শিক্ষা
বিশ্বের সবচেয়ে উত্তরের দ্বীপ

সম্প্রতি একদল বিজ্ঞানী বিশ্বের সবচেয়ে উত্তরের দ্বীপ আবিষ্কার করেন। দ্বীপটি গ্রিনল্যান্ড উপকূলে ১৯৭৮ সাল থেকে পরিচিত উডাক আইল্যান্ডের বিভিন্ন নমুনা সংগ্রহের জন্য গত জুলাইয়ে বিজ্ঞানীরা বিমানে চড়ে সেখানে যান।
কিন্তু তারা অবস্থান পরীক্ষা করে দেখতে পান আরও ৮০০ মিটার উত্তরে পৌঁছেছেন। ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন এই এলাকায় রয়েছে অনেকগুলাে দ্বীপ।
এরই একটি দ্বীপকে পৃথিবীর সর্ব উত্তরের দ্বীপ হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। দ্বীপটি উত্তর মেরুর সবচেয়ে নিকটবর্তী ভূখণ্ড।
এটি দৈর্ঘ্যে ৬০ মিটার, প্রস্থে ৩০ মিটার। ডেনমার্ক ও সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা দ্বীপটির নামকরণ করেন গ্রিনল্যান্ডের ভাষায় ‘কেকার্তাক আভানার্লেক বা ‘সবচেয়ে উত্তরের দ্বীপ’।
প্রসঙ্গত, ১৯৭৮ সালে সন্ধান পাওয়া গ্রিনল্যান্ডের ওদাক দ্বীপটি বিশ্বের সর্ব উত্তরের দ্বীপ হিসেবে স্বীকৃত ছিল।