সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী একসাথে নিচে দেওয়া হলো। প্রশ্নগুলো বিভিন্ন বিভিন্ন নির্বাচনী পরীক্ষার প্রশ্ন থেকে সংগ্রহ করা হয়েছে শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। আসা করি পিডিএফটি ডাউনলোড করে রাখলে আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন নিচের লিঙ্ক থেকে পিডিএফটি ডাউনলোড করে নেওয়া যাক। এরকম আরো পিডিএফ পেতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। পোস্টটি শেয়ার করে আপনার সহযোগীদের পড়ার সুযোগ করে দেন।

প্রশ্ন : সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ-এর অন্তর্ভুক্ত করে যে সংস্থা-
উত্তর : UNESCO।

প্রশ্ন : বর্তমানে দেশে মাথাপিছু দৈনিক মাছ গ্রহণের পরিমাণ-
উত্তর : ৬২.৫৮ গ্রাম।

প্রশ্ন : সমুদ্রসম্পদ রক্ষায় যে দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘােষণা করা হয়
উত্তর : নিঝুম দ্বীপ।

আরও পড়ুন :  শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারণ জ্ঞান

প্রশ্ন : বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন
উত্তর : লর্ড হার্ডিঞ্জ।

প্রশ্ন : সম্রাট অশােক যে বংশের শাসক ছিলেন-
উত্তর : মৌর্য।

প্রশ্ন : নােয়াখালী ও কুমিল্লা প্রাচীন বাংলার যে জনপদের অন্তর্ভুক্ত ছিল
উত্তর : সমতট।

প্রশ্ন : কৌলিন্য প্রথা বাংলায় প্রবর্তন করেন
উত্তর : বল্লাল সেন।

প্রশ্ন : ১৯৭১ সালের অসহযােগ আন্দোলন শুরু হয়
উত্তর : ২ মার্চ।

প্রশ্ন : বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়
উত্তর : পঞ্চম তফসিলে ।

প্রশ্ন : নাথান কমিশন গঠন করা হয়
উত্তর : ২৭ মে ১৯১২।

প্রশ্ন : মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা
উত্তর : সম্রাট বাবর।

প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক হলেন
উত্তর : ডব্লিউ এ এস ওডারল্যান্ড।

আরও পড়ুন :  বাংলা রচনা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

প্রশ্ন : বাংলাদেশে সর্বপ্রথম AIDS শনাক্ত করা হয়
উত্তর : ১৯৮৯ সালে।

প্রশ্ন : বাংলাদেশের জিডিপিতে যে খাতের অবদান সবচেয়ে বেশি
উত্তর : সেবাখাত।

প্রশ্ন : ‘সাবাস বাংলাদেশ’ অঙ্কর্যটি অবস্থিত
উত্তর : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

প্রশ্ন : বাংলাদেশের ৩৫তম নদীবন্দর
উত্তর : বালাগঞ্জ, সিলেট।

প্রশ্ন : দ্বিতীয় বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল
উত্তর : ২০২১-২০৪১ সাল।

প্রশ্ন : বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু আছে
উত্তর : ২টি।

প্রশ্ন : বাংলাদেশে মাছ উৎপাদনে শীর্ষ জেলা
উত্তর : ময়মনসিংহ।

প্রশ্ন : উচ্চফলনশীল জাত ‘বিইউ সয়াবিন-২’ উদ্ভাবন করে
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)।

প্রশ্ন : মুক্তিযােদ্ধা তারামন বিবি যুদ্ধ করেন
উত্তর : ১১ নং সেক্টরে।

প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম বনভূমি
উত্তর : পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল।

আরও পড়ুন :  নানা ভাষা, নানা মত, নানা পরিধান; বিবিধের মাঝে দেখ মিলন মহান

প্রশ্ন : বাংলাদেশে প্রথম মূল্য সংযােজন কর চালু হয়
উত্তর : ১ জুলাই ১৯৯১।

প্রশ্ন : কর্ণফুলী পেপার মিলস লিমিটেড অবস্থিত-
উত্তর : চন্দ্রঘােনা, রাঙামাটি।

প্রশ্ন : মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন
উত্তর : শিব নারায়ণ দাস।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম EPZ স্থাপিত হয়
উত্তর : চট্টগ্রামে।

প্রশ্ন : মােংলা সমুদ্রবন্দর যে নদীর তীরে অবস্থিত
উত্তর : পশুর নদী।

প্রশ্ন : বাংলাদেশের সংবিধান হলাে
উত্তর : গণপ্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন।

প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ রয়েছে
উত্তর : ১৫৩টি।

প্রশ্ন : সংবিধানের যে সংশােধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়
উত্তর : ১৫তম।

প্রশ্ন : তানভীর মােকাম্মেল পরিচালিত ‘জীবনটুলি’ ছবির উপজীব্য
উত্তর : একাত্তরের মুক্তিযুদ্ধ।

প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনােগ্রামে তারকা চিহ্নিত থাকে
উত্তর : ৪টি।

প্রশ্ন : বাংলাদেশের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ উপজাতি
উত্তর : সাওতাল।

প্রশ্ন : ব্যাংক নােটে স্বাক্ষর থাকে
উত্তর : বাংলাদেশ ব্যাংকের গভর্নবের।

প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয়
উত্তর : ৬০ জনে।

প্রশ্ন : The Hindu Women’s Rights to Property Act প্রণীত হয়
উত্তর : ১৯৩৭ সালে ।

প্রশ্ন : মুক্তিযুদ্ধে ৪নং সেক্টরের প্রধান ছিলেন
উত্তর : মেজর জেনারেল (অব.) সি আর (চিত্তরঞ্জন) দত্ত।

Leave a Reply