বাংলা ভাষা ও সাহিত্য

বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

বাংলা বিষয় থেকে যেকোনো চাকুরী পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন থাকে।তাই বাংলা বিষয়ের প্রতি সকলের একটু বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। বাংলা বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকের লেখাটি সাজানো হয়েছে।চলুন দেখে নেওয়া যাক।

শেষের কবিতা উপন্যাসটি কবে প্রকাশিত হয়?
উত্তর : ১৯২৮ সালে প্রবাসী পত্রিকায়।

সেলিম আলদীন রচিত “ চাকা ” কি?
উত্তর : একটি কথা নাট্য ।

এটি প্রকাশিত হয় কত সালে?
উত্তর : ১৯৯১।

আব্দুল্ল্যাহ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর : কাজী ইমদাদুল হক।

আনোয়ারা উপন্যাসের রচয়িতা কে?
উত্তর : নজিবর রহমান।

‘প্রেম একটি লাল গোলাম’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর : রশীদ করিম।

মেঘনাদ বধ কাব্যে কত দিনের ঘটনার বর্ণনা আছে?
উত্তর : তিন দিন দুই রাতে ঘটনা।

‘ র ’ কেমন ধ্বনি?
উত্তর : কম্পন জাত ধ্বনি।

‘ ল ’ কেমন ধ্বনি?
উত্তর : পার্শ্বিক ধ্বনি।

‘ ড় , ঢ় ’ কেমন ধ্বনি?
উত্তর : তাড়ন জাত ধ্বনি।

স্পর্শ ধ্বনি কাকে বলে?
উত্তর : কণ্ঠ তালু , মূর্খা , দত্ত , ওষ্ঠ স্পর্শ করে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে স্পর্শ ধ্বনি বলে।

ক – ম পর্যন্ত ২৫ টি ধ্বনিকে কি বলে?
উত্তর : স্পর্শ ধ্বনি।

সমীরন শব্দের অর্থ কি?
উত্তর : বায়ু বা বাতাস।

বাঁধন – হারা ( ১৯২৭ ) কার লেখা?
উত্তর : নজরুলের একটি পত্রোপন্যাস।

রবীন্দ্রনাথের রাজনৈতিক ও বৃহত্তম উপন্যাস কোনটি?
উত্তর : গোরা । এটি অবলম্বনে ১৯৩৮ সালে একটি চলচ্চিত্র মুক্তি পায় । সংগীত পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম।

খাঁটি বাংলা শব্দ কোনগুলো?
উত্তর– ঢোল , খেকশিয়াল , বাবুই , ঢেঁকি , পাতিল , কদু , টেংরা , ঝোল , ডোম , মুড়ি , ঝিনুক।

বেটাইম শব্দটি কোন ভাষার শব্দ?
উত্তর : ফারসি + ইংরেজি শব্দযোগে গঠিত।

তদ্ভব শব্দ কোনগুলো?
উত্তর : চাঁদ , কামার , চামার , হাত , কান , মাথা , পা , মা , সাপ।

স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় ‘ – এটি কার উক্তি?
উত্তর : রঙ্গলাল বন্দোপাধ্যায়ের পদ্মিনী কাব্যের একটি বিখ্যাত উক্তি।

অতুল প্রসাদ সেনের গানের সংকলন গ্রন্হ কোনটি?
উত্তর : গীতিগুঞ্জ ( ১৯৩১ )।

মৌলিক শব্দ কোনগুলো?
উত্তর : গোলাপ , হাত , ফুল , বই , মুখ , গোলাম , ভাই , বোন , নদ , মাছ , লাল।

অক্ষির সমীপে —
উত্তর : সমক্ষ।

অক্ষির অগোচরে—
উত্তর : পরোক্ষ।

অক্ষির সম্মুখে প্রত্যক্ষ নাই পক্ষ যার—
উত্তর : নিরপেক্ষ।

ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনগুলো?
উত্তর : মালিকা , নাটিকা , গীতিকা , পুস্তিকা।

জাহাকুল আবদ অর্থ কি?
উত্তর : গোলামের হাসি।

নামহীন গোত্রহীন গ্রন্থের লেখক কে?
উত্তর : হাসান আজিজুল হক।

হাতির ডাক—
উত্তর : বৃংহতি।

অশ্বের ডাক—
উত্তর : হ্রেষা।

ময়ুরের ডাক—
উত্তর : কেকা।

প্রসবন শব্দের অর্থ কি?
উত্তর : ঝরনা।

নূরজাহান ও সাজাহান নাটকদুটির লেখক কে?
উত্তর : দ্বিজেন্দ্রলাল রায়ের।

হর্ষ শব্দের অর্থ কি?
উত্তর : আনন্দ , উল্লাস , পুলক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button