অন্যান্য

Current affairs February 2021 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১

Current affairs February 2021 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ PDF নিচে দেওয়া হলো। আসা করি Current affairs February 2021 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ PDF টি আপনাদের অনেক উপকারে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর আরো পিডিএফ পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। আর আমদের ফেসবুক  পেইজটিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। পিডিএফটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

Download Here

Current affairs February 2021 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ ভিডিও দেখুন

 

বাংলাদেশ
১. ১৯ জানুয়ারি ২০২০ দেশের দ্বিতীয় স্যাটেলাইট প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়ােগ পায় কোন প্রতিষ্ঠান?
ক) European Space Agency (ESA)
খ) Thales Alenia Space
গ) SpaceX
ঘ) Price water house Coopers (PwC)

২. উৎক্ষেপিত দ্বিতীয় স্যাটেলাইটের নাম কী হবে?
ক) বঙ্গবন্ধু স্যাটেলাইট-২
খ) শেখ হাসিনা স্যাটেলাইট-১
গ) ওয়াজেদ মিয়া স্যাটেলাইট
ঘ) বাংলাদেশ স্যাটেলাইট

৩, দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হৰে কৰে?
ক) ২০২২ সালে
খ) ২০২৩ সালে
গ) ২০২৫ সালে
ঘ) ২০২৭ সালে

৪. বর্তমানে ভৌগােলিক নির্দেশক (GI) পণ্য কতটি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি

৫. দেশের চতুর্থ ভৌগােলিক নির্দেশক পণ্য কোনটি?
ক) জামদানি
খ) ইলিশ
গ) ক্ষীরশাপাতি আম
ঘ) ঢাকাই মসলিন

৬. বরগুনা সদরে দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হয় কবে?
ক) ৩০ ডিসেম্বর ২০২০
খ) ৩১ ডিসেম্বর ২০২০
গ) ১ জানুয়ারি ২০২১
ঘ) ২ জানুয়ারি ২০২১

৭, দেশের প্রথম নােকা জাদুঘরের নাম কী?
ক) শেরেবাংলা নৌকা জাদুঘর
খ) ভাসানী নৌকা জাদুঘর
গ) বঙ্গবন্ধু নৌকা জাদুঘর
ঘ) শেখ হাসিনা নৌকা জাদুঘর

৮. বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে?
ক) ৫টি
খ) ৬টি
গ) ৭টি
ঘ) ৮টি

৯. জাতীয় অর্থনৈতিক পরিষদের (NEC) সভায় আম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমােদন দেয়া হয় কবে?
ক) ২৮ ডিসেম্বর ২০২০
খ) ২৯ ডিসেম্বর ২০২০
গ) ৩০ ডিসেম্বর ২০২০
ঘ) ৩১ ডিসেম্বর ২০২০

১০. অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত?
ক) ২০২১-২০২৫ সাল
খ) ২০২২-২০২৭ সাল
গ) ২০২৩-২০২৭ সাল
ঘ) ২০২৪-২০২৮ সাল

১১. অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় হবে কত কোটি টাকা?
ক) ৬৪,৩০,১২০
খ) ৬৪,৬৫,৮০০
গ) ৬৪,৪৮,৩৯০
ঘ) ৬৪,৯৫,৯৮০

১২ ‘আদমশুমারি ও গৃহগণনার’ বর্তমান নাম কী?
ক) জনশুমারি ও গৃহগণনা
খ) জনসংখ্যা মারি ও গৃহগণনা
গ) লােকমারি ও গৃহগণনা
ঘ) উপরের কোনটি নয়।

১৩. কোন সালের পরিসংখ্যান আইন, অনুযায়ী ‘আদমশুমারি ও গৃহগণনা’-এর নাম পরিবর্তন করে জনমারি ও গৃহগণনা করা হয়?
ক) ২০১১ সাল
খ) ২০১৩ সাল
গ) ২০১৫ সাল
ঘ) ২০১৯ সাল

১৪, কত বছর পরপর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়?
ক) ৫ বছর
খ) ৮ বছর
গ) ১০ বছর
ঘ) ১২ বছর

