সের ও মধ্যে সহযােগিতা বাড়াতে একটি সমঝােতা স্মারক।

আরও পড়ুন :  ১৪০ সাম্প্রতিক সাধারণ জ্ঞান : বাংলাদেশ ও আন্তর্জাতিক

Leave a Reply