শিক্ষা
ছেলেদের ইউরােতে প্রথম নারী রেফারি

ছেলেদের ইউরােতে প্রথম নারী রেফারি
রেফারি হিসেবে অনেক ‘প্রথম’-এর জন্ম দেওয়া ফ্রান্সের স্তেফানি ফ্রাপা প্রথম নারী। রেফারি হিসেবে পুরুষদের ইউরােপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচ পরিচালনা করবেন। ১১ জুন-১১ জুলাই ২০২১ ইউরােপের ১২টি দেশে অনুষ্ঠিতব্য প্রতিযােগিতায় চতুর্থ রেফারি অথবা রিজার্ভ অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে কাজ করবেন তিনি।
রেফারি হিসেবে ৩৭ বছর বয়সী ফ্রাপার অর্জন নেহাৎ কম নয়। ২০১৯ সালে প্রথম নারী হিসেবে পুরুষদের বড় কোনাে ইউরােপিয়ান ম্যাচ পরিচালনা করেন তিনি। এরপর জুলাই ২০১৯ নিজ দেশে অনুষ্ঠিত মেয়েদের বিশ্বকাপ ফাইনালে যুক্তরাষ্ট্রনেদারল্যান্ডস ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন ফ্রাপা।
এছাড়া প্রথম নারী রেফারি হিসেবে ছেলেদের চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ পরিচালনা করার কীর্তিও তার।