যুক্তরাষ্ট্রে প্রথম মেয়র ও নিউইয়র্ক সিটি নির্বাচনে বিজয়ী ২ নারী

যুক্তরাষ্ট্রে প্রথম মেয়র ও নিউইয়র্ক সিটি নির্বাচনে বিজয়ী ২ নারী

যুক্তরাষ্ট্রে প্রথম মেয়র

২ নভেম্বর ২০২১ যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া সংলগ্ন মিলবাের্ন বরােতে মেয়র পদে জয়ী হন বাংলাদেশি বংশােদ্ভূত মার্কিন নাগরিক মাহবুবুল তৈয়ব। তার বাড়ি চট্টগ্রামে।

পেনসিলভেনিয়ার ডেলাওয়্যার কাউন্টির দক্ষিণ-পূর্ব বিভাগে অবস্থিত মিলবাের্ন বরাে । এটি যুক্তরাষ্ট্রের সিটির মধ্যে সবচেয়ে ছােট শহর, এখানে ১৫০০ লােকের বাস। আকারে ০.১ বর্গ মাইল। ১৯০৯ সালে বরােটি প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন :  প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

বরাে অব মিলবাের্ন প্রশাসনে বর্তমান রূপ হলাে মেয়র-কাউন্সিল। মিলবাের্ন বরাে কাউন্সিল পাঁচজন নির্বাচিত সদস্য নিয়ে গঠিত হয় যার প্রত্যেকটিতে চার বছরের ওভারল্যাপিং মেয়াদ থাকবে।

বরাে কাউন্সিল সদস্য ছাড়াও মিলবাের্ন বরাের বাসিন্দারা মেয়র নির্বাচন করেন। পুলিশের সব কার্যক্রম পরিচালনার প্রাথমিক দায়িত্বসহ মেয়রের মেয়াদ চার বছর।

নিউইয়র্ক সিটি নির্বাচনে বিজয়ী ২ নারী

২ নভেম্বর ২০২১ নিউইয়র্ক সিটি নির্বাচনে বিজয়ী হয়ে ইতিহাস গড়েন ডেমােক্র্যাটিক পার্টির দুই নারী বাংলাদেশি বংশােদ্ভূত শাহানা হানিফ ও সিভিল কোর্টের বিচারক অ্যাটর্নি সােমা সাঈদ কুইন্স। শাহানা হানিফ নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত এবং প্রথম মুসলিম নারী।

আরও পড়ুন :  সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছুপ্রশ্ন ও উত্তর

কাউন্সিল নির্বাচিত হন।তিনি ব্রুকলিনের নির্বাচনি এলাকা ডিস্ট্রিক্ট-৩৯ থেকে জয় লাভ করেন। তার পৈতৃক নিবাস চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায়। অন্যদিকে সােমা সাঈদ কুইন্স সিভিল কোর্টের বিচারক হিসেবে বিজয়ী হন।

তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মুসলিম নারী বিচারক। তার পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা।

Leave a Reply