১৫, ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে?
ক) ২৫-৩১ জুলাই ২০২১
ক) ২৫-৩১ আগস্ট ২০২১
গ) ২৫-৩১ অক্টোবর ২০২১
ঘ) ২৫-৩১ ডিসেম্বর ২০২১

ব্যাংক-বীমা

১৬. বাংলাদেশে প্রথম শরিয়াহভিত্তিক ইসলামী বন্ড সুকুকের নিলাম অনুষ্ঠিত হয় কবে?
ক) ২৮ ডিসেম্বর ২০২০
খ) ২৯ ডিসেম্বর ২০২০
গ) ৩০ ডিসেম্বর ২০২০
ঘ) ৩১ ডিসেম্বর ২০২০

১৭. প্রথম ইসলামী বন্ড সুকুক কী নামে ইস্যু করা হয়?
ক) ইস্তিসনা সুকুক
খ) সালাম সুকুক
গ) ইজারা সুকুক
ঘ) মুশারাকা সুকুক

১৮. ১ জানুয়ারি ২০২১ কোন দুটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়?
ক) স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড
খ) গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড
গ) যমুনা ব্যাংক লিমিটেড
ঘ) ক ও খ উভয়ই

১৯, জানুয়ারি ২০২১ পর্যন্ত কতটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে?
ক) ৭টি
খ) ৮টি
গ) ১৯টি
ঘ) ১০টি

২০, এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের বর্তমান নাম কী?
ক) গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড
খ) এনআরবি গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড
গ) গ্লোবাল ব্যাংক লিমিটেড
ঘ) উপরের কোনটি নয়।

ও আন্তর্জাতিক

২১, প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে দু’বার অভিশংসিত হন কে?
ক) রিচার্ড নিক্সন
খ) বিল ক্লিনটন
গ) ডােনাল্ড ট্রাম্প
ঘ) অ্যাস্তু জনসন

২২. ডােনাল্ড ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে দ্বিতীয়বার অভিশংসিত হন কবে?
ক) ১ জানুয়ারি ২০২১
খ) ৯ জানুয়ারি ২০২১
গ) ১০ জানুয়ারি ২০২১
ঘ) ১৩ জানুয়ারি ২০২১

২৩, ২০ জানুয়ারি ২০২১ জো বাইডেন কততম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?
ক) ৪৪তম
খ) ৪৫তম
গ) ৪৬তম
ঘ) ৪৭তম

২৪. যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট কে?
ক) মিশেল ওবামা
খ) জ্যানেট ইয়েলেন
গ) হিলারি ক্লিনটন
ঘ) কমলা হ্যারিস

২৫, ৪ ডিসেম্বর ২০২০ স্বল্পোন্নত দেশ (LDC থেকে উত্তরণ ঘটে কোন দেশের?
ক) ভানুয়াতু
খ) অ্যাঙ্গোলা
গ) বাংলাদেশ
ঘ) নেপাল

২৬. ১২ ফেব্রুয়ারি ২০২১ LDC থেকে উত্তরণ ঘটবে কোন দেশের?
ক) ভানুয়াতু
খ) অ্যাঙ্গোলা
গ) বাংলাদেশ
ঘ) নেপাল

২৭, ১২ ফেব্রুয়ারি ২০২১ LDC-ভুক্ত দেশের সংখ্যা হবে কতটি?
ক) ৪৫টি
খ) ৪৬টি
গ) ৪৭টি
ঘ) ৪৮টি

২৮, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত মহাসচিব কে?
ক) সলিল শেঠী
খ) অবিনাশ কুমার
গ) জুলি ভেরার
ঘ) আইরিন জুবাইদা খান

২৯. জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (UNCTAD) ভারপ্রাপ্ত মহাসচিব কে?
ক) সলিল শেঠী
খ) ইসাবেলা ডুরান্ড
গ) জুলিয়া ক্রোকনার
ঘ) হুসেইন ইব্রাহিম তাহা

৩০. পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয় কবে?
ক) ১১ জানুয়ারি ২০২১
খ) ১৪ জানুয়ারি ২০২১
গ) ১৯ জানুয়ারি ২০২১
ঘ) ২২ জানুয়ারি ২০২১

World Economic League Table 2021

৩১. GDP’র ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) চীন
গ) জাপান
ঘ) জার্মানি

৩২. GDP’র ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতির দেশ কোনটি?
ক) মার্শাল দ্বীপপুঞ্জ
খ) কিরিবাতি
গ) নাউরু
ঘ) টুভ্যালু

৩৩. GDP’র ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত?
ক) ৪০তম
খ) ৪১তম
গ) ৪২তম
ঘ) ৪৩তম

রিপাের্ট-সমীক্ষা

৩৪. GFP’র ২০২১ সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) রাশিয়া
গ) চীন
ঘ) ভারত

৩৫. GFP’র ২০২১ সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
ক) সিয়েরা লিওন
খ) সােমালিয়া
গ) লাইবেরিয়া
ঘ) ভুটান

৩৬. GFর ২০২১ সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত?
ক) ৩৫তম
খ) ৪৫তম
গ) ৪৯তম
ঘ) ৫২তম

সংস্থার সদস্য

৩৭, এশীয় অবকাঠামাে বিনিয়ােগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য দেশ কতটি?
ক) ৮২টি
খ) ৮৩টি
গ) ৮৪টি
ঘ) ৮৫টি

৩৮, ৬ জানুয়ারি ২০২১ কোন দেশ AIIB’র ৮৫তম সদস্যপদ লাভ করে?
ক) টোঙ্গা
খ) বেনিন
গ) বেলজিয়াম
ঘ) আলজেরিয়া

৩৯, আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
ক) ৯১টি
খ) ৯২টি
গ) ৯৩টি
ঘ)৯৪টি

৪০, ৭ ডিসেম্বর ২০২০ কোন দেশ IHO’র ৯৪তম সদস্যপদ লাভ করে?
ক) ভিয়েতনাম
খ) গায়ানা
গ) লেবানন
ঘ) মাল্টা

করােনার টিকা

৪১. বাংলাদেশে করােনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয় কবে?
ক) ২১ জানুয়ারি ২০২১
খ) ২৪ জানুয়ারি ২০২১
গ) ২৫ জানুয়ারি ২০২১
ঘ) ২৭ জানুয়ারি ২০২১

৪২. বাংলাদেশে কোন টিকা দিয়ে করােনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়?
ক) Covishield
খ) CoronaVac
গ) Navavax
ঘ) Sputnik-V

৪৩, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করােনার টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট কী নামে উৎপাদন করছে?
ক) Covaxin
খ) Covishield
গ) Pneumosil
ঘ) Serumvaxin

৪৪. ২৮ ডিসেম্বর ২০২০ ঔষধ প্রশাসন অধিদপ্তর গ্লোব বায়ােটেকের কোন টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি দেয়?
ক) BANGLAVAX
খ) BANGOVAC
গ) BANGAVAX
ঘ) BANGOVAXIN

ICC’র দশক-সেরা পুরস্কার ২০২০

৪৫. সেরা ক্রিকেটার কে?
ক) বিরাট কোহলি (ভারত)
খ) রােহিত শর্মা (ভারত)
গ) প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)
ঘ) বেন স্টোকস (ইংল্যান্ড)

৪৬. সেরা টেস্ট ক্রিকেটার কে?
ক) দীপক চাহার (ভারত)
খ) কাইল কোয়েটজার (স্কটল্যান্ড)।
গ) স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
ঘ) বেন স্টোকস (ইংল্যান্ড) ।

৪৭. সেরা ওয়ানডে ক্রিকেটার কে?
ক) প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)
খ) রােহিত শর্মা (ভারত)
গ) বিরাট কোহলি (ভারত)
ঘ) বেন স্টোকস (ইংল্যান্ড)

ক্রীড়াঙ্গন

৪৮. বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয় করেছে?
ক) ২০টি
খ) ২২টি
গ) ২৪টি
ঘ)২৬টি

৪৯. ষষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি কবে অনুষ্ঠিত হবে?
ক) সেপ্টেম্বর ২০২১
খ) অক্টোবর ২০২১
গ) নভেম্বর ২০২১
ঘ) ডিসেম্বর ২০২১

৫০. ষষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে?
ক) চীন
খ) বাংলাদেশ
গ) জাপান
ঘ) ওমান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button