বাংলা গদ্যের জনক কে?

সকল প্রশ্নCategory: বাংলা সাহিত্যবাংলা গদ্যের জনক কে?

বাংলা গদ্যের জনক কে?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. উইলিয়াম কেরি
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
1 Answers
উত্তর: ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাখ্যা:
বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অসামান্য। তিনি বাংলা ভাষাকে সরল ও সাবলীল গদ্য রূপে রূপান্তরিত করেন। তার রচিত ‘বর্ণপরিচয়’, ‘সীতার বনবাস’ ইত্যাদি রচনাগুলো বাংলা গদ্যের ভিত্তি গঠন করেছে। তাই তাকে বাংলা গদ্যের জনক বলা হয়।
Back to top button