সকল প্রশ্নমনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কে স্থাপন করেন?
Preparation Staff asked 4 hours ago
মনোবিজ্ঞানের (Psychology) প্রথম আনুষ্ঠানিক গবেষণাগার স্থাপন করেন জার্মান বিজ্ঞানী উইলহেম উন্ড (Wilhelm Wundt) ১৮৭৯ সালে, জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে। এই গবেষণাগার মনোবিজ্ঞানকে দর্শন ও জীববিজ্ঞানের ছায়া থেকে বের করে একটি স্বতন্ত্র ও বৈজ্ঞানিক শাস্ত্রে পরিণত করে। উন্ড মনোবিজ্ঞানকে অভিজ্ঞতার পরীক্ষামূলক বিশ্লেষণ হিসেবে বিবেচনা করেন। তার গবেষণায় সংবেদন, অনুভূতি এবং প্রতিক্রিয়ার সময় ইত্যাদি বিষয় ছিল মুখ্য। ফলে, উইলহেম উন্ড-কে “মনোবিজ্ঞানের জনক” হিসেবেও অভিহিত করা হয়। তার এই অবদান আধুনিক মনোবিজ্ঞান বিকাশে মাইলফলক হিসেবে বিবেচিত